Chhatak News 24

Chhatak News 24 .

ছাতকে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির কে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ।ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃছাতক অনলাইন  প্রে...
28/06/2025

ছাতকে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির কে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, নন্দিত টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক জৈন্তা বার্তার ছাতক উপজেলা প্রতিনিধি, সাজ্জাদ মাহমুদ মনিরকে জড়িয়ে পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাব সহ ছাতকের কর্মরত মূলধারার সংবাদকর্মীরা।

গতকাল শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাজ্জাদ মাহমুদ মনির জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। সাজ্জাদ মাহমুদ মনির একাধিক জনপ্রিয় সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে সামাজিক উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত।

কোভিড মহামারির সময় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক হিসেবে সামনের সাড়িতে থেকে কাজ করেছেন এবং দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের অন্যায় অনিমের বিরুদ্ধে ছিল তার কলম সবসময় সোচ্চার। হাতেনাতে আওয়ামী লীগের ভোট চুরির একাধিক নিউজ করে সারা দেশে হয়েছেন প্রশংসিত।

সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ জেলায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সাজ্জাদ মাহমুদ মনির একজন সাহসী ও উদ্যমী সাংবাদিক।
তার জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়।

ভবিষ্যতে এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

একইসাথে ছাতকের সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

21/05/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণাঃ
বিদ্যুৎ সংকট ও লোডশেডিং বিরোধী কর্মসূচি স্থগিত ঘোষণাঃ
বিগত কয়েক বছর ধরে উত্তর সুরমায় চলমান ভয়াবহ লোডশেডিং, ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে এলাকার বহু বাসিন্দার দামি এসি, ফ্রিজ, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ২২ মে, বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়ারাই মসজিদের পেছনের রাস্তা ও নতুন ঘাটের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়েছিল।
তবে, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের আশ্বাসে এই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি এখন প্রশাসনিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
👉 আমরা আশাবাদী, সংশ্লিষ্ট দপ্তরসমূহ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
🔔 পরবর্তী সিদ্ধান্ত ও প্রয়োজনে নতুন কর্মসূচির ঘোষণা আমাদের পক্ষ থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
আপনাদের সচেতনতা ও সংহতি আমাদের অনুপ্রেরণা।
— উত্তর সুরমাবাসী

আননুর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত। সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ...
09/03/2024

আননুর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত।

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া বাজার সংলগ্ন আননুর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী এবং মহান স্বাধিনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে আননুর মডেল একাডেমির সংলগ্ন মাঠে মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আননুর মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আলী আসগর'র উপস্থাপনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী বাবু বলেন, ছাত্র-ছাত্রীদেরকে পড়া লেখার পাশাপাশি খেলা ধুলায়ও আরো মনোনিবেশ হতে হবে এবং মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে লেখাপড়ায় আরও বেশি মনোনিবেশ করতে হবে, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত।
আননুর মডেল একাডেমি দোয়ারাবাজারের অন্যতম মডেল একাডেমি হিসেবে পরিচিতি লাভ করেছে। আননুর মডেল একাডেমির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিম, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলী উছমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সমতা কলেজের প্রভাষক মোশাররফ হোসেন, দোহালীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, বিশিষ্ট সমাজসেবী হাজী আয়াজ আলী, বিশিষ্ট সমাজসেবী হাজী আনোয়ার হোসে মিস্টার, প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ, ছাত্র ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফয়জুর রহমান, বাবু সুজিত দেবনাথ, মানিক মিয়া, আমির হোসেন, ইসমাইল হোসেন, ফাহাদ আহমেদ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে কোরআন তেলায়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্র এহসানুল হক জুনেদ।
স্বাগত বক্তব্য রাখেন ফাইজা আক্তার লিজা। অনুষ্ঠানের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্য শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দেওয়ান তানভীর আশরাফী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

21/01/2024

ছাতক সিমেন্ট কোম্পানির লিঃ বিগত দিনের দু`র্নী`তি প্রকাশ করলেন,ছাতক সিমেন্ট কোম্পানি থেকে বদলি হওয়া শ্রমিক।

নোয়ারাই ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ সম্পন্ন  সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃসুনামগঞ্জ জেলার ছাতক ...
01/01/2024

নোয়ারাই ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ সম্পন্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচে ইয়াং ভয়েস নোয়ারাইয়ের কাছে পরাজয় বরন করলো চৌধুরী পারা রাইজিং স্টার।

আজ দুপুরে নোয়ারাই মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

ক্রিকেট খেলার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও সমাজসেবক জনাব ফয়জুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জনাব হাফিজুর রহমান লিটন ।

উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক বখতিয়ার হোসেন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির কর্মকর্তা সুমন মিয়া, সমাজ সেবক আনসার আহমেদ প্রমুখ।

বিজয়ের ৫২বছর পেরিয়েছি অনেক পথ! তবুও কি স্বাধীন হতে পেরেছি?--বিজয় দিবসের প্রথম প্রহরে গিয়েছিলাম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনা...
17/12/2023

বিজয়ের ৫২বছর পেরিয়েছি অনেক পথ! তবুও কি স্বাধীন হতে পেরেছি?--

বিজয় দিবসের প্রথম প্রহরে গিয়েছিলাম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। দেশপ্রেমের আত্মদানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি হৃদয়ের অকুন্ঠ শ্রদ্ধা নিবেদন করতে, আর তাদের রেখে যাওয়া উত্তরসুরীদের অর্জন দেশপ্রেম অগ্রগতি আত্মমর্যাদা মানসিকতা দেখবো বলে। আরো মনে হয়েছিল বিজয়ের আনন্দে আর দেশপ্রেমের উম্মাদনায় তারার মেলায় মিশে যাব কোন ধ্রুব তাঁরার সাথে। কিন্তু না, শুধু অস্তমিত কিছু তাঁরার নিরব আর্তনাদ অনুভব করেছি।
বিজয়ের ৫২বছর অতিক্রম করতে ক্ষয় হয়েছে আমাদের নীতি আদর্শ দেশপ্রেম বিবেক বুদ্ধি ন্যায়বিচার। যে গণতন্ত্র স্বাধীন অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে ৩০লক্ষ দেশপ্রেমিক স্বজনকে হারিয়ে অগনিত মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের বিজয় অর্জন হলো, সেই বিজয় স্বাধীনতার স্বাদ আজ ক'জন মানুষ উপভোগ করছে। সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি?
আজকের বাস্তবতায় অনেক বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতিক, যুদ্ধাহত ব্যক্তির পরিবারের অনেক সদস্যদের মনোকষ্ট, অধিকার বঞ্চিত হয়ে নাপাওয়ার অনেক কাহিনী মানুষের চোখে ভাসে। রাজনৈতিক কারনে লাঞ্চিত হন অনেক বীর মুক্তিযোদ্ধা। আজকে অনেক শ্রদ্ধেয়জন সহ সাবেক সফল প্রধানমন্ত্রী একজন বীরউত্তমের স্ত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে দীর্ঘ প্রায় ৬বছর থেকে কারারুদ্ধ।
আজকে বিজয় দিবসের প্রথম প্রহরে দেখে এলাম বাংলাদেশের রাজনীতির এক মলিন চিত্র, যে রাজনীতির ক্ষমতায় যুগের পর যুগ হয়তো নির্বাসিত হয়ে থাকবে আমার ভোটের অধিকার। বিপ্লবীরা যদি রুখে দাঁড়ায় যদি জেগে ওটে জনগন, পরিবর্তন হতে কতক্ষণ?
আমাদের ভোট ছাড়া যারা আজ জনপ্রতিনিধি হয়ে এলাকা এবং রাষ্ট্র পরিচালনা করছেন তারা কতটা উপযুক্ত, কতটা সম্মানীত? তার আলোচনা আজ কোথায়ও হয় না! সে আলোচনা কেউ করেনা, প্রয়োজন হয় না। বিবেক ইনসাফ তামাদি হয়েছে অনেক আগেই, বিবেক ঘুমিয়ে আছে গোলামীর জিঞ্জিরে, সবাই ব্যস্ত শুধুই নিজের স্বার্থসিদ্ধি নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজার সামনে, তামাশার নির্বাচনে স্বাধীন মত প্রকাশ তালাবদ্ধ, প্রায় ৯০ শতাংশ মানুষ থাকবে ভোট প্রদান থেকে বিরত। প্রশ্ন জাগে ত্রিশ লক্ষ মানুষ কেন দেশের জন্য জীবন উৎস্বর্গ করলো? তারা যদি কবর থেকে অভিশাপ দিতে শুরু করে এ জাতির তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। এতো অন্যায় অবিচার নিশ্চয়ই সইবে না এই মাটি। শিল্পী বারী সিদ্দিকী গান গেয়েছিলেন, মনের দুঃখ মনে রইলো বুঝলে নারে শোনার চাঁন, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।
সংগ্রামীরা একদিন গর্জে উঠবে, কিছু মানুষ যুগের পর যুগ শুধু দাসত্বের শৃংখল ভেঙ্গে মুক্তির সংগ্রাম চালিয়ে যাবে। আজ অনেকই নিজের দেশে পরবাসী আমার মতো মিথ্যা মামলায় ফেরারি, দেশ যেখানে কারাগার মানুষ যেখানে বন্দী, মুক্তি সেখানে অনাগত।
মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।

১৬.১২.২০২৩
# # মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান
খুরমা (উত্তর) ইউনিয়ন পরিষদ,ছাতক সুনামগঞ্জ।
যুগ্ম সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি।

ছাতকে ভাতগাঁও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন।ডাক ডেস্কঃ ছাতকে ভাতগাঁও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পূর্ণ...
17/10/2023

ছাতকে ভাতগাঁও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন।

ডাক ডেস্কঃ

ছাতকে ভাতগাঁও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন। গত রবিবার ভাতগাঁও বাজারের অস্থায়ী অফিসে ৮২সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে
হুমায়ূন রশীদ তালুকদার (ইতালি) কে সভাপতি ও
সাহাব উদ্দিন কে সাধারণ সম্পাদক (আমেরিকা) মনোনীত করা হয়। এতে, প্রধান উপদেষ্ঠা ২জন, পরামর্শক উপদেষ্ঠা ১২জন ও সিনিয়র- সাধারন উপদেষ্ঠ করা হয় ৩১জন কে।

পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান কার্যকরী সদস্যরা হলেন-
,মো: সাইদুর রহমান সহ—সভাপতি
,জাকারিয়া মামুন সহ—সভাপতি, মিজানুল হক জাহেদ সহ—সভাপতি
,কয়ছর আহমদ সহ—সভাপতি
,রায়হান উদ্দিন সহ—সভাপতি
,হাফিজ মাও: মো: দিলোওয়ার হোসেন সহ—সভাপতি
,মাও: মো: হাসান আহমদ সহ—সভাপতি
, ছিদ্দিক আহমদ সহ—সভাপতি
,নাদির হোসেন সহ—সভাপতি
, টিপু সুলতান সহ—সভাপতি
,মিনহাজ করিম সহ—সভাপতি
,কাওছার আহমদ যুগ্ন সাধারণ সম্পাদক
,মৃদুল দত্ত যুগ্ন সাধারণ সম্পাদক
, সাইফুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক
, শাহিদুল ইসলাম সাহান যুগ্ন সাধারণ সম্পাদক
,সেবুল আহমদ যুগ্ন সাধারণ সম্পাদক
,বাবর আহমদ যুগ্ন সাধারণ সম্পাদক
,অলিউর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক
, সানোয়ার আহমদ যুগ্ন সাধারণ সম্পাদক
,রাজ্জাক আহমদ যুগ্ন সাধারণ সম্পাদক
,কাজল বদ্ধ যুগ্ন সাধারণ সম্পাদক
,মো: ওয়েছ সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক (ওমান)
, মতিউর রহমান পাবেল সহ— সাংগঠনিক সম্পাদক
,রাজু আহমদ সহ— সাংগঠনিক সম্পাদক
, কবির আহমদ সহ— সাংগঠনিক সম্পাদক
,জসিম আহমদ সহ— সাংগঠনিক সম্পাদক
, সালমান আহমদ সহ— সাংগঠনিক সম্পাদক
, মুবাশ্বির আহমদ সহ— সাংগঠনিক সম্পাদক
, উমায়ের আহমদ সহ— সাংগঠনিক সম্পাদক
, জুবায়ের আহমদ সহ— সাংগঠনিক সম্পাদক
,আবিল উদ্দিন সহ— সাংগঠনিক সম্পাদক
, তত্তরুছ মিয়া সহ— সাংগঠনিক সম্পাদক
, মাও. মো: মিজানুর রহমান কোষাধক্ষ্য
, শামি আহমদ সহ—কোষাধক্ষ্য
, আলী হোসেন সহ—কোষাধক্ষ্য
, নাঈম হাসান প্রচার সম্পাদক
, উজ্জল আহমদ প্রচার সম্পাদক
, খাইরুল আহমদ প্রচার সম্পাদক
, মাবরুল হক ধর্ম বিষয়ক সম্পাদক
, মাও. মাসুদ আহমদ সহ— ধর্ম বিষয়ক সম্পাদক
, মুরছালিন আহমদ শিক্ষা বিষয়ক সম্পাদক
, তাপস দত্ত সহ— শিক্ষা বিষয়ক সম্পাদক
, অলিউর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
, আনহার আহমদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
, মাহিন আহমদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
,মারজান আহমদ পরিকল্পনা বিষয়ক সম্পাদক
, মুজাক্কির আহমদ পরিকল্পনা বিষয়ক সম্পাদক
, হাবিবুর রহমান পরিকল্পনা বিষয়ক সম্পাদক
, রাহুল আহমদ ক্রিড়া ও সাংসকৃতিক বিষয়ক সম্পাদক
, ছাব্বির হোসেন ক্রিড়া ও সাংসকৃতিক বিষয়ক সম্পাদক
,নাছির উদ্দিন ক্রিড়া ও সাংসকৃতিক বিষয়ক সম্পাদক
, আবুল কাশেম মাসুদ সাহিত্য বিষয়ক সম্পাদক
,সাব্বির আহমদ সাহিত্য বিষয়ক সম্পাদক
, কিবরিয়া মামুন ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক
, রেবুল আহমদ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক
,আলী হোসেন ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক
, কামরুল ইসলাম দপ্তর সম্পাদক
, জুনেদ আহমদ উপ—দপ্তর সম্পাদক
, রাহেল আহমদ উপ—দপ্তর সম্পাদক
, সুমন আহমদ আইন বিষয়ক সম্পাদক
,কাওছার আহমদ আইন বিষয়ক সম্পাদক
,শিপন আহমদ প্রকাশনা বিষয়ক সম্পাদক
,তানিম আহমদ প্রকাশনা বিষয়ক সম্পাদক
, শিশু মিয়া প্রকাশনা বিষয়ক সম্পাদক
,জুবায়ের আহমদ লিমন ছাত্র বৃত্তি সম্পাদক
,রিমন আহমদ ছাত্র বৃত্তি সম্পাদক
, শেপার আহমদ ছাত্র বৃত্তি সম্পাদক
, তাহমিদ আহমদ সাকিব উন্নয়ন সম্পাদক
,হাসান আলী উন্নয়ন৭ সম্পাদক
,জাহিনুর রহমান উন্নয়ন সম্পাদক
, নাইম আহমদ নির্বাহী সদস্য
, খায়রুজ্জমান নির্বাহী সদস্য
, ইউসুফ আলী নির্বাহী সদস্য
, ইউনুছ আলী নির্বাহী সদস্য
,সুমন আহমদ নির্বাহী সদস্য
,সেলিম আহমদ নির্বাহী সদস্য, জামাল হোসেইন নির্বাহী সদস্য, অনিক বদ্য প্রকাশ নির্বাহী সদস্য।

প্রধান উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হেলাল আহমদ হেলালী (আমেরিকা) ও শামীম আহমদ ( অস্ট্রোলিয়া)।

পরামর্শক উপদেষ্টারা হলেন-
১.লিলু আহমদ তালুকদার (লন্ডন)
২. জামাল উদ্দিন (ফ্রান্স)
৩. মালিক আহমদ (লন্ডন)
৪. মুজিবুর রহমান (লন্ডন)
৫. জসিম আহমদ ( অস্ট্রোলিয়া)
৬. আবুল কাহার
৭. মাসুদ আহমদ
৮. সেলিম আহমদ (ইতালি)
৯. আব্দুল গনী (লন্ডন)
১০. মুজিবুর রহমান সৌদি)
১১. জামাল হুসেন (সৌদি)
১২. সাহেদ আহমদ

সিনিয়র উপদেষ্টা ও সাধারণ উপদেষ্টা মন্ডলী পরিষদের সদস্যরা হলেন-
১. মোজাম্মেল হুসেন (লন্ডন)
২. আব্দুল মানিক
৩. মো: মুহিব উদ্দিন
৪. মাও: জমিউল ঘশ
৫. মো: রুকন উদ্দিন
৬. আনোওয়ার হুসেন (আনহার)
৭. জয়নাল আবেদিন
৮. হবিব রহমান
৯. ফয়েজ উদ্দিন
১০. নুরুল হুসেন
১১. সমছুল ইসলাম
১২. মজনু মিয়া
১৩. আজম আলী
১৪. ফখর মিয়া
১৫. লিলু মিয়া
১৬. স্বরণ মিয়া
১৭. আওয়াল মিয়া
১৮. তারেক রহমান
১৯. নুরুল আমিন
২০. মামুনুর রশীদ
২১. লেচু মিয়া
২২. জাহেদ মিয়া
২৩. কাইয়ূম মিয়া
২৪. নূর হুসেন
২৫. কিরণ মিয়া
২৬. লুৎফুর রহমান
২৭. নজরুল ইসলাম
২৮. মুহিবুল ঘশ
২৯. আতিকুর রহমান
৩০. আক্কাছ মিয়া
৩১. মিছবাহ

05/10/2023

বিশ্ব শিক্ষক দিবসে ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেনের কিছু কথা...

একটি মহান, সম্মানজনক ও আদর্শ পেশার নাম শিক্ষকতা। একজন দায়িত্ব সচেতন শিক্ষকের কী যে সম্মান তা আমি অনুভব করি।গর্ববোধ করি এই মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করার সৌভাগ্য হওয়ায়।

শিক্ষক দিবস উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। জাতির চালিকাশক্তি,আলোকবর্তিকা।
শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান,সমাজকে আলো,দেশকে এনে দেন সমৃদ্ধি।

শিক্ষক হচ্ছেন সেই প্রদীপ যে প্রদীপ অসংখ্য প্রদীপকে প্রজ্জ্বলিত করে। শিক্ষক হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি অন্যের সন্তানের সফলতা দেখে আনন্দ পান।

বাবা-মায়ের পরে শিক্ষকগণই হচ্ছেন একমাত্র নিঃস্বার্থ গুনীজন,যারা চান শিক্ষার্থীগণ তাদের চেয়েও বেশি সফলতা অর্জন করুক। আমাদের মহানবী হযরত মোহাম্মদ(সা.)ছিলেন মানবজাতির এক শ্রেষ্ঠ শিক্ষক।

একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে,তা নতুন করে বলার কিছু নেই। তিনি যে পড়ুয়াকে শুধু শেখাবেন,তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয় বারংবার একজন ভাল মানুষ হতে শেখাবেন।

আমাদের শিক্ষকগণ সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে বেঁচে থাকুক। আমাদের সত্যিকার শিক্ষকেরা থাকুক দুধে-ভাতে, বাঁচুক সম্মানে। শিক্ষক দিবস সফল হোক।

আলোকিত মানুষ হওয়ার তাগিদ বুনে দেওয়া সব শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে জানাই অকৃত্রিম শুভেচ্ছা। একজন শিক্ষক হিসেবে আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।সবার দোয়া কামনা করি। # #

লিখকঃ সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন
প্রভাষক, সমতা মাধ্যমিক বিদ্যালয় & কলেজ।
সভাপতি, ছাতক অনলাইন প্রেসক্লাব।

ছাতক অনলাইন প্রেসকারের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেনের জাতীয় শিক্ষক দিবসের কিছু কথা...মহান, সম্মানজনক ও আদর্শ পেশার নাম শ...
05/10/2023

ছাতক অনলাইন প্রেসকারের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেনের জাতীয় শিক্ষক দিবসের কিছু কথা...

মহান, সম্মানজনক ও আদর্শ পেশার নাম শিক্ষকতা। একজন দায়িত্ব সচেতন শিক্ষকের কী যে সম্মান তা আমি অনুভব করি। গর্ববোধ করি এই মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করার সৌভাগ্য হওয়ায়।

শিক্ষক দিবস উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর।
জাতির চালিকাশক্তি, আলোকবর্তিকা।
শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান, সমাজকে আলো, দেশকে এনে দেন সমৃদ্ধি।

শিক্ষক হচ্ছেন সেই প্রদীপ যে প্রদীপ অসংখ্য প্রদীপকে প্রজ্জ্বলিত করে।
শিক্ষক হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি অন্য সন্তানের সফলতা দেখে আনন্দ পান।

বাবা-মায়ের পরে শিক্ষকগণই হচ্ছেন একমাত্র নিঃস্বার্থ গুনীজন, যারা চান তাদের শিক্ষার্থীগণ তাদের চেয়েও বেশি সফলতা অর্জন করুক।
আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক।

একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই।
তিনি যে পড়ুয়াকে শেখাবেন, তাই নয়।
তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয় বারংবার একজন ভাল মানুষ হতে শেখাবেন।

আমাদের শিক্ষকগণ সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে বেঁচে থাকুক।
আমাদের সত্যিকার শিক্ষকেরা থাকুক দুধে-ভাতে, বাঁচুক সম্মানে।

শিক্ষক দিবস সফল হোক।

আলোকিত মানুষ হওয়ার তাগিদ বুনে দেওয়া সব শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে জানাই অকৃত্রিম শুভেচ্ছা।

একজন শিক্ষক হিসেবে আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

সবার দোয়া কামনা করি।

মোঃ মোশাররফ হোসেন
প্রভাষক, সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।

ছাতকে লায়েক হত্যা মামলায় আসামী কাউন্সিলর তাপস জামিনে মুক্তছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:ছাতকে লায়েক হত্যা মামলায় আসামী ছাতক প...
31/08/2023

ছাতকে লায়েক হত্যা মামলায় আসামী কাউন্সিলর তাপস জামিনে মুক্ত

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:

ছাতকে লায়েক হত্যা মামলায় আসামী ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী জামিনে মুক্ত।

দীর্ঘ ৩ মাস ১৫ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি লাভ করেন। এর আগে তিনি উচ্চ আদালতে থেকে আগাম জামিনে মুক্ত ছিলেন। পরে জেলা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সুনামগঞ্জ জজ আদালতে তার জামিন প্রার্থনা করা হলে জেলা ও দায়রা জজ জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্টের আইনজীবী এডভোকেট নিপলু পুরকায়স্থ।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ছাতক সদরের গনেশপুর খেয়াঘাটে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন লায়েক মিয়া। এই খুনের ঘটনায় তাপস চৌধুরী সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই আজিজুর ইসলাম রুমেল।

ছাতকে পৌরসভার গণক্ষাই গ্রামের দু"পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৩ছাতক প্রতিনিধিছাতকে পৌরসভার গণক্ষাই গ্রামের দু"পক্ষের মধ্যে  হ...
22/08/2023

ছাতকে পৌরসভার গণক্ষাই গ্রামের দু"পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৩

ছাতক প্রতিনিধি
ছাতকে পৌরসভার গণক্ষাই গ্রামের দু"পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও মারামারির ঘটনায় ৩ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ইব্রাহিম চৌধুরী (২০)
ও সাজেদ আহমদকে (২৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাকির হোসেন চৌধুরী (৪৫) ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে,গণক্ষাই গ্রামের বাসিন্দা আছাব মিয়া চৌধুরীর পুত্র স্থানীয় রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী ও গ্রামের আব্দুল হক চৌধুরী আম্বিয়ার মধ্যে পুর্ব বিরোধ রয়েছে। তারা দু"পক্ষই পরস্পর আত্মীয়। তাদের মধ্যে কিছু দিন আগেও মারামারির ঘটনা ঘটেছে।

গ্রামের আব্দুল আহাদ চৌধুরী আম্বিয়া নামের একজনের সাথে জমি নিয়ে জাকির হোসেন চৌধুরীর বিরোধ ও মামলা রয়েছে।
এ মামলার স্বাক্ষী ইব্রাহিম চৌধুরী। রবিবার বিকেলে বাড়ির পাশে রাস্থায় নুরুল হক চৌধুরীর পুত্র ইব্রাহিম চৌধুরীর উপর হামলা করে জাকির হোসেন চৌধুরী।

হামলায় গুরুতর আহত হয় ইব্রাহিম চৌধুরী।হামলার ঘটনার খবর পেয়ে দু'পক্ষের মধ্যে মারামারি শুরু হলে সাজেদ আহমদ ও জাকির হোসেন চৌধুরী আহত হন।

পরবর্তীতে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনায় রাতেই থানায়ও পাল্টা-পাল্টি অভিযোগ দেয়া হয়েছে। জাকির হোসেন চৌধুরী বাদী হয়ে আবু বকর সিদ্দীক চৌধুরীকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এদিকে নুরুল হক চৌধুরীর পুত্র আবু তায়িব চৌধুরী বাদী জাকির হোসেন চৌধুরী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। # #

ছাতকের  সিংচাপইড়  ইউনিয়নেরঝুঁকিপূর্ণ এলাকা চিহৃিত করণ সভাছাতক প্রতিনিধি  ছাতকের সিংচাপইড় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিট...
10/08/2023

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের
ঝুঁকিপূর্ণ এলাকা চিহৃিত করণ সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে ঝুঁকিপূর্ণ এলাকা চিহৃিত করণ সভা। ১০ আগ্রষ্ট বৃহস্পতিবার দুপুরে ইসলামিক রিফিল বাংলাদেশ STEP এর আয়োজনে সিংচাপইড় ইউনিয়ন পরিষদে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল এর সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশ STEP এর সহকারী প্রকল্প কর্মকর্তা পিংকু লাল দে ও কমিউনিটি মবিলাইজার মোছাঃ রহিমা বেগম,এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের ৩ টি ব্লকের ৯ টি ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকার সমস্যা গুলো চিহৃিত করেন গ্রুপ টিম। সভায় প্যানেল চেয়ারম্যান আব্দুল ওদুদ,ইউপি সচিব আশরাফুল ইসলাম, মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান, খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদুর রহমান মানিক, ইউপি সদস্যা সত্যারানী পাল,জোসনা বেগম,রানা বেগম,ইউপি সদস্য রফিকুল ইসলাম একরাম আলী,উপসহকারী কৃষি কর্মকর্তা মাছরুফ আলী,ব্রাক কর্মকর্তা বদরুল আলম,পল্লি বিদ্যুৎ কর্মকর্তা শফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা দিলোয়ার হোসেন চয়ন,সাংবাদিক সুজন তালুকদার, সমাজ কর্মী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ,এমরান আহমদ, রানা মিয়া,রিয়াদ আহমদ,আনোয়ার,জসিম উদ্দিন,উদ্যোক্তা কামাল আহমদ,গৌছ মিয়া,কয়েছ মিয়া, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল তার বক্তব্যে বলেন ইসলামি রিলিফ বাংলাদেশ STEP ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নে কাজ শুরু করেছে তারি মধ্যে মাননীয় ইউএনও নুরের জামান চৌধুরী সিংচাপইড় ইউনিয়ন কে নির্বাচিত করেছেন এমনকি মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার ২০ ঘর প্রদান করেছেন, ইউনিয়ন বাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসলামি রিলিফ বাংলাদেশ STEP এর সফলতা কামনা করেছেন।

Address

Chhatak

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhatak News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chhatak News 24:

Share