Majharul Hasan

  • Home
  • Majharul Hasan

Majharul Hasan সভাপতি ফ্রেন্ডস সার্কেল ব্লাড ব্যাংক

অতিথি পাখির আগমন
23/10/2025

অতিথি পাখির আগমন

১) ‎HSC পরীক্ষা চলাকালীন ডি-ভো-র্স হলেও পরীক্ষা ভালো  করছে সে আলহামদুলিল্লাহ।  ‎A+ পেয়েছিলেন স্কলারশিপও ক্লাসের প্রত্যেক...
22/10/2025

১) ‎HSC পরীক্ষা চলাকালীন ডি-ভো-র্স হলেও পরীক্ষা ভালো করছে সে আলহামদুলিল্লাহ।
‎A+ পেয়েছিলেন স্কলারশিপও ক্লাসের প্রত্যেকটা এক্সামে খুব ভালো রেজাল্ট করতো..... বিয়ে হয়েচিলো আরো অনেক দিন আগে....... অনেক ক-ষ্ট করে সংসার সামলিয়ে পড়াশোনা টা চালিয়ে যাচ্ছিল....... কিন্তু সামান্য একটা ইস্যু নিয়ে তার শ্বশুর বাড়ির লোকজন ঝামেলা পাকায়..... অনেক কষ্ট করেও সংসার টিকাতে পারল না......পরীক্ষার মধ্যে হাসবেন্ড তাকে ডি-ভো-র্স দেয়........ একটা মেয়ের ডি-ভো-র্স হলে তার মন-মানসিকতা যে কি থাকে.......ওই মানুষটা ছাড়া আর কেউ বুঝেনা....... সারারাত কান্না করছে এমনকি পরীক্ষা দিয়েছে আর কান্না করছে......
‎রেজাল্ট আসছে কিন্তু মিস হয়ে গেছে A+ যে মেয়েটার প্রত্যেকটা পরীক্ষায় ছিল A+
‎ HSC A+ না পেয়ে আফসোস করেছিল😊


২)‎যেমনটা আমারও হয়েছে একজন কে সত্যি কারে ভালোবেসেছিলাম বলে??
‎admission test দেওয়ার আগে ১৫ দিন ১০৩/১০৪ ডিগ্রি জ্বর নিয়ে এক্সাম দেওয়া জীবন এ কঠিন সময় পার করলাম সবকিছু দিয়ে স্যাক্রিফাইস করলাম৷ কেন এমন করলে..... কেন বা গেলে আমার সাথে এই রিলেশনে তুমি তোমার মতো করে একটা খুঁজে নিতে যার সাথে তুমি এমন করতে পারবে সত্যি করে ভালোবাসলে বুঝি এমন হয়।
‎তার প্রতি কোন অভিযোগ নাই আমার সে-তো যানতো আমি কেমন আর সেও যানতো সে কেমন....তার উচিত ছিল তার মত কোন একটা ছেলেকে পার্টনার বানানোর। তার মতো ক্যারেক্টার একটা ছেলে কে পার্টনার বানানো সে আমাকে চিনত আমাকে জানতো তোমার লাইফে আমার মত একটা ছেলের সাথে জড়িয়ে আমার লাইফটা এভাবে নষ্ট না করে দিলেও পারতে৷ বিশ্বাস কর আমি এখনো পুরোপুরি মানসিক সুস্থ হয়ে উঠতে পারিনি 😭😭😭😭 কথা গুলার লেখার সাথে সাথে দুই চোখের পানি ধরে রাখতে পারিনি৷

‎ তার এরকম করার উচিত ছিল না পাপ করছো পাপের হিসাব পাবে

‎ ভালোবাসা সবার জন্য না...😭

20/10/2025

মানিয়ে নিলে ফুট'পাতে ও সুখ খুঁজে পাওয়া য়ায়❤️🤗

17/10/2025

আমারও সপ্ন চিলো,,,,,,,,, সব শেষ

13/10/2025

দাবি মোদের একটা নোয়াখালী বিভাগ চাই M. H. Rafi Md Rashed Hamim Hossain

13/10/2025

Check out হেরে গেলাম ভালোবাসার কাছে’s post.

04/10/2025
04/10/2025

তারপরও তার মন জয় করতে পারি নাই আমি৷
Majharul Hasan Rafi

তোমাকে কতটা ভালোবাসি, সেটা হয়তো তুমি কখনও পুরোপুরি বুঝতে পারবে না... হয়তো আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম লেখা, কিন্তু ...
20/05/2025

তোমাকে কতটা ভালোবাসি, সেটা হয়তো তুমি কখনও পুরোপুরি বুঝতে পারবে না... হয়তো আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম লেখা, কিন্তু তুমি সেটা শুনতে পাও না...

আমি শুধু এটুকু বলতে পারি- তুমি আমার সুখের কারণ, তুমি আমার হাসির পেছনের মানুষ।

তুমি না থাকলে আমার দিনগুলো ফাঁকা মনে হয়, মনে হয় কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে প্রতিনিয়ত... তোমার কথা মনে পড়লেই মনটা কেমন যেন হালকা হয়ে যায়, আবার সেই না-পাওয়ার ব্যথায় ভারীও হয়ে ওঠে।

তুমি আমার স্বপ্ন, তুমি আমার অনুভব, আর সব থেকে বড় কথা - তুমি আমার শান্তি। তুমি পাশে না থাকলেও, আমি প্রতিমূহূর্তে তোমাকে অনুভব করি...

I miss you all the time, without any reason, without any condition.

তুমি হয়তো দূরে আছো, কিন্তু আমার ভালোবাসা সব সময় তোমার চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়ায়... যতদিন বেঁচে আছি, ততদিন তোমার এই "হ্যাপিনেস" হয়ে থাকতে চাই... চুপচাপ, নিঃশব্দে... শুধু তোমার জন্য।

৩৬ এর হাতে ৩২ এর পতন  🇧🇩Dhanmondi 32..
05/02/2025

৩৬ এর হাতে ৩২ এর পতন 🇧🇩
Dhanmondi 32..

Address


Telephone

+8801871067684

Website

Alerts

Be the first to know and let us send you an email when Majharul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share