09/01/2025
আসসালামু আলাইকুম প্রিয় ৪নং কালারুকা ইউনিয়ন বাসী আসা করি সবাই ভালো আছেন।
দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের ৪নং কালারুকা ইউনিয়ন ছাতক শহরের মধ্য স্থানে হওয়ার পরেও, এখন পর্যন্ত কালারুকা ইউনিয়ন বাসীর কোনো দিক দিয়ে ভালো ভাবে কোনো ধরনের উন্নয়ন হয় নি,( যেমন. √ কালারুকা ইউনিয়নের বেশির ভাগ রাস্তা নদী ভাঙ্গনের কারণে চলাচল করাও সম্ভব হচ্ছে না, প্রতিটি গ্রামের রাস্তার তো আরও করুন অবস্থা যা বলার বাহিরে, √ কালারুকা ইউনিয়ন শিক্ষা ব্যবস্তার দিক দিয়েও অন্য ইউনিয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে, √ কালারুকা ইউনিয়নের বিতরে ভালো কোনো স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেই, যা একটি কালারুকা পয়েন্টে রয়েছে তা নামমাত্র শুধু কোনো স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেই। √ কালারুকা ইউনিয়নের এখনো অনেক গ্রামে ভালো ভাবে কারেন্টের সংযোগ যায় নি, কয়এক জায়গায় কারেন্টের সংযোগ গেলেও তা ২৪ ঘন্টার মধ্যে ৪,৫ ঘন্টাও ভালো ভাবে তাকে না, বলতে গেলে অনেক অনেক সমস্যা রয়েছে কালারুকা ইউনিয়নের বিতরে । এককথায় সব কিছু মিলে কালারুকা ইউনিয়ন বাসী অতীতে সরকারি বেসরকারি সকল উন্নয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছে।
=>তাই প্রিয় কালারুকা ইউনিয়ন বাসী এখন আর সেই সময় নেই, এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় এসেছে, নিজেকে এবং নিজের এলাকা কে সংস্কারের সময় এসেছে।
-> তাই দয়া করে সবার উদ্দেশ্যে বলছি অন্তত নিজেকে নিজের এলাকা কে কিছু কালো টাকার কাছে বিক্রি করে উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। আজ আপনি আপনার এলাকার ভালো কাজের জন্য দাঁড়ালে কাল এলাকা বাসী সবাই আপনার জন্য দাঁড়াবে। এলাকার সমাজের এদেশের ভালোর জন্য ঐক্যবদ্ধ হতেই হবে আমাদের ✊
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন 🤲।}]
)
৪নং কালারুকা ইউনিয়ন, ছাতক, সুনামগঞ্জ।