Alkara Tv -আলকরা টিভি

Alkara Tv -আলকরা টিভি জনতার কথা বলে

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ১০০ নং "আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়" টি ১৯৫৮ ইং সনে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠালগ্ন থ...
03/08/2025

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ১০০ নং "আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়" টি ১৯৫৮ ইং সনে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি শিক্ষার আলো বিতরন করছে। এ প্রতিষ্ঠান দেশ-বরেন্য অনেক গুনীজন সৃষ্টিতে অবদান রেখেছে! চরম ঝুঁকিপূর্ণ ভৌত অবকাঠামোর কারনে আজ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বিগত ১৭ বছরের উন্নয়নের জোয়ারের একটা ঢেউও এ বিদ্যালয়ে লাগেনি। উপজেলা শিক্ষা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান সহ সকলের ধারে ধারে ঘুরেও কোন কুল কিনারা হয়নি। আজ হাসিল ঘরে, ময়লার স্তুপের পাশে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে শ্রেনি কার্যক্রম চলছে। যে কোন সময় অনাকাঙ্ক্ষিত বিপদ ঘটলে সকলের টনক নড়বে। হয়তো চলবে সেলফিবাজির সমারোহ,,
তাই আমরা সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা প্রশাসন,উপজেলা নির্বাহী কর্মকর্তা,,ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার সহ সকলকে সু- দৃষ্টিতে দেখার আহ্বান ও অনুরোধ জানাচ্ছি।
সকলের সার্বিক কার্যকর সহযোগিতা কামনা করছি।
সম্মানিত এলাকাবাসী,, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সাহায্যর হাত প্রসারিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
"সবাই শেয়ার করে আলকরা টিভির পাশে থাকুন"
ধন্যবাদ,,

৩৯ সংসদীয় আসনের প্রস্তাবিত পুনঃবিন্যাসেআমাদের চৌদ্দগ্রামের সাথে সংযুক্ত হতে পারে কুমিল্লা সদর দক্ষিন।
30/07/2025

৩৯ সংসদীয় আসনের প্রস্তাবিত পুনঃবিন্যাসে
আমাদের চৌদ্দগ্রামের সাথে সংযুক্ত হতে পারে কুমিল্লা সদর দক্ষিন।

ন্যায় ও সত্যের সাথে সব সময় আলকরা টিভি✊ আলকরা টিভির পাশে থাকুন,, ধন্যবাদ 🥰
25/07/2025

ন্যায় ও সত্যের সাথে সব সময় আলকরা টিভি✊
আলকরা টিভির পাশে থাকুন,, ধন্যবাদ 🥰

মৃতের পরিচয় সনাক্তকরণ প্রয়োজনঃকুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের লাটিমি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ...
09/06/2025

মৃতের পরিচয় সনাক্তকরণ প্রয়োজনঃ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের লাটিমি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে জনৈক নাম-অজ্ঞাত, বয়স অনুমান-২৭ বছর হইবে, পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃতাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মৃতদেহটি ফেনী সদর হাসপাতাল মর্গে আছে। মৃতের পরিচয় সনাক্ত প্রয়োজন। যদি কেহ মৃত ব্যক্তিকে চিনে থাকেন তাহলে চৌদ্দগ্রাম থানা কিংবা ফেনী সদর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
পরনেঃ মৃতের পরনে সাদা চেক শার্ট, সাদা চেক লুঙ্গী ছিল।
যোগাযোগ- সাব-ইন্সপেক্টর(নিঃ) মোঃ মেশকাত হোসেন, ফেনী সদর থানা, ফেনী। মোবাইল-০১৯২২-৭২৫২৮৯

Information from Facebook

একটি শোক সংবাদ,,আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,, ইসমাইল হোসেন বাচ্চু গতকাল বিকেলে আমেরিকার  একটি হাসপাতালে  ইন্তেকাল কর...
10/04/2025

একটি শোক সংবাদ,,
আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,,
ইসমাইল হোসেন বাচ্চু গতকাল বিকেলে আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ,,
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে প"দত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুর ১টা যমুনাতে প্রধান উপদেষ্টা বরাবর প...
25/02/2025

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে প"দত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুর ১টা যমুনাতে প্রধান উপদেষ্টা বরাবর প"দত্যাগপত্র জমা দেন তিনি।

আসসালামু আলাইকুম কুমিল্লা চৌদ্দগ্রাম শ্রীপুরবাসী আমি মোহাম্মদ আরিফ হোসেনআমার ওয়াইফ মিস শাকিলা ইসরাত মুন্না তার বাড়ি  উনক...
23/02/2025

আসসালামু আলাইকুম কুমিল্লা চৌদ্দগ্রাম শ্রীপুরবাসী আমি মোহাম্মদ আরিফ হোসেন
আমার ওয়াইফ মিস শাকিলা ইসরাত মুন্না তার বাড়ি উনকোট চৌদ্দগ্রাম বাবা মনির আহমেদ
মাতা শিলা আহমেদ সে গত ২২ ই জানুয়ারি তার বাবা বকা দেওয়ার পর তাদের নিজ বাড়ি থেকে চৌদ্দগ্রাম শ্রীপুর খালার বাড়ির উদ্দেেশ্য রওয়ানা করে পরে রাতে খোজ খবর নিয়ে দেখা যায় সে তার খালার বাড়ি পৌছায় নাই।তার চৌদ্দগ্রাম শ্রীপুর একটা ছেলের সাথে রিলেশন ছিল আামাদের বিয়ে হইছে ১৪বছর আমাদের মধ্যে ১৩ বছর কোন সমস্যা ছিল না গত এপ্রিল মাস আমার ওয়াইফ যখন তার খালার বাড়ি শ্রীপুর যায় তখন ওই ছেলের সাথে ওর পরিচয় হয় ছেলেটা সম্পের্ক ওর মামা হয় ওই ছেলেটা টাকা পয়সার লোভ দেখিয়ে ওর দিকে নিয়ে গেছে। আপনারা হয়তো বলতে পারেন আপনার ওয়াইফ কি ছোট যে তাকে চকলেট দেখিয়ে নিয়ে গেছে না তবে আপনি যখন শয়তান এর খপ্পরে পরবেন তখন আপনার কাছে দুনিয়াটা অন্য রকম লাগবে। যাই হোক কেউ যদি তাকে দেখে থাকেন দয়া করে এই নামবার এ ০১৭২৪৩৪২২৫৩ যোগাযোগ করবেন। আর চৌদ্দগ্রাম কিং শ্রীপুরবাসী দয়া করে এই সর্বনাশ টা কেউ হতে দিবেন না আমার ছেলেটাকে এতিম হতে দিবেন না।আপনাদের কাছে অনুরোধ সমাজে এরকম ভুল করার জন্য সুযোগ করে দিবেন না যদি ছেলেটাকে চেনেন একটু বুঝান আমার ছেলেটা দৈনন্দিন ওর জন্য কান্না করে আমাকে জিজ্ঞেস করে মা কোথায় আমি জবাব দিতে পারতেছি না একমাত্র আপনারা যদি প্রশ্রয় না দেন তারা কখনো এক হতে পারবে না কিং শ্রীপুরবাসী আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি ছেলেটাকে বুঝান আমার ওয়াইফ কে ছেড়ে দেয়।

শিঘ্রই কুমিল্লা বিভাগ হতে যাচ্ছে।কুমিল্লা এবং ফরিদপুর নামে দুটি বিভাগ প্রস্তাব করা হয়েছে।
05/02/2025

শিঘ্রই কুমিল্লা বিভাগ হতে যাচ্ছে।
কুমিল্লা এবং ফরিদপুর নামে দুটি বিভাগ প্রস্তাব করা হয়েছে।

20/12/2024
26/11/2024

চট্রগ্রামে আইনজীবী সাইফুল আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে এনে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি,,
বাংলাদেশ থেকে ইসকন নামক জঙ্গি সংঘঠনকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি,,
#বয়কট #ইসকন
#হটাও #ইসকন #বাচাও #দেশ✊

13/11/2024

থাকছে চমক!
কে কে পাচ্ছে সদস্য পদ!

#আলকরা_বাজার_পরিচালনা_কমিটি।

13/11/2024

ব্রেকিং নিউজ,

আজ আলকরা বাজার পরিচালনা পরিষদের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

Address

Alkara Bazar
Comilla
3583

Telephone

+8801847098520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alkara Tv -আলকরা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alkara Tv -আলকরা টিভি:

Share