15/04/2022
মানুষের কল্যাণে সুফিবাদ যুগে যুগে শুদ্ধ ও সঠিক পথ দেখিয়েছেন।
---
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
উপ-মহাদেশের ঐতিহ্যবাহী সুফিতাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান আনজুমান-এ জাহাঁগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া ট্রাষ্টের উদ্যোগে ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, মানুষের কল্যাণে সুফিবাদ যুগে যুগে শুদ্ধ ও সঠিক পথ দেখিয়েছেন। অসাম্প্রদায়িক চিন্তায় তাঁদের ধারণাগুলো মানুষকে ইহকাল ও পরকালের মুক্তির পথ দেখিয়েছে। হিতাহিত ন্যায়-অন্যায়গুলো বুঝার জন্য সুফিবাদ ও সুফিতত্ত্ব মানুষকে আলোর ঠিকানা ও পথ দেখিয়েছে। ভারতীয় উপমহাদেশের সুফিবাদ ত্বরিকার অন্যতম জাহাঁগিরিয়া ত্বরিকা মানুষকে সেই আলোর পথ দেখিয়েই চলেছে। চন্দনাইশের ঐতিহ্যবাহী শাহসুফি দরবার শরীফ সুফিবাদের একটি আলোর ঠিকানা। শাহসুফি আমজাদ আলী জাহাঁগিরি (র.), শাহসুফি হযরত মমতাজ আলী জাহাঁগিরি (র.) এর দেখানো পথ আজও সমাজের প্রতিটি মানুষকে নিবেদিতভাবে আহ্বান করছে পীর সাহেব সৈয়দ শাহসুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)। জাহাঁগিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ও তাঁদের পীরমুর্শিদগণ যুগে যুগে মানুষকে সত্যপথের আহ্বান করেই চলেছে। এই আহ্বানের মধ্য দিয়ে মানুষ আখেরাত ও পৃথিবীর সত্য-সুন্দর বসবাস এবং মুক্তির পথ খুঁজে পাচ্ছে। আজকের এই আলোচনা সুফিবাদ ও মানবতাবাদের মুক্তির একটি অন্যতম নিদর্শন। পবিত্র এই দরবার শরীফ বাংলাদেশের মুক্তিযোদ্ধা চলাকালে এই দরবারের পীর মুর্শিদ ও ভক্ত অনুরাগীরা বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে ভূমিকা রাখেন। জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী মমতাজি (মা.জি.আ)’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওআইসি ফিকাহ্ একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত শিক্ষক আল্লামা অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর সাবেক অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন , সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, ইসলামিক স্কলার কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পীরজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনসুর, কমান্ডার (অব.) শহীদুল ইসলাম, ব্যাংকার শাহাজাদা মাওলানা মোহাম্মদ আহচান আলী, বিশিষ্ট গবেষক ড. ম.আ.আ. মুক্তাদীর, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ উপকমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, আলহাজ্ব মুফতি আলী আহমদ, মুফতি মাওলানা মোহাম্মদ ইকবাল, মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন ডালি, মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা মোহাম্মদ সাহাব উদ্দিন, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, বিশিষ্ট ইসলামী গবেষক এম.এম.মোরশেদ আলী, মোহাম্মদ জাকির হোসেন, মেজর (অব.) আদনান নবীন, ইঞ্জিনিয়ার রাজিউর রহমান, ফয়েজ চৌধুরী, শহীদ বিশ্বাস, বাবুল সর্দার, মিজানুর রহমান মিজু, জাফর উল্লাহ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ফজলুল রহমান মুকুল, সজীব বেপারী, ডা. মোহাম্মদ মোক্তার, মেজর (অব.) আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা মীর মোহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা মোহাম্মদ হাসান আলী, ইমাম হাসান চৌধুরী, শাহাজাদা মাওলানা এডভোকেট মোহাম্মদ মোক্তার আহমদ সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ আবদুল হাকিম, মাওলানা মোহাম্মদ মাহরুফ রেজা প্রমূখ। আলোচনা সভা শেষে এবং পবিত্র ইফতারে আগে জাতি-ধর্ম-বর্ণসহ বিশ্বের সকল নরনারীর শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন পীর সাহেব সৈয়দ শাহসুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)। সভাটি পরিচালনা করেছেন ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন।