
13/03/2025
আসসালামু আলাইকুম!
মুহতারাম!
মাদরাসাতুল মাদীনাহ-কুটি মাদরাসাটি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রতিষ্ঠালগ্ন থেকে সুন্নতে নববীর আদর্শে ব্রাক্ষণবাড়িয়া জেলা,কসবা উপজেলার, কুটি-বাজার সংলগ্ন কুটি বেলতলিতে সুন্দর ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। সুদক্ষ, যোগ্য, নিরলস ও পরিশ্রমী শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে ১২০ জন শিক্ষার্থী ইলমে নববী হাছিল করছেন।
মাদরাসার মৌলিক পাঠ্যসূচির পাশাপাশি আরবি, বাংলা,গনিত,ইংরেজি ইত্যাদি বিষয় আধুনিক পদ্ধতিতে পাঠদানে ছাত্রদেরকে দক্ষ ও যুগোপযোগী আলেমে দ্বীন ও আল্লাহর পথের খালেছ দাঈ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
আলহামদুলিল্লাহ মাদরাসাতুল মাদীনা- কুটিতে কিছু এমন এতিম ও অসহায় শিক্ষার্থী ইলমে নববী আহরণ করছেন যাদের খরচ মাদরাসার লিল্লাহ বোর্ডিং ও দ্বীনদার ভাইদের সৌজন্যে ব্যবস্থা হচ্ছে। সুতরাং আপনিও আপনার দান/যাকাতের মাধ্যমে একজন এতিম/অসহায় ছাত্রের ব্যায়বার গ্রহণ করতে পারেন।
অতএব,আপনার যাকাত,ছাদাকাহ ও মান্নাতসহ নির্মাণাধীন শিক্ষাভবনের কাজে সহযোগিতা করে সাদাকায়ে জারিয়ার সাওয়াব হাছিল করুন।
নিবেকদক
হাফেজ মাওলানা মিজানুর রহমান
মুহতামিম: মাদরাসাতুল মাদীনাহ-কুটি
ব্যংক একাউন্ট:
0871120127956
নাম:-মাদরাসাতুল মাদীনাহ-কুটি
আল আরাফাহ ইসলামি ব্যংক
কুটি বাজার শাখা
প্রয়োজনে:
01748-171879
বিকাশ ও নগদ (পারসোনাল)