27/07/2025
আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে
-----সুলাইমান আহমদ চৌধুরী
বাংলাদেশে আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী বলেন, বর্তমান সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে। মানুষ শিক্ষা অর্জন করে নিজের জীবনকে সুন্দর করার জন্য; দেশ ও জাতির কাজে শিক্ষাকে যথাযথ ব্যবহার করার জন্য। শিক্ষার সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজ সুন্দর হবে। আর এক্ষেত্রে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে এবং দেশ ও জাতির জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।
২৭ জুলাই ২০২৫, রবিবার, ছাতক উপজেলার দোলার বাজারস্থ আমির শাদী মহল সেন্টারে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
ছাতক (দক্ষিণ) উপজেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কাওসার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, সাবেক কেন্দ্রীয় সদস্য মুহাইমিনুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ রাজু, মুহাম্মদ শাহজাহান, পালপুর জালালিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ফজলুল হক, সংগঠন সুনামগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, সাবেক সহ অফিস সম্পাদক মুহাম্মাদ শিরন, সহ প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমদ চৌধুরী, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সায়েম মিয়া, উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি সুহেল তাজ, সহ সভাপতি জুলফিকার আহমদ জুয়েল, ফয়সাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক আফিজ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সাহাজুল ইসলাম সাজু, প্রচার সম্পাদক জাবেদ আহমদ, সহ প্রচার সম্পাদক কামাল উদ্দিন, আলী হোসেন, আশরাফ উদ্দিন, অর্থ সম্পাদক বিলাল আহমদ, অফিস সম্পাদক মারজান আহমদ, সহ অফিস সম্পাদক রাফি উদ্দিন ইসহাক, প্রশিক্ষণ সম্পাদক সালেহ উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক শাহিন উদ্দিন, কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক লিটন, মালেক উদ্দিন, সারওয়ার জাহান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, এম শাহের আলম, আবুল আজাদ, জাকির হোসেন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভীর আহমদ, ওলীউর রহমান প্রমুখ।