21/09/2025
মায়ের চোখের আলো ফেরানোর আশায়
নিজের বেতনের ভাঁজ থেকে দু’হাজার টাকা পাঠিয়েছিলো।
কথাটা মুখ থেকে বের হতেই, দুচোখ লক্ষ্য করে ঘুসি মারলেন স্বামী।
চিৎকার করে কেঁদে উঠলো।একি করলে বিধাতা। আমি তো চেয়েছিলাম মায়ের চোখে আলো ফিরিয়ে আনতে। আর তুমি আমার চোখেরই আলো কেড়ে নিলে?
চাকরি করে অথচ স্বাধীন নেই।
নিজের পরিশ্রমের টাকা নিজের মতো করে খরচ করার অধিকারও তার নেই।
বাবা অসুস্থ, অথচ তার কষ্টে দু’টাকা দিতে পারে না।
একটা সংসার কি কেবল টাকার বিনিময়েই টিকে থাকে?
তাহলে নিজস্বতা কোথায়? অস্তিত্বটাই বা কোথায়?
চাকরি করলেই সব মেয়েরা স্বাধীন হয় না। কিছু মেয়ের জীবনটাই পড়ে থাকে এক নরপিশাচের হাতে,
তাদের কাছে স্বাধীনতার স্বপ্ন কেবলই মরীচিকা......