Sultan Kabir Al-Mahmud

Sultan Kabir Al-Mahmud আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!🥰
19/09/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!🥰

হাসিই আমার সবচেয়ে প্রিয় সাজ!🥰
17/09/2025

হাসিই আমার সবচেয়ে প্রিয় সাজ!🥰

17/09/2025

ইলম হলো এমন এক নূর (আলো), যা মানুষের হৃদয়কে কোমল করে এবং তাকে বিনয়ী করে তোলে।
অন্যদিকে, মূর্খতা হলো এমন এক অন্ধকার, যা মানুষকে করে তোলে অহংকারী ও উদ্ধত।

তাই আসুন, আমরা ইলম অর্জনের মাধ্যমে নিজেকে ও সমাজকে আলোকিত করি এবং মূর্খতার অন্ধকার থেকে নিজেদের ও জাতিকে রক্ষা করি।

— Sultan Kabir Al-Mahmud

16/09/2025

জীবন নামক গাড়িটাকে,দ্বীনের পথে এগিয়ে নেওয়া,
এ সমাজে যেন দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে।

15/09/2025

ভুলে যাওয়া আল্লাহর এক বিশেষ নেয়ামত।

যদি আল্লাহ আমাদের ভুলে যাওয়ার ক্ষমতা না দিতেন, জীবন অসহনীয় হয়ে যেত। প্রিয় মানুষ মারা গেলে শুরুতে দুনিয়াটা রঙহীন লাগে, কিন্তু সময়ের সাথে শোক ধীরে ধীরে কমে আসে।

একবার ভাবুন, মায়ের মৃত্যুর কষ্ট যদি পাঁচ বছর পরও প্রথম দিনের মতো তীব্র থাকত, আমরা কি বেঁচে থাকতে পারতাম?

তেমনি ভবিষ্যত না জানাও এক বড় নিয়ামত। যদি আপনি জানতেন আপনার সন্তান কবে মারা যাবে, কি স্বাভাবিকভাবে বাঁচতে পারতেন?

আল্লাহর প্রতিটি সিদ্ধান্তেই আছে কল্যাণ। তিনি যা দেন, যা জানান না বা যা ভুলিয়ে দেন—সবকিছুই বান্দার মঙ্গলের জন্য।

পাহাড়ের অপার সৌন্দর্য, সাদা বালুর কোমলতা, সাদা পাথরের শোভা আর সেই ঠান্ডা পানির স্পর্শ—সব মিলিয়ে আমার মনকে সম্পূর্ণভাবে ক...
15/09/2025

পাহাড়ের অপার সৌন্দর্য, সাদা বালুর কোমলতা, সাদা পাথরের শোভা আর সেই ঠান্ডা পানির স্পর্শ—সব মিলিয়ে আমার মনকে সম্পূর্ণভাবে কেরে নিয়েছে। 🥰

14/09/2025

ইন্না-লিল্লাহ..
এই মাত্র ভূমিকম্প হল!

14/09/2025

আহ! গাজা থেকে আমাদের ছোট্ট এক ভাইয়ের হৃদয়বিদারক কথা—
আমাদের দ্রুত মরতে হবে…
বেশি দেরি হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
জান্নাত ছাড়া তো আমরা আর কোথাও খাবার পাব না।
এই পৃথিবীতে তো খাবার নেই…

— গাজার এক শিশু

13/09/2025

জীবন খুবই সংক্ষিপ্ত,
কিন্তু আমাদের গন্তব্য অসীম দূর!
তাই সময় নষ্ট না করে,
প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলুন।

— Sultan Kabir Al-Mahmud

প্রকৃতির কোলে লুকিয়ে আছে অনন্ত সৌন্দর্য! 🥰
12/09/2025

প্রকৃতির কোলে লুকিয়ে আছে অনন্ত সৌন্দর্য! 🥰

Address

Boishakandi Bahadurpur
Chhatak
3140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultan Kabir Al-Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share