Rizu94

Rizu94 আমি চেষ্টা করে জাব সফলতা না পাওয়া পর্যন্ত

31/05/2025

💧 বন্যা আসছে — প্রস্তুত তো? 🌀

প্রকৃতির রাগ কখনও জানান দিয়ে আসে না। কিন্তু আমরা সচেতন হলেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। নদীর পানি বাড়ছে — এখনই সময় প্রস্তুতি নেওয়ার।

📌 কী করবেন: ✔️ শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সংরক্ষণ করুন
✔️ গুরুত্বপূর্ণ কাগজপত্র প্লাস্টিকে মুড়ে রাখুন
✔️ চার্জ দেওয়া মোবাইল ও পাওয়ার ব্যাংক পাশে রাখুন
✔️ আশ্রয়কেন্দ্র বা উঁচু জায়গার খবর জেনে রাখুন

👉 মনে রাখবেন, ভয় নয় — সচেতনতাই বাঁচার পথ।

#বন্যা_সতর্কতা #সচেতনতাই_মুক্তি

25/05/2025

নতুন পেইজে ডাকো সবাই,
বন্ধুরা আসুক আনন্দ ভাই।
"Invite" বাটনে ক্লিক করো হেসে,
বন্ধুত্ব ছড়াক দেশে দেশে।

বলো: "আমার পেইজে ভালোবাসা,
নতুন নতুন ভাবনার আশা।
এক ক্লিকে দাও আমন্ত্রণ,
সাথেই থাকো, হোক প্রাণবন্ত মন!"

ছন্দে ছড়াক নিমন্ত্রণ গান,
বন্ধু হোক পাশে, দিন হোক প্রাণ

22/05/2025

বাউল দুলাল

22/05/2025

খাজার শানে বাউল দুলাল

13/05/2025

বর্তমান সময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—পরিশ্রমই শেষ ভরসা।

দিন দিন খরচ বাড়ছে, আয় কমছে। কিন্তু থেমে গেলে চলবে না। নতুন কিছু শেখা, সৎ পথে রোজগার, এবং একে অপরের পাশে থাকা—এই তিনটিই হতে পারে আমাদের পথচলার প্রেরণা।

পরিস্থিতি যেমনই হোক, মনোবল হারালে চলবে না।
সকালের প্রথম যাত্রী হোক একটা নতুন আশার প্রতীক,
আর প্রতিদিনের রাস্তাগুলো হোক সফলতার পথ।

ভাইয়েরা, হাল ছাড়বেন না। আমরা আছি একসাথে

11/05/2025

{ "চোরদের উদ্দেশ্যে"}
আমরা সিএনজি চালকরা, জীবিকা নির্বাহ করি এই গাড়ির মাধ্যমে। প্রতিদিন রোদের তাপে, বৃষ্টির বেগে, কষ্ট করে এই গাড়ি চালিয়ে সংসার চলে। যখন তোমরা আমাদের গাড়ি চুরি করো, তখন শুধু একটি গাড়ি নয়, আমাদের পরিবারের সুখ-দুঃখ, আমাদের সংসারের আশা-ভরসা চুরি করে নাও।
আল্লাহর নিকট হিসেব দিতে হবে, তাই ভুল পথে যাওয়ার আগে ভাবো।
হালাল উপার্জন করার জন্য যারা পরিশ্রম করে, তাদের সম্মান রক্ষা করা উচিত।
অতএব, দয়া করে গরীবের হক মাইরেন না। আল্লাহ চোরদের হেদায়েত দিন।"

08/05/2025

একটা ছোট ভুল, হতে পারে বড় আফসোস।
গাড়ি চালান মনোযোগ দিয়ে, রক্ষা করুন জীবন।
নিজে বাঁচুন, যাত্রীকেও নিরাপদে রাখুন।

05/05/2025

"চালকের হাসি, যাত্রীর মনে শান্তি।"

এটি একটি সুন্দর বার্তা যে, চালকের ছোট একটি হাসিও যাত্রীর দিনটা উজ্জ্বল করে দিতে পারে। আপনার প্রতিদিনের কাজটা শুধু ভ্রমণ সম্পন্ন করার নয়, বরং মানুষের হৃদয়ে ভালোবাসা ও শান্তি ছড়িয়ে দেওয়ার।

02/05/2025

ফিলিস্তিনে বোমা পড়ে, আর পৃথিবী চুপ থাকে!
শিশুর কান্না, মায়ের চিৎকার—কেউ শুনেও না শোনার ভান করে।
এই নীরবতা ইতিহাস ক্ষমা করবে না।
আজ যদি মানবতার পক্ষে না দাঁড়াই, কাল হয়তো আমরাই হবো শিকার।

02/05/2025

মানুষ কষ্ট দেয়, আল্লাহ প্রশান্তি দেন। মানুষ অসম্মান করে, আর আল্লাহ সম্মানিত করেন।

Address

Kalaruka
Chhatak
3080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rizu94 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share