It’s my Pleasure

  • Home
  • It’s my Pleasure

It’s my Pleasure Enjoy life✌

01/11/2025
কেমন আছি??? ইউসুফ, হাসান আর খুবাইবের মত! শতইফকের জেল, নীলাদ্র বিষ আর পাথুরে ত্বায়েফের মত! যেন কোটি মানুষের তায়েফি পাথর স...
27/10/2025

কেমন আছি???

ইউসুফ, হাসান আর খুবাইবের মত! শত
ইফকের জেল, নীলাদ্র বিষ আর পাথুরে ত্বায়েফের মত!

যেন কোটি মানুষের তায়েফি পাথর সে বিষের কাছে বড়ই ক্ষুদ্র যে জেহের কোন প্রেয়সীর হাত ভালবাসি বলে পেয়ালা সাজায়!

প্রবল বিষের অসীম তীব্রতায় শিরাগুলো যখন ছিন্নভিন্ন, মুহাব্বাতের বিশ্বাসঘাতকতা তখন
মৃত্যু যন্ত্রণাকেও হার মানায়!

তখন স্তব্ধ জবান, অবাক দৃষ্টি, শুধু এ জবাবই খুজে ফেরে হায়! কষ্ট সে আজ কোন কারণে?

বিষ?
হাত?
নাকি খায়েনের আর্তনাদ?

ঘৃণা সে বলো কারে করা যায়?
প্রেয়সী জেহেরদাতায়?
নাকি বেওয়াকুফ আশেকে?

ঘৃণা করি। সীমাহীন প্রচন্ড ঘৃণা!
আরে না! ক্বাতেলকে নয়!
বরং স্রেফ নিজেকেই!

শুধু এই ভেবে যে.........

হায়!

কিভাবে সে হাত ক্বলবে জড়িয়েছিলাম.....

যার খুন জুড়েই নীল,
বুক জুড়েই লাল!
আর চোখ জুড়ে?

কি সীমাহীন মিথ্যে, অকাট্য ভ্রম
আর পেশাদারিত্ব প্রতিহিংসার!

আমার ঝাপসা পলক!

তারা দুনিয়া নিয়ে নিক!
আমি আখিরাত নেব!!
ইনশাআল্লাহ।

এমনই আছি বেশ!
আলহামদুলিল্লাহ!

🎙️Abu Taw Haa Muhammad Adnan

ছোটবেলা যা ভেবে অনেক ভয় পেতাম!😑🙂
21/10/2025

ছোটবেলা যা ভেবে অনেক ভয় পেতাম!😑🙂

ত্বহা দম্পতির কী হয়েছে—পোস্ট করো। রিপন মিয়ার পরিবারে কী হয়েছে—পোস্ট করো। অমুকের বাড়িতে কী হয়েছে—পোস্ট করো। কার বউ ক...
17/10/2025

ত্বহা দম্পতির কী হয়েছে—পোস্ট করো।
রিপন মিয়ার পরিবারে কী হয়েছে—পোস্ট করো।
অমুকের বাড়িতে কী হয়েছে—পোস্ট করো।
কার বউ কার সাথে ভাগসে—পোস্ট করো।
কোন বেডায় তিন বিয়া করসে—পোস্ট করো।
কেডায় গোপন গোনাহ করসে—পোস্ট করো।

আমরা এমন এক জেনারেশন এসে পৌঁছেছি, যারা সারাদিন অন্যদের নিয়ে ব্যস্ত থাকে। নিজেকে নিয়ে ভাবার ফুরসৎ তাদের নেই। নিজে পাপ করি, গোনাহ করি, অথচ অন্যের পাপের কথা শুনলে তাকে তাচ্ছিল্য করি। নিজেই যে মস্ত বড় পাপী, সেইটা ক'জন ভাবি?

নিজের চিন্তায় ব্যস্ত থাকুন। অন্যের পরিবার নিয়ে হুমরি খেয়ে পড়বেন না। অন্যের ব্যক্তি জীবন নিয়ে কথাও বলবেন না। যার যার আমল, তারতার বিষয়। প্রত্যেকে তার নিজের আমলের জবাবদিহি নিজেই করবে। সো, নিজেকে নিয়ে ভাবুন। নিজের আমল ও ভুলত্রুটি নিয়ে ভাবুন। মানুষের চিন্তা বাদ দিন, গীবত আর দোষচর্চাও বাদ দিন।

©

16/10/2025
16/10/2025

"Peperomia pellucida"

15/10/2025

🥰🫶

15/10/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s my Pleasure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share