Radio Barumoti

Radio Barumoti This is a cultural and historical local Radio channel of Chittagong, Bangladesh

This a a cultural and historical local Radio chanel of Chittagong, Bangladesh

https://www.facebook.com/787858751337376/posts/5218506348272572/
27/08/2022

https://www.facebook.com/787858751337376/posts/5218506348272572/

প্রাচীন চর্যাপদ বিষয়ক
সেমিনারের আমন্ত্রণ।
------------------------------------------
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে " চর্যাপদ " বিষয়ক সেমিনার ২০২২ আগামী ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার সকাল ৯ টায়,জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হইবে।
সম্মানিত অতিথি, আগ্রহী ও সংশ্লিষ্টদের যতাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি।
আমন্ত্রণে --
সোহেল মো. ফখরুদ-দীন, সভাপতি, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি), ..

ইমামে আহলে সুন্নাত, আল্লামা ফজলে হক খায়রাবাদী, তিনিই প্রথম ব্যক্তি, যিনি ১৮৫৭সালে বৃটি শের বিরুদ্ধে জিহাদ করা ফরজ ডাক দি...
19/08/2022

ইমামে আহলে সুন্নাত, আল্লামা ফজলে হক খায়রাবাদী, তিনিই প্রথম ব্যক্তি, যিনি ১৮৫৭সালে বৃটি শের বিরুদ্ধে জিহাদ করা ফরজ ডাক দিয়ে ফতোয়া প্রদান করে ভারত স্বাধীনতা যুদ্ধের সূচনা করেন।

আগামীকাল ২০শে আগষ্ট
রোজ শনিবার, বিকাল ৪টায়
বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলা মোটরস, ঢাকা।

সকলের সবান্ধবে আমন্ত্রিত —💙🌻

আজকের শোকাবহ বেদনাদায়ক এই দিনে  শ্রদ্ধায় স্মরণ...' বিশ্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান '। --- রেডিও বরুমতি...
14/08/2022

আজকের শোকাবহ বেদনাদায়ক এই দিনে
শ্রদ্ধায় স্মরণ...
' বিশ্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান '।
---
রেডিও বরুমতি/
গ্রামীণ জনপদের বার্তা বহন করে।
..

ইতিহাসের জনক! হেরোডোটাস!-------------------------------হেরোডোটাস বা হিরোডোটাস (ইংরেজি:Herodotus, প্রাচীন গ্রিক ভাষায় হ্...
12/07/2022

ইতিহাসের জনক!
হেরোডোটাস!
-------------------------------

হেরোডোটাস বা হিরোডোটাস (ইংরেজি:Herodotus, প্রাচীন গ্রিক ভাষায় হ্যারোদোতোস্‌) একজন প্রাচীন গ্রিক দার্শনিক, যিনি জন্মগ্রহণ করেছিলেন হালিকারণাসাস, কারিয়-তে (বর্তমান দিনের বোদরাম, তুরষ্ক)। তিনি ছিলেন খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দি্র মানুষ (আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৮৪ – আনুমানিক খ্রিস্টপূর্ব ৪২৫)। রোমান আইনবিদ, ইতিহাসবিদ ও দার্শনিক হিসেবে তাঁকে ইতিহাসের জনক হিসেবে আখ্যা দিয়েছেন, কেননা তিনিই প্রথম পদ্ধতিগতভাবে ঐতিহাসিক উপাদান সংগ্রহ করেছিলেন, সেগুলোর সূক্ষ্মতা নিরূপণে উদ্যমী উদ্যোগ নিয়েছিলেন, এবং সেগুলোকে সঠিক ক্রমে প্রয়োজনীয় ব্যাখ্যায় বিন্যস্ত করেছিলেন।
অন্যদিকে, প্লুটার্ক তাঁকে 'মিথ্যার জনক' বলেছেন। দ্য হিস্টোরিস(The Histories) বইটি তার অমর সৃষ্টিকর্ম।

হেরোডোটিস সম্ভবত গ্রিক শহরগুলির অনেক লোকের সামনে গল্প বলেতেন।তিনি এখন ফার্সি সাম্রাজ্য এবং গ্রিক শহর-রাজ্যের মধ্যে যুদ্ধ সম্পর্কে তাঁর লেখা জন্য সবচেয়ে বিখ্যাত। তিনি গ্রিক পক্ষ থেকে গল্পটি বলেন, যদিও যুদ্ধ শেষ হওয়ার সময় যখন তিনি শিশু ছিলেন।

কিছু মানুষ মনে করে যে হেরোডোটিস এমন বিষয় নিয়ে লিখেছিলেন যেগুলো সত্য বিষয় ছিল না। এটা সম্ভব, কারণ তিনি বিভিন্ন উত্স থেকে তথ্য উপর নির্ভর করতেন। তার কাজ গুরুত্বপূর্ণ কারণ তার কাজের আগে এই বিষয়গুলিতে খুব কঠিন ছিলো।

https://www.facebook.com/107392502028809/posts/110895391678520/
04/07/2022

https://www.facebook.com/107392502028809/posts/110895391678520/

প্রিয় ও শ্রদ্ধাভাজন
কবি, সাহিত্যিক, ইতিহাস গবেষক বৃন্দ।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিবেদন করছি আপনাদেরতরে।
আপনি জেনে খুশি হবেন য, আগামী ২৭ জুলাই ২০২২ ইংরেজি তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকায় ' বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চ ' এর আয়োজনে ( দুপুর ১ টা থেকে রাত ৮ টা) আন্তর্জাতিক কবি সম্মিলন ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। এই কবি সম্মিলনে আপনিও ইচ্ছা করলে কবিতা পাঠে অংশ নিতে পারবেন। অংশ নিতে চাইলে " বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চ " ফেইসবুক এর ইনবক্সে বা কমেন্ট বক্সে অথবা ( shohel Fakruddin) এর ইনবক্সে আপনার ছবি,নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করিতে পারবেন। রেজিষ্ট্রেশন এর জন্য কোন অর্থ প্রয়োজন নেই। কবিতা স্বরচিত দেশপ্রেমের উপর হতে হবে। কবিতা পাঠের আগে সভা মঞ্চে আপনার রচিত কবিতার লিখিত এক কপি অবশ্যই জমা দিতে হবে।
আসুন প্রতিবছরের মতো "কবিতায় দেশপ্রেম " শ্লোগানে মুখরিত করি কবি সম্মিলন ঢাকা ২০২২।
আপনিও আসুন।
শুভেচ্ছা সহ কবি সম্মিলন উৎযাপন
কমিটির পক্ষে..
ডা. এমএ মুক্তাদীর, সোহেল ফখরুদ-দীন,
লায়ন দুলাল কান্তি বড়ুয়া, মাসুম আহমদ রানা, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, দীনেশ মণ্ডল, একেএম আবু ইউসুফ, উদয়ন বড়ুয়া, নাজমুল হক শামীম, সোহেল তাজ, নিবেদিতা চৌধুরী, দেলোয়ার হোসেন মানিক, সাফাত বিন সানাউল্লাহ, প্রকৌশলী সৌমেন বড়ুয়া, বিভুতি দেবী, শিউলী চক্রবর্তী, লিটন বড়ুয়া, নীতা রায় চৌধুরী, হাবিবুর রহমান, শংকর চৌধুরী, আবদুল হালিম,রিপন চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চ।
.

13/05/2022

করোনা মহামারীতে ৩৬ দিন ধরে ছিন্নমূল পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন করছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।
--------------------------------------------
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি) এর উদ্যোগে
বর্তমানে করোনা মহামারীর কারনে চট্টগ্রাম নগরীতে অসহায় হয়ে পড়া গৃহবন্দী দুস্থ অসহায় ২৭০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার এবং প্রতিদিনই নিয়মিত ভাবে সীমিত সংখ্যক ভবঘুরে বৃদ্ধ নর নারী এবং পথশিশুদের মাঝে আজ ৩৬ দিন যাবত ২৫৮০ জনকে ইতিহাসবিদ লেখক সোহেল মো. ফখরুদ-দীনের বাসায় রান্না করা খাবার বিতরন করেই চলেছেন।প্রতিদিন নগরীর বিভিন্ন পথে পথে এই খাবার বিতরন করেন ইতিহাস কর্মীরা। গতকাল ২০ মে ২০২০ ইং, ৩৬ তম দিনে চট্টগ্রাম নগরীর বাদুরতলা, জামতলা জামে মসজিদ,চকবাজার, ড.মুহম্মদ এনামুল হক সড়ক,চট্টগ্রাম কলেজ পশ্চিম গেইট এলাকায় অভুক্তদের মাঝে খাবার বিতরন করা হয়।চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও ইতিহাসের মানুষখ্যাত সোহেল ফখরুদ-দীনের " মানুষ মানুষের জন্য " এই শ্লোগানে অসহায়দের সহায়তায় এ কর্মসুচী করোনার বিপদে চলমান থাকবে। খাদ্যবিতরন কালে আজ উপস্থিত ছিলেন এই কর্মসুচীর উদ্যোক্তা ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো.ফখরুদ-দীন, মানবতাবাদী মাওলানা রেজাউল করিম তালুকদার, সাংবাদিক ও আলোকচিত্রী সমীরন কান্তি পাল, ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, মোহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, এবিএম মাসুদ, কাজী মোঃ আরাফাত প্রমুখ।

মানুষের কল্যাণে সুফিবাদ যুগে যুগে শুদ্ধ ও সঠিক পথ দেখিয়েছেন।--- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খ...
15/04/2022

মানুষের কল্যাণে সুফিবাদ যুগে যুগে শুদ্ধ ও সঠিক পথ দেখিয়েছেন।
---
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

উপ-মহাদেশের ঐতিহ্যবাহী সুফিতাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান আনজুমান-এ জাহাঁগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া ট্রাষ্টের উদ্যোগে ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, মানুষের কল্যাণে সুফিবাদ যুগে যুগে শুদ্ধ ও সঠিক পথ দেখিয়েছেন। অসাম্প্রদায়িক চিন্তায় তাঁদের ধারণাগুলো মানুষকে ইহকাল ও পরকালের মুক্তির পথ দেখিয়েছে। হিতাহিত ন্যায়-অন্যায়গুলো বুঝার জন্য সুফিবাদ ও সুফিতত্ত্ব মানুষকে আলোর ঠিকানা ও পথ দেখিয়েছে। ভারতীয় উপমহাদেশের সুফিবাদ ত্বরিকার অন্যতম জাহাঁগিরিয়া ত্বরিকা মানুষকে সেই আলোর পথ দেখিয়েই চলেছে। চন্দনাইশের ঐতিহ্যবাহী শাহসুফি দরবার শরীফ সুফিবাদের একটি আলোর ঠিকানা। শাহসুফি আমজাদ আলী জাহাঁগিরি (র.), শাহসুফি হযরত মমতাজ আলী জাহাঁগিরি (র.) এর দেখানো পথ আজও সমাজের প্রতিটি মানুষকে নিবেদিতভাবে আহ্বান করছে পীর সাহেব সৈয়দ শাহসুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)। জাহাঁগিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ও তাঁদের পীরমুর্শিদগণ যুগে যুগে মানুষকে সত্যপথের আহ্বান করেই চলেছে। এই আহ্বানের মধ্য দিয়ে মানুষ আখেরাত ও পৃথিবীর সত্য-সুন্দর বসবাস এবং মুক্তির পথ খুঁজে পাচ্ছে। আজকের এই আলোচনা সুফিবাদ ও মানবতাবাদের মুক্তির একটি অন্যতম নিদর্শন। পবিত্র এই দরবার শরীফ বাংলাদেশের মুক্তিযোদ্ধা চলাকালে এই দরবারের পীর মুর্শিদ ও ভক্ত অনুরাগীরা বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে ভূমিকা রাখেন। জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী মমতাজি (মা.জি.আ)’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওআইসি ফিকাহ্ একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত শিক্ষক আল্লামা অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর সাবেক অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন , সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, ইসলামিক স্কলার কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পীরজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনসুর, কমান্ডার (অব.) শহীদুল ইসলাম, ব্যাংকার শাহাজাদা মাওলানা মোহাম্মদ আহচান আলী, বিশিষ্ট গবেষক ড. ম.আ.আ. মুক্তাদীর, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ উপকমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, আলহাজ্ব মুফতি আলী আহমদ, মুফতি মাওলানা মোহাম্মদ ইকবাল, মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন ডালি, মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা মোহাম্মদ সাহাব উদ্দিন, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, বিশিষ্ট ইসলামী গবেষক এম.এম.মোরশেদ আলী, মোহাম্মদ জাকির হোসেন, মেজর (অব.) আদনান নবীন, ইঞ্জিনিয়ার রাজিউর রহমান, ফয়েজ চৌধুরী, শহীদ বিশ্বাস, বাবুল সর্দার, মিজানুর রহমান মিজু, জাফর উল্লাহ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ফজলুল রহমান মুকুল, সজীব বেপারী, ডা. মোহাম্মদ মোক্তার, মেজর (অব.) আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা মীর মোহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা মোহাম্মদ হাসান আলী, ইমাম হাসান চৌধুরী, শাহাজাদা মাওলানা এডভোকেট মোহাম্মদ মোক্তার আহমদ সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ আবদুল হাকিম, মাওলানা মোহাম্মদ মাহরুফ রেজা প্রমূখ। আলোচনা সভা শেষে এবং পবিত্র ইফতারে আগে জাতি-ধর্ম-বর্ণসহ বিশ্বের সকল নরনারীর শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন পীর সাহেব সৈয়দ শাহসুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)। সভাটি পরিচালনা করেছেন ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন।

12/04/2022

১৫ এপ্রিল শুক্রবার ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এ শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের জাতীয় সেমিনার ও ইফতার মাহফিল।
------------------------------------------------------------
চট্টগ্রাম চন্দনাইশের ঐতিহ্যবাহী শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের আয়োজনে পবিত্র রমজানের গুরুত্ব শীর্ষক সেমিনার, আলোচনা ও ইফতার মাহফিল আগামী ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার ঢাকায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, রমনা,ঢাকায় বিকাল ৩ টার থেকে এই মাহফিল শুরু হবে। সভাপতিত্ব করবেন পীরে ত্বরীকত, হযরতুল আল্লামা, আলহাজ শাহছুফি সৈয়দ মোহাম্মদ আলী মমতাজী ( মঃজিঃআঃ) । সম্মানীত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ আশরাফ আলী খান খসরু, মাননীয় সমাজ কল্যান প্রতিমন্ত্রী ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।মাহফিলে দেশ বিদেশের বিশিষ্ট আলেম এ দ্বীন, ইসলামিক স্কলার,দার্শনিক, সরকারি / বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট বুদ্ধিজীবি,আইনজীবী,বিশিষ্ট লেখক গবেষক,শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, পীর মশায়েক আলোচনা করবেন। আগ্রহী ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ করেছেন।

শাহসুফি আমজাদ আলীর ৮৬তম ওরছ শরীফে বক্তারাসুফিগণ খোদা ও রাসুলের নৈকট্য লাভ ও মানবকল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেনগতকাল (৩...
02/04/2022

শাহসুফি আমজাদ আলীর ৮৬তম ওরছ শরীফে বক্তারা
সুফিগণ খোদা ও রাসুলের নৈকট্য লাভ ও
মানবকল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেন

গতকাল (৩১ মার্চ ও ১ এপ্রিল, ২০২২) দুইদিনব্যাপী সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া চিশতিয়া জাহাঁগিরিয়া’র মহান বুজুর্গ, বদরুল মিল্লাতে ওয়াদ দ্বীন, গাউসুল আলম বা খেতাবে ফখরুল আরেফিন হযরত শেখ আবদুল হাই জাহাঁগির (ক.)’র অন্যতম প্রধান খলিফা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের ভিত্তিদাতা, কুতুবে আলম, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, ওয়ারেছুল আম্বিয়া, সুলতানুল আউলিয়া, হাজত রাওয়া, মুশকিল কুশা, নূরে জাহাঁগির, গাউছে জামান, হযরত শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ আমজাদ আলী নুরুল হুদা, জাহাঁগিরি (ক.ছি.আ)’র ৮৬তম বার্ষিক ওরছ মোবারক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দুইদিনব্যাপী এই কর্মসূচি ও ওরছ শরীফ-এ ইবাদত-বন্দেগী-জিকির, খতমে বোখারি, খতমে কোরআন, খতমে খাজেগানসহ জাহাঁগিরিয়া সিলসিলার নিয়ম অনুসারে পালিত হয়। জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত শাহসুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ আলী মমতাজি (ম.জি.আ.)’র সভাপতিত্বে মাহফিলে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, পীর-বুজুর্গ, আলেম-ওলামা অংশগ্রহণ করেন। আখেরিত মোনাজাত শুক্রবার বাদে জুমা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত শাহসুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ আলী মমতাজি (ম.জি.আ.)। পীর ছাহেব কেবলা আলোচনায় বলেছেন, মহান সুফিসাধকগণ খোদা ও রাসুল (স.)’র নৈকট্য লাভ এবং মানুষের কল্যাণকর কাজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁরা ইহকাল ও পরকালের সঠিক রাস্তা নির্মাণ করেছেন। সোজা-সহজ ও সত্য পথে মানুষকে যুগে যুগে আহ্বান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে চলার জন্য সুফিগণ সারাজীবন কাজ করেছেন। তেমনি ক্ষণজন্মা মহাপুরুষ সুফিসাধক হযরত আমজাদ আলী (ক.ছি.আ)।

Address

Chittagong District

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radio Barumoti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category