09/10/2023
ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েব কন্টেন্ট লেখার একটি পদ্ধতি হলো কন্টেন্ট রাইটিং।বর্তমান যুগে কন্টেন্ট ছাড়া ওয়েব অচল।ভিডিও কিংবা টেক্স সবকিছুর সাথে কন্টেন্ট রাইটিং ওতোপ্রোতো ভাবে জড়িত। চাকরি কিংবা ফ্রিল্যান্সিং যে কোন জায়গায় কনটেন্ট রাইটার হিসেবে আয় করা যাচ্ছে খুব সহজে।
কন্টেন্ট :
কনটেন্ট হলো কোন একটি বিষয় সম্পর্কে তথ্য,বিবরণ, বিশ্লেষণ, মতামত বা নির্দেশনা যা কোন মাধ্যমে প্রকাশ করা হয়। একটি কনটেন্টকে চার ভাবে প্রকাশ করা যায়। যথা : ইমেজ, অডিও, ভিডিও এবং রাইটিং।
কনটেন্ট রাইটিং :
যখন কোন নির্দিষ্ট বিষয়কে লিখে প্রকাশ করা হয় তখন তাকে কনটেন্ট রাইটিং বলে।
কনটেন্ট রাইটিং বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন: ১.ব্লগিং,
২.কপিরাইটিং,
৩.সোশ্যাল মিডিয়া রাইটিং,
৪. ইমেইল মার্কেটিং ইত্যাদি।
কনটেন্ট রাইটিং কেন গুরুত্বপূর্ণ :
★একটি ভালো কনটেন্ট লেখার মাধ্যমে সম্ভাব্য টার্গেট অডিয়েন্সের নজর কাড়তে পারবেন।
★সম্ভাব্য টার্গেট অডিয়েন্সের আস্থা অর্জন করতে পারবেন।
★সেলসের সম্ভাবনা বাড়াতে পারবেন।
★পুরানো কাস্টমারদের আস্হা ধরে রাখতে পারবেন।
কনটেন্ট রাইটিং ভালো করার নিয়ম:
১.কন্টেন্ট এর উদ্দেশ্য ঠিক করা।
২.কন্টেন্ট এর বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।
৩.কাদের জন্য কন্টেন্ট লিখছেন সেই বিষয়টি মাথায় রাখা।
৪.কন্টেন্ট এর মূল বিষয়ে স্হির থাকা।
৫.অডিয়েন্সের কাজে আসে এমন কন্টেন্ট লিখা।
৬.কন্টেন্ট এর আউটলাইন কি হবে তা আগে থেকে ঠিক করে রাখা।
৭.কন্টেন্ট এর গঠন পরিষ্কার রাখা।
৮.সহজ ভাষায় কন্টেন্ট লিখা।
৯.নিজস্ব স্টাইল এ লিখা।
১০.নিজের লেখা কন্টেন্ট বারবার পড়া ও এডিট করা।