
01/11/2023
আগামীকাল ০২ নভেম্বর ২০২৩ইং, রোজ- বৃহস্পতিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ,২৮ নং ওয়ার্ড, আমির হোসেন দোভাষ সড়ক ইউনিট এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও ফাতেহা-এ-ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে নিমোক্ত আলেমগন তকরীর ও নাত পরিবেশন করবেন।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আমির হোসেন দোভাষ সড়ক ইউনিট সভাপতি হাজী মোহাম্মদ আব্বাস হোসেন দোভাষ।
স্থান:- আগ্রাবাদ ডেবার দক্ষিন পাড়,বারো কোয়াটার প্রাঙ্গন।
সকলের প্রতি ঈমানী দাওয়াত রইলো।