31/05/2025
💧 বন্যা আসছে — প্রস্তুত তো? 🌀
প্রকৃতির রাগ কখনও জানান দিয়ে আসে না। কিন্তু আমরা সচেতন হলেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। নদীর পানি বাড়ছে — এখনই সময় প্রস্তুতি নেওয়ার।
📌 কী করবেন: ✔️ শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সংরক্ষণ করুন
✔️ গুরুত্বপূর্ণ কাগজপত্র প্লাস্টিকে মুড়ে রাখুন
✔️ চার্জ দেওয়া মোবাইল ও পাওয়ার ব্যাংক পাশে রাখুন
✔️ আশ্রয়কেন্দ্র বা উঁচু জায়গার খবর জেনে রাখুন
👉 মনে রাখবেন, ভয় নয় — সচেতনতাই বাঁচার পথ।
#বন্যা_সতর্কতা #সচেতনতাই_মুক্তি