Chittagong Division News14

Chittagong Division  News14 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chittagong Division News14, TV Channel, Chittagong Division.

শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে কুরবানির টাকা খোয়ালেন বৃদ্ধকুরবানির পশু কিনকে ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ৬৫ বছর বয়সি বৃদ...
05/06/2025

শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে কুরবানির টাকা খোয়ালেন বৃদ্ধ

কুরবানির পশু কিনকে ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ৬৫ বছর বয়সি বৃদ্ধ শহিদুল্লাহ ধনু। তবে, সেই টাকা খুইয়েছেন এ বৃদ্ধ। দিনে দুপুরে প্রকাশ্যে ব্যাংক থেকে তোলা টাকা নিয়ে গেছে একটি চক্র। পরিচিত সেজে হ্যান্ডশেকের মাধ্যমে ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন) দিয়ে কৌশলে এ টাকা নিয়ে গেছে চক্রটি।

বুধবার সকালে নোয়াখালীর বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারের অয়েল মিলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শহিদুল্লাহ চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসমাইল পন্ডিত বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী বৃদ্ধ শহিদুল্লাহ বলেন, ইসলামী ব্যাংক বসুরহাট শাখা থেকে টাকা তোলার পর অয়েল মিলের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই সময় এক অপরিচিত লোক সালাম দিয়ে হ্যান্ডশেক করে। প্রবাসে থাকা ছেলেদের সঙ্গে নাকি তার পরিচয় আছে। কথা বলতে বলতে বসুরহাট জিরো পয়েন্ট আসে। এর মধ্যে আমার কাছে থাকা কুরবানির নগদ ৫০ হাজার টাকা লোকটা নিয়ে যায়। আমি বাগিতে যাওয়ার ২০ মিনিট পর বুঝতে পারি উনি টাকাগুলো নিয়ে গেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এসব চক্র সাধারণত অন্য এলাকা থেকে এসে দ্রুত অপরাধ করে পালিয়ে যায়। আমরা এ অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।’

প্রকাশ :  ৩ জুন ২০২৫ বগুড়ায় ২০০ কোটি টাকার ইসলামী ভিত্তিক বিনিয়োগ প্রতারণা: সাবেক শিবির নেতা পিন্টু পলাতকবগুড়া:ইসলাম...
03/06/2025

প্রকাশ : ৩ জুন ২০২৫
বগুড়ায় ২০০ কোটি টাকার ইসলামী ভিত্তিক বিনিয়োগ প্রতারণা: সাবেক শিবির নেতা পিন্টু পলাতক
বগুড়া:
ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা আমিরুজ্জামান পিন্টুর বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পাঁচ সহস্রাধিক নেতাকর্মীর কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি ‘রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’, ‘রেইনবো হোমস’, ‘রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা’ ও ‘রেইনবো হাসপাতাল’-এর ব্যানারে শরিয়াভিত্তিক অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের টাকা সংগ্রহ করে আসছিলেন। বর্তমানে তিনি পলাতক।

ভুক্তভোগীরা জানিয়েছেন, পিন্টু ধর্মভিত্তিক, সুদমুক্ত বিনিয়োগের কথা বলে জামায়াত-শিবির সংশ্লিষ্ট এবং ধর্মপ্রাণ মানুষকে আকৃষ্ট করেন। তারা অধিকাংশই প্রবাসী, অবসরপ্রাপ্ত শিক্ষক বা সরকারি চাকরিজীবী।

অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান জানান, তিনি ও তার পরিবার মিলে প্রায় ৯০ লাখ টাকা বিনিয়োগ করেছেন, যার মধ্যে এখনও ৮৩ লাখ টাকা পাওনা। আরেক ভুক্তভোগী মো. ফয়সাল মণ্ডল জানান, তিনি ৪০ লাখ টাকা দিয়ে এখনো কিছুই ফেরত পাননি।

ভুক্তভোগীরা একাধিকবার প্রতিষ্ঠান ও পিন্টুর বাড়ি ঘেরাও করলেও তাকে খুঁজে পাননি। পিন্টুর সহযোগী হামিদুল হক তোতা কিছু টাকা দিয়ে গা-ঢাকা দেন।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, কেউ এখনো মামলা করেনি। মামলা হলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতে ইসলামী বগুড়া শহরের আমির আবিদুর রহমান সেহেল পিন্টুর সঙ্গে দলের বর্তমান কোনও সম্পর্ক নেই বলে জানান। তবে ৯০-এর দশকে তিনি ছাত্রশিবিরের কর্মী ছিলেন।

ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর হস্তক্ষেপ এবং আইনি সহায়তা কামনা করছেন।

প্রকাশ: ০৩ জুন, ২০২৫কাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম নিজস্ব প্রতিবেদককাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিক কা...
03/06/2025

প্রকাশ: ০৩ জুন, ২০২৫
কাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক

কাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম

পবিত্র হজ করতে সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসলিম। তাঁরা আগামীকাল (৪ জুন) ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন। আজ থেকেই অনেকে মিনায় যাওয়া শুরু করেছেন। এর মধ্য দিয়ে শুরু হবে ১৪৪৬ হিজরির হজের আনুষ্ঠানিক কার্যক্রম।

পরদিন বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে হাজিরা আরাফায় অবস্থান করবেন।
হজের অংশ হিসেবে হাজিরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে।

নিয়ম অনুযায়ী, আজ মঙ্গলবার (৭ জিলহজ) সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হবেন হজযাত্রীরা।

তাঁদের পরনে সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড়। ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। সেখান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন করাও সুন্নত। তাই হাজিদের সবার জন্য আলাদা আলাদা তাবু স্থাপন করা হয়েছে।
সেখানে তাঁরা তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থেকে সারা দিন অবস্থান করবেন।
এরপর বৃহস্পতিবার (৯ জিলহজ) ফজরের নামাজ পড়ে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। এখানে অবস্থান করে তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনাসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম সম্পন্ন হবে। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের আবশ্যিক বিধান।

তাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হজযাত্রীদের কিছু সময়ের জন্য হলেও আরাফাতের ময়দানে নেওয়া হয়।

গাজার ত্রাণকেন্দ্রে আবারো গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের (৩ জুন) হামলায় অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর দিয়...
03/06/2025

গাজার ত্রাণকেন্দ্রে আবারো গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের (৩ জুন) হামলায় অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি ত্রাণকেন্দ্রে গুলির দ্বিতীয় প্রাণঘাতী ঘটনা।

গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে ত্রাণ কেন্দ্রটিতে ওই ঘটনার সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষমান ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করার পর তারা গুলি চালিয়েছে। গুলির এই ঘটনায় আরও অন্তত ৯০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, একটি ভয়াবহ, ইচ্ছাকৃতভাবে পুনরাবৃত্তিমূলক অপরাধে অভিযুক্ত ইসরায়েল। গত আট দিনে ত্রাণ নিতে আসা অন্তত ১০২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে তারা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই ত্রাণ বিতরণ করেছে। তবে তারা যে খাবার বিতরণ করেছে সেগুলো রান্না করে খেতে হবে, কিন্তু সেখানকার মানুষের রান্নার সুবিধা কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন : জন্মদিনে টিকটকারকে গুলি করে হত্যা আরেক টিকটকারের, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

এর আগে রোববারও গাজার একটি ত্রাণকেন্দ্রে গুলির ঘটনা ঘটেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত রাফা কেন্দ্রে মানুষ খাবারের জন্য অপেক্ষা করার সময় গুলির কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রেড ক্রস জানিয়েছিল, তাদের হাসপাতালে ১৭৯ জন হতাহত আসে যাদের মধ্যে ২১ জন মারা যান। তবে হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা মৃতের সংখ্যা ৩১ জন বলে জানায়।

এই হত্যার ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ ওঠায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। তবে ইসরায়েলি সেনাবাহিনী রোববার বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে।

সূত্র : আল জাজিরা

28/05/2025

নয়া পল্টনে তরুণ্যের সমাবেশে, তারেক রহমান।

জাতীয়রাজনীতিরাজধানীদেশজুড়েঅর্থনীতিআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআইন-বিচারচাকরিবিজ্ঞানসোশ্যাল মিডিয়াধর্মআবহাওয়াতথ্যপ্রযু...
22/05/2025

জাতীয়
রাজনীতি
রাজধানী
দেশজুড়ে
অর্থনীতি
আন্তর্জাতিক
বিনোদন
খেলা
লাইফস্টাইল
আইন-বিচার
চাকরি
বিজ্ঞান
সোশ্যাল মিডিয়া
ধর্ম
আবহাওয়া
তথ্যপ্রযুক্তি
শিক্ষা
স্বাস্থ্য
মুক্তমত
প্রবাস
মিডিয়া
শিল্প-সাহিত্য
ইউটিউব
শেয়ারবাজার
সঙ্গীত ও নৃত্য
মমতাজের বাড়িতে সেনা অভিযানে ৯০০ কোটি টাকা উদ্ধারের খবর, যা জানা গেল
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ০৫:৩৬ পিএম
শেয়ার করন

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত ১২ মে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ মে আদালত তাকে কারাগারে পাঠানোর পর বৃহস্পতিবার (২২ মে) দুই মামলায় তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে, মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে—শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট কোনো বক্তব্যও দেখানো হয়নি। পরবর্তীতে প্রচারিত ভিডিওটিতে থাকা ফুটেজগুলো আলাদা আলাদা যাচাই করে রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই-১

রিভার্স ইমেজ সার্চ করে এসএ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৯ আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সাথে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ডিবি অফিসে বিশেষ অভিযানের দৃশ্য এটি। অর্থাৎ, এটি মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়।

বিজ্ঞাপন
ভিডিও যাচাই-২

আলোচিত ভিডিওটিতে ‘মমতাজ ভিলা’ শীর্ষক একটি নামফলক দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সাথে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২৬ কোটি টাকা, সোয়া ৫ কোটি টাকার এফডিআরসহ বিদেশী মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র‍্যাব। সেই সময়কার দৃশ্য এটি। অর্থাৎ, এটিও মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়।

ভিডিও যাচাই-৩

আলোচিত ভিডিওটিতে একটি ড্রয়ারে রাখা টাকা এবং একটি সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ফুটেজের সাথে আলোচিত ভিডিওর ফুটেজের মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটিও ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২৬ কোটি টাকা, সোয়া ৫ কোটি টাকার এফডিআরসহ বিদেশী মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র‍্যাব। সেই সময়কার দৃশ্য এটি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে- শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

হারের জন্য দলগত পারফরম্যান্সের সঙ্গে শিশিরকেও দুষলেন লিটনক্রিকেট | 22nd May, 2025 2:14 pmবাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার ল...
22/05/2025

হারের জন্য দলগত পারফরম্যান্সের সঙ্গে শিশিরকেও দুষলেন লিটন
ক্রিকেট | 22nd May, 2025 2:14 pm

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পর আইসিসির দ্বিতীয় কোনো সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। শারজায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শুরুতে লিড নিয়েও আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। দলগত বাজে পারফরম্যান্সের পাশাপাশি কন্ডিশনও কিছুটা দায়ী— এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

লিটন বলেন, সিরিজের তিনটা ম্যাচেই শিশিরের নেতিবাচক প্রভাব ছিল। মাঠে শিশির থাকায় আমাদের বোলাররা বেশ ভোগান্তির শিকার হয়েছে। বল ভিজে যাওয়ায় পেস কিংবা স্পিনার কেউই স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেনি।

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিককে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েও শেষ রক্ষা হয়নি সফরকারীদের। দুই উইকেটের জয়ে সিরিজে সমতা টানে স্বাগতিকরা। সিরিজ নির্ধারনী ম্যাচে কোন কিছুই ছিল না বাংলাদেশের অনুকূলে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ছিল ব্যর্থতার ছাপ।

অধিনায়ক বলেন, আদতে আমরা ভালো খেলতে পারিনি। যদি খেলতাম, তাহলে অবশ্যই ম্যাচ জিততাম। বোলিং ও ফিল্ডিংয়ের কিছু খামতির পাশাপাশি শেষ ম্যাচে ব্যাটিং একেবারেই খাপছাড়া ছিল।

বাংলাদেশের পরের গন্তব্য পাকিস্তান। অনেক আলোচনার পর ঠিক হয়েছে সিরিজটির ভাগ্য। তবে মেন ইন গ্রিনদের বিপক্ষে বাংলাদেশের ভাগ্য ঘুরবে কি না সেটি মাঠেই দেখা যাবে। লাহোরের পরিকল্পনা নিয়ে লিটন বলেন, আগের সিরিজে যে ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে ভালো কিছু করার চেষ্টা থাকবে।

প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। গত বছর যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল লিটনের দল। অপরদিকে, টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখCDN 14 নিউজপ্রকাশিত: বুধবার, ২১ মে ২০২৫ , ০৬:২৪ পিএমশেয়ার করুন:ছবি: সংগৃহ...
21/05/2025

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
CDN 14 নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ মে ২০২৫ , ০৬:২৪ পিএম
শেয়ার করুন:

ছবি: সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেছে। দেশটির আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, আগামী ৬ জুন পালিত হতে পারে ঈদুল আজহা।

বিজ্ঞাপন
বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজের শুরু চিহ্নিতকারী চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে।

বিজ্ঞাপন
২৮ মে সূর্যাস্তের পর কুয়েতের আকাশে চাঁদটি ৪৩ মিনিট ধরে দৃশ্যমান থাকবে বলে আশা করা হচ্ছে, যা নতুন মাসের সূচনার ইঙ্গিত দিচ্ছে।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজের মূল দিন-আরাফাহ দিবস-বৃহস্পতিবার (৫ জুন) পড়বে, আর এর পরদিন শুক্রবার পালিত হবে ঈদুল আজহা।

সেন্টারটি আরও জানিয়েছে, চাঁদটি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য রাজধানীতেও ৪০ থেকে ৫৮ মিনিট সময়কাল ধরে দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন
ঈদুল আজহা উপলক্ষে কুয়েতের মন্ত্রিসভা আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত সব সরকারি দফতর ও সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ জুন) থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমের ধরন আলাদা, তারা নিজস্ব ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিবজাতীয় | 20th May, 2025 6:26 pmঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা...
20/05/2025

সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব
জাতীয় | 20th May, 2025 6:26 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (২০ মে) বিকেলে সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদল। সেখানে তিনি এ কথা বলেন।

রাকিব বলেন, ছাত্রদলের ওপর কোনো আঘাত এলে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে। প্রশাসন প্রকৃত খুনিদের বিষয়ে আশ্বস্ত করতে পারেনি। আটক তিনজন কি প্রকৃত খুনি? যারা ঢাবির মেধাবী ছাত্রের খুনিদের গ্রেফতার করতে পারেনি, তারা আর কী করবে— তা বুঝে গেছে মানুষ, এমন সংশয় প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, অনিরাপদ বাংলাদেশ গড়ে তুলে সরকার ক্ষমতা দীর্ঘমেয়াদি করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন রাকিব।

রাজপথে সাম্য হত্যার বিচার করা হবে জানিয়ে রাকিব আরও বলেন, আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করব। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, সব বাধা অতিক্রম করে রাজপথে ছাত্রদল থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করলে, সেখানকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে ছাত্রদল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরব আমিরাতের বিপক্ষে, বাংলাদেশে ক্রিকেট টিমের বিশাল সংগ্রহ ২০৫ রান নিয়ে। #বাংলাদেশক্রিকেট
19/05/2025

আরব আমিরাতের বিপক্ষে,
বাংলাদেশে ক্রিকেট টিমের বিশাল সংগ্রহ ২০৫ রান নিয়ে।

#বাংলাদেশক্রিকেট

19/05/2025

শহীদ সাম্য হ/ত্যা/কা/ন্ডে/র বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মশাল মিছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি
১৯ মে ২০২৫, সোমবার

#সাম্য_হত্যা_বিচার_চাই #ছাত্রদল

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Division News14 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chittagong Division News14:

Share

Category