14/09/2025
মোগলাবাজারে মীলাদুন্নবী সা. এর র্যালিতে ন্যক্কারজনক হামলার ঘটনায় তালামীযে ইসলামিয়ার নিন্দা
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া আয়োজিত র্যালিতে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মোগলাবাজারের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তালামীযে ইসলামিয়ার কর্মী, সাংবাদিক সহ ১০ জন গুরুতর আহত হয়েছেন।
র্যালিতে হামলার ঘটনায় এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মোগলাবাজারে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে হামলার ঘটনায় আমরা সংক্ষুব্ধ ও ব্যথিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বলেন, রাসূল সা. যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছেন, তখন মদিনার শিশু-কিশোররা নাত গেয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজও মীলাদুন্নবীর মাসে শিশু-কিশোরদের মনেও এক ধরনের আনন্দ বিরাজ করে। যার ফলে তারাও র্যালিতে অংশগ্রহণ করে নবীর সা. মুহব্বতে নাত পাঠ করেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি, র্যালিতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশু-কিশোরদের উপরও হামলা করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক বিষয়। নিষ্পাপ শিশুদের উপর ঘৃণ্য হামলা কাপুরুষোচিত আচরণ বলে আমরা মনে করি। শুধু তাই নয়, র্যালির সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপরও হামলা করা হয়েছে, যা আমাদেরকে হতবাক করেছে।
নেতৃবৃন্দ আরো বলেন, র্যালিতে হামলার ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের আশ্বাসের কথা শুনেছি। তালামীযে ইসলামিয়া সবসময়ই শান্তি ও সহাবস্থানের পক্ষে। সেজন্য আমরা আশাবাদী যে, স্থানীয়ভাবেই এর যথাযথ সমাধান হবে। আমরা বিশ্বাস করি, তালামীযে ইসলামিয়ার কর্মীরা সর্বদা দ্বীনের স্বার্থে কাজ করে। তাদের রক্ত বৃথা যাবে না।
নেতৃবৃন্দ এ হামলার ঘটনা আহতদের দ্রুত সূস্থতা কামনা করেন এবং দুর্বৃত্তদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।