Islam Is Powerful

Islam Is Powerful This is Jihad Hossain. I am Digital markete.

26/09/2024

আজীবন কেঁদেছেন উম্মতেরি মায়ায়

24/08/2024

. হায়রে দেশের জন্য ভালোবাসা
এইমাত্র আমার চাচাতো ভাইয়ের মেয়ে এসে আমাকে বলল চাচ্চু। আমার কাছে কিছু টাকা আছে। আমি এগুলো বন্যার্তীদের জন্য দিয়ে যেতে চাচ্ছি.. এ কথা বলেই সে টাকাগুলো আমার কাছে রেখে চলে গেল.. দোয়া করবেন আল্লাহ যেন তার এ দান কে কবুল করে নেন.. (আমিন)

23/08/2024

কান্না করতে ভয় লাগে যদি আরেক ফোঁটা পানি বেড়ে যায়!!
(ফেনীর এক ভাইয়ের আর্তনাদ)

Urgent For Noakhali⚠️আপনাদের বাসা-বাড়ীতে পানির পরিমাণ বেড়ে গেলে, আমাদের নোয়াখালীর হানিফ এমেরিকান সিটিতে আশ্রয় নেওয়ার অ...
22/08/2024

Urgent For Noakhali⚠️

আপনাদের বাসা-বাড়ীতে পানির পরিমাণ বেড়ে গেলে, আমাদের নোয়াখালীর হানিফ এমেরিকান সিটিতে আশ্রয় নেওয়ার অনুরোধ রইল। ১০০ ফ্যামিলি পর্যন্ত এখানে আশ্রয় নিতে পারবে।

দয়া করে যাদের আশ্রয় লাগবে শুধু তারা এই ফোন নাম্বারে যোগাযোগ করেন - Mainuddin - 01810306549

৪০ টি পরিবারকে আশ্রয় দেওয়া যাবে আমাদের বসুরহাট ৭ তলা বাড়িতে ! যোগাযোগ করতে পারেন। বাবুল : ০১৯২১৩৯০০৮২

ওমর আলী, রাজ
হানিফ আমেরিকান সিটি - Hanif American City

Note: দয়া করে যোগাযোগ না করে আসবেন না। আর মানুষের নজরে আসার জন্য পোস্ট ছড়িয়ে দিয়েন।

22/08/2024

ঘন্টাদুয়েক আগে মুসাপুর সুইজগেটের ২৩টা গেট খুলে দেওয়া হয়েছে!!
পানি সাগরে নামতেছে।
ফেনী, নোয়াখালীর পানি কমে যাবে আল্লাহ ভরসা।

14/08/2024

যাদেরকে পাকিস্তানের দা'লা'ল বলা হতো তাদের কেউ এ পর্যন্ত পাকিস্তান যায়নি,কিন্তু যাদেরকে ভারতের দা'লা'ল বলতাম তারা ঠিকই ভারতে গেলেন।

12/08/2024

গোপালগঞ্জও চলছে গানের ক্লাস.. লে হালুয়া

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ ৮ই আগষ্ট ছয়ানী বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্মার্ট ট্রাফিকিং কর্মসূচি আয়োজন ...
08/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ ৮ই আগষ্ট ছয়ানী বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্মার্ট ট্রাফিকিং কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে ছয়ানীর সকল স্তরের ছাত্রসমাজ অংশগ্রহন করে। আমরা ছয়ানী বাজারের প্রতিটি অলি-গলি,ছয়ানী উচ্চ বিদ্যালয়,ছয়ানী মাদ্রাসা সহ সকল স্থানে কর্মসূচি মোতাবেক কার্যক্রম পরিচালনা করি। ছয়ানী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সেই সাথে শ্রদ্ধেয় হাবিবুর রহমান স্যার এবং নিজাম স্যার মাঠে থেকে আমাদের সহযোগিতা করেন।

আমরা বাজারের সকল ব্যাবসায়ীকে আহবান জানিয়েছি তারা যেনো নিজ নিজ দোকানে ময়লার ঝুড়ি রেখে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে। সেই সাথে রিক্সা এবং সিএনজি ড্রাইভারদের জানজট নিরসনে বাজারে থেকে সরিয়ে স্থায়ী স্ট্যান্ড করার জন্য আহবান জানাই। বাজার কমিটির প্রতি উদাত্ত আহবান আপনারা সার্বিক বিষয়গুলো মনিটরিং করবেন,বাজারে প্রতিটি পয়েন্টে পয়েন্টে ডাস্টবিনের ব্যবস্থা করবেন এবং রিক্সা ও সিএনজি স্ট্যান্ডের বিষয়ে স্থায়ী সমাধান দিবেন।

মনে রাখবেন,দেশের যে পরিবর্তন শিক্ষার্থীদের হাত ধরে এসেছে সেই পরিবর্তন ধরে রাখার দায়িত্ব আমার আপনার সকলের। আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর আধুনিক ছয়ানী গড়ে তোলা সম্ভব।

-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নোয়াখালী, বেগমগঞ্জ, ছয়ানী ইউনিয়ন।

08/08/2024

আজমী ভাইয়ের আয়নাঘরের কাটানো কিছু স্মৃতি । সাম্প্রতিক আয়না ঘর সম্পর্কে লোক মুখে শোনা যাচ্ছে - আসলে এটা কি একটু জানি বিস্তারিত আজমি ভাইয়ের মুখে ।

06/08/2024

আমাদের জাতীয় সংগীত আবার নতুন করে হওয়া চাই.. কোন অমুসলিমের চুরি করা লেখা জাতীয় সংগীত একটি মুসলিম দেশের জাতীয় সংগীত হতে পারে না...

জাতীয় সংগীত হবে কবি মুহিব খানের.. ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদে রক্ত দিয়ে কেনা..

06/08/2024

কাশিমপুর কারাগারে সুব্রত কুমার বালা নামের এক ইসকনের সদস্য নিরপরাধ বন্দী মানুষদেরকে গুলি করতেছে .....

বিস্তারিত কমেন্ট বক্সে

Address

Char Chhayani
Chittagong Division

Alerts

Be the first to know and let us send you an email when Islam Is Powerful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islam Is Powerful:

Share