Mehedi Hasan

Mehedi Hasan কৌতূহলী মন, সৃজনশীল আত্মা, প্রযুক্তির প্রেমিক।
প্রিয় ভালোবাসার স্পর্শে জীবনে আলো খুঁজে পেতে চাই। AB+

একটি জীবিত বিড়ালকে খাঁচার মধ্যে পু'ড়ি'য়ে মা'রা—এটা কি মানুষের কাজ?আজকে ফেসবুকে সেই দৃশ্য দেখে হৃদয়টা ভে'ঙে গেছে। আল্...
01/12/2025

একটি জীবিত বিড়ালকে খাঁচার মধ্যে পু'ড়ি'য়ে মা'রা—
এটা কি মানুষের কাজ?
আজকে ফেসবুকে সেই দৃশ্য দেখে হৃদয়টা ভে'ঙে গেছে। আল্লাহর সৃষ্টিকে এভাবে নির্দয়ভাবে আ'গু'নে পো'ড়ানো শুধু নিষ্ঠুরই নয়—এটা আমাদের মানবিকতা, ঈমান ও বিবেকের উপর একটি বড় প্রশ্নচিহ্ন।

রাসুলুল্লাহ (সাঃ) প্রাণীর প্রতি দয়া করতে নির্দেশ দিয়েছেন।
একটি হাদিসে এসেছে—
“যে আল্লাহ্‌র সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন।”
—(মুসনাদ আহমাদ)

আরেকটি হাদিসে রয়েছে, এক নারীকে শুধু একটি বিড়ালকে অবহেলা ও কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে দণ্ডিত করা হয়েছে।
—(বুখারি)

প্রাণীদের প্রতি এমন বর্বরতা দেখে মনে হয়—আমরা কি সেই মানবতা থেকে দূরে সরে যাচ্ছি, যাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে?

একটি জীবও ব্যথা পায়, কাঁদে, ভয় পায়।
আল্লাহর কাছে তিনি যেমন একটি সৃষ্টি—আমরাও তেমনই একটি সৃষ্টি।
দয়া, করুণা ও মানবতা হারালে আমাদের নামাজ, রোজা, ইবাদত—কিছুই মূল্য রাখবে না।

এসো, প্রাণীর প্রতি দয়া করি। নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়াই।
কারণ দয়া ঈমানের অঙ্গ—আর নিষ্ঠুরতা জুলুম। আর এ জুলুম আল্লাহ কখনো পছন্দ করেনা "

29/11/2025

টেকনোলজিয়া 😂

আলহামদুলিল্লাহ, নতুন রিলেশন করবো শালার নাই, আগে ভুল পথে (রিলেশনে) পা বাড়াইনি। এখন বিয়ের পথে এগোতে চাই, যেখানে সম্পর্কট...
29/11/2025

আলহামদুলিল্লাহ, নতুন রিলেশন করবো শালার নাই, আগে ভুল পথে (রিলেশনে) পা বাড়াইনি। এখন বিয়ের পথে এগোতে চাই, যেখানে সম্পর্কটা স্থায়ী হবে। 😊
বিয়ের জন্য বধু দেখতে গিয়ে তাকে যখন জিজ্ঞেস করলাম, "আপনি আমাকে কেন পেতে রাজি, যখন আপনার জীবনে পূর্বে অন্য কেউ ছিল?"
সে মুচকি হেসে বলল, "পরিবারের সম্মানের জন্য জবানবন্দি!"
তখন বুঝলাম— প্রয়োজনে মেয়েরা সব করতে রাজি! অবাক হয়ে জানতে চাইলাম, "আপনার সেই রিলেশন কতদিনের ছিল? আপনি তো সবে ইন্টার ফার্স্ট ইয়ার!" উত্তরে সে বলল, "৪-৫ বছর আগের!"
😱 হায় সর্বনাশের! আপনি তো অনেক জিনিয়াস! 😅 অনেক পুরনো 🫣😂
আসলে, জীবনে ভালো থাকতে রাজপ্রাসাদের দরকার নেই; ভরসা করার মতো একটা মানুষই যথেষ্ট। সময়ের সাথে বদলে যাওয়া মানুষের রূপগুলো কখনও কখনও খুব ভয়ানক হয়। 💔🥀

💔 সময়ের সাথে বদলে যাওয়া মানুষের রূপ গুলো অনেক ভয়ানক হয়। 🙃🥀
29/11/2025

💔 সময়ের সাথে বদলে যাওয়া মানুষের রূপ
গুলো অনেক ভয়ানক হয়। 🙃🥀

28/11/2025

drone short village college Goshaigonj....

জুম্মা মোবারক 🕌🕋
28/11/2025

জুম্মা মোবারক 🕌🕋

গত পরশু একটা ভিডিও দেখে কিছু সময়ের জন্যে চুপসে হয়ে গেছিলাম৷ এতোটাই মর্মার্থিক ছিলো কি বলবো আসলে! দুইটা মেয়ে বাসার ছাদের ...
27/11/2025

গত পরশু একটা ভিডিও দেখে কিছু সময়ের জন্যে চুপসে হয়ে গেছিলাম৷ এতোটাই মর্মার্থিক ছিলো কি বলবো আসলে!

দুইটা মেয়ে বাসার ছাদের কোণায় দাঁড়িয়ে ভিডিও করতেছিল৷ একজন মোবাইল ধরে রাখছে আরেকজন হাত নাড়িয়ে নাচতেছিল৷ কিন্তু ভিডিও বানাতে এতোটাই মগ্ন ছিলো যে কখন পাশে থাকা বৈদ্যুতিক লাইনে হাত লেগে যায় টেরই পাইলো না৷

ব্যাস যা হবার সেটাই হ‌ইলো! চোখের সামনে বৈদ্যুতিক আ%গু%নে অল্প সময় মধ্যে মেয়েটা শে%ষ হয়ে গেলো৷ পাশের বিল্ডিং এ থাকা এক ভাই পুরো ঘটনাটা ভিডিও করেছিলেন৷

এতো অস্থির জাতি কেনো আমরা? কয়েক দিন আগে দেখলাম রিকশার চাকায় ওড়না পে%ছি%য়ে একজন মহিলা খুবই করুনভাবে মা%রা যান৷ আমরা কত সহজেই নিজেদের জীবনকে সস্তা করে ফেলেছি ৷

আপনার কি মনে হয়? এই জেনারেশন কি একটু বেশি ফেসবুক আর টিকটকের প্রতি আকৃষ্ট না?
পুরুষদের থেকে নারীরা একটু বেশি উদাসিন না?

- Mind of Mehedi

27/11/2025

দৃষ্টিনান্দনিক☺️

আমার নীরবতা হল আমার দুঃখের আরেকটি ভাষা 🥲😂!
26/11/2025

আমার নীরবতা হল আমার দুঃখের আরেকটি ভাষা 🥲😂!

আর কত 😭সততার রাস্তায় সফলতার জন্য সময় লাগলেও,টেকসই হয় দীর্ঘস্থায়ী... 😆💔🥀
25/11/2025

আর কত 😭
সততার রাস্তায় সফলতার জন্য সময় লাগলেও,
টেকসই হয় দীর্ঘস্থায়ী... 😆💔🥀

Address

Nilphamari, Rangpur
Chilahati

Website

https://wa.link/n9qyzo

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hasan:

Share

Category