25/05/2025
শ্রদ্ধা সহ, বিদ্রোহে ডাকি, ফিরে আয় নজরুল ভাই:-
নজরুল, তুই কোথায় রে আজ, আগুন চাই বুকের মাঝে!
ধ্বংস হোক সব শোষকের মুখ, মিথ্যে মুখোশ সাজে!
শিকল ছেঁড়ার কবিতা কোথায়? খুঁজে ফিরি ভাষা,
ঘুম পাড়ানো কুৎসার ভিড়ে হারায় তোর প্রত্যাশা!
তুই ছিলি না কাব্য শুধু, ছিলি দুঃসহ ঝড়,
তোর কলম ছিল কামান রে, মুখে ছিল আগ্নি-ছড়!
ধর্মের নামে যারা খুনে, হিংসা করে বারো মাস,
তুই লিখতি, মানবধর্মেই রে, সব সত্যের আশ্বাস!’
আজও তোরা দল বানাস, জাত ভাঙাস, পাপের খেলা,
নজরুল থাকলে ঘুঁষি মারত, চেতনার দিত হেলা!
ভণ্ড মোল্লা, চাটুকার দল, দালাল চক্র ঘৃণ্য,
তুই বলতি, মানুষ জাগো, চুপ থাকা মহাপাপ হে ধন্য!
নেতারা আজ বেচে খায় রে, মিথ্যে বুলি ছড়ায়,
নজরুল থাকলে আগুন দিত, মুখে ধ্বংসের হায়!
না ছিল তোর মসনদ কোন, না ছিল রাজা সাজ,
তবু তোরা কাঁপতি রে ভাই, তুই বিদ্রোহী বাজ!
আজকের দিনে লাগে রে ভাই, অগ্নিবর্ষী গান,
“চল চল চল’’-এর তালে উঠুক নজরুল প্রাণ!
চুপ থাকা মানেই মৃত্যু, তুইই শিখাইছিস সোজা,
ভয় পাইলে মরবি আগে, লড়ে মরাই তো রাজা!
আজও তোর কবিতা পড়ে, রক্তে ওঠে ঢেউ,
তুই থাকলে ঠোঁটে থাকত, অন্যায় চোষা খেউ!
তুই গাইতিস আগুনগান, তোর কণ্ঠে ছিল বাজ,
‘ভাঙ রে সব, রুখে দে রে, তুইই ন্যায়ের রাজ!
শ্রদ্ধা সহ, বিদ্রোহে ডাকি, ফিরে আয় নজরুল ভাই,
তুই না থাকলে বাঙালির বুকেও রে আগুন নাই!
এই জন্মদিনে হাত জোড়ে বলি, ফিরে আয় বজ্রকণ্ঠ,
তুই ছাড়া কবিতা মানে, শুধুই শোক আর অশ্রু-গণ!
শুভ জন্মদিন
হে বিদ্রোহী কবি