গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমির হোসেন দোভাষ সড়ক - রশিদ বিল্ডিংশাখা,চট্রগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong Division
  • গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমির হোসেন দোভাষ সড়ক - রশিদ বিল্ডিংশাখা,চট্রগ্রাম

গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমির হোসেন দোভাষ সড়ক - রশিদ বিল্ডিংশাখা,চট্রগ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমির হোসেন দোভাষ সড়ক - রশিদ বিল্ডিংশাখা,চট্রগ্রাম, News & Media Website, Chittagong Division.

আগামীকাল ০২ নভেম্বর ২০২৩ইং, রোজ- বৃহস্পতিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ,২৮ নং ওয়ার্ড, আমির হোসেন দোভাষ সড়ক ইউনিট এর উদ্যোগ...
01/11/2023

আগামীকাল ০২ নভেম্বর ২০২৩ইং, রোজ- বৃহস্পতিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ,২৮ নং ওয়ার্ড, আমির হোসেন দোভাষ সড়ক ইউনিট এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও ফাতেহা-এ-ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে নিমোক্ত আলেমগন তকরীর ও নাত পরিবেশন করবেন।

উক্ত‌ মাহফিলে সভাপতিত্ব করবেন আমির হোসেন দোভাষ সড়ক ইউনিট সভাপতি হাজী মোহাম্মদ আব্বাস হোসেন দোভাষ।
স্থান:- আগ্রাবাদ ডেবার দক্ষিন পাড়,বারো কোয়াটার প্রাঙ্গন।
সকলের প্রতি ঈমানী দাওয়াত রইলো।

24/03/2023

#পর্ব ০১
#দাওয়াতে_খায়র {কল্যাণের প্রতি আহ্বান }
রোযা ইসলামী শরিয়তের পঞ্চ বুনিয়াদের অন্যতম তাৎপর্যপূর্ণ ইবাদত।
#হাদিস_শরিফ: প্রসিদ্ধ সাহাবী-ই রাসূল সাইয়্যেদুনা হযরত সাহল ইবনে সা'দ (রা:) হতে বর্ণিত,তিনি বলেন,রাসূলে আকরাম নূরে মুজাসসাম (ﷺ) এরশাদ করেছেন,বেহেশতে আটটি দরজা রয়েছে। তন্মধ্যে একটির নাম হলো "রাইয়্যান" , যা দ্বারা একমাত্র রোযাদারগণ বেহেশতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে।
[সহীহ বোখারী ও মুসলিম শরীফ]
★রোযাদার এর জন্য দুইটি আনন্দ। ১/ যখন সে ইফতার করে। ২/ পরকালে আল্লাহ পাকের সাথে সাক্ষাত। (আল-হাদিস)।
#সেহেরীর_মূল্যবান_তৌহফা:-
লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যূল কাইয়্যূম কা-ঈমু আলা কুল্লি নাফসিম বিমা কাসাবাত।
#ফযিলত: সেহেরীর সময় সাতবার এ দো'আ পড়বেনঃ রাসূলে করিম (ﷺ) এরশাদ ফরমান,এ দোয়া পাঠদানকারীগনকে আল্লাহ পাক প্রতিটি নক্ষত্র এর বিপরীতে এক হাজার নেকী দান করবেন।সমপরিমাণ গুনাহ ক্ষমা করবেন এবং সমপরিমাণ পদমর্যাদা বৃদ্ধি করবেন।
(আনিসুল ওয়ায়েজিন)
★★ সাহারীর সময় শেষ হবার পূর্বে পানাহা্ বন্ধ করে দিন।আযানের জন্য অপেক্ষা করবেন না।কারণ আযান নামাযের জন্য সাহারীর শেষ সময় নির্ধারনের জন্য নয়।সেহরীর শেষ সময় জানার জন্য রমজানের ইফতার ও সেহরীর সময় সূচী দেখে নিন।
#রোযার_রাতের_নিয়্যত:
#উচ্চারণঃ নাওয়ায়তু আন আসূমা গাদাম মিন শাহরে রমদ্বানাল মুবারকে ফদ্বদাল লাকা এয়া আল্লা-হু ফা তাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামী'উল 'আলীম।

10/10/2022
10/10/2022
আহলে বাইত বিদ্বেষের ধোঁয়া ছেড়ে জামেয়ার দিকে আংগুল তুলে যেসব ভাইরা খারেজিয়্যত শব্দের অপপ্রয়োগে সমূহ ব্যস্ত,তাদের জন্য পীর...
06/10/2022

আহলে বাইত বিদ্বেষের ধোঁয়া ছেড়ে জামেয়ার দিকে আংগুল তুলে যেসব ভাইরা খারেজিয়্যত শব্দের অপপ্রয়োগে সমূহ ব্যস্ত,তাদের জন্য পীর সাবির শাহ্ হুজুর কেবলার তরবিয়াতি উপহার-
পাক পাঞ্জাতনী টুপি।।
***********************************
টুপির ব্যাখ্যাঃ

√ চাঁদঃ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ট,সর্বোৎকৃষ্ট সৃষ্টি হুজুর পুর নূরনবী ﷺ"

★ প্রথম তারকাঃ বেলায়তের মহা সম্রাট মওলা আলী মুশকিল খোশা রাদ্বি.
★ দ্বিতীয় তারকাঃখাতুনে জান্নাত, যাহরায়ে বতুল ফাতিমাতুয্ যাহরাহ্ রাদ্বি.
★ তৃতীয় তারকাঃ নওয়াসায়ে রাসুল ইমাম হাসান আল-মুজতাবা রাদ্বি.
★চতুর্থ তারকাঃ সুলতানে কারবালা ইমামে আলী মক্বাম সৈয়্যেদুশ শোহাদা ইমাম হোসাইন রাদ্বি.
√ বৃত্ত বিস্তমত সরলরেখাঃ দ্বীনের সহজ সরল পথ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর প্রতিক স্বরুপ।

ওহে বন্ধু সকল!
তোহফা কবুল করো....

আলহামদুলিল্লাহ 🥰মুর্শীদ করীমের আগমন ❤️
05/10/2022

আলহামদুলিল্লাহ 🥰
মুর্শীদ করীমের আগমন ❤️

গাউসিয়া কমিটি বাংলাদেশ,২৮ নং ওয়ার্ড, আমির হোসেন দোভাষ সড়ক ইউনিট এর সম্মানিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক Mohammed ImRan...
01/10/2022

গাউসিয়া কমিটি বাংলাদেশ,২৮ নং ওয়ার্ড, আমির হোসেন দোভাষ সড়ক ইউনিট এর সম্মানিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক Mohammed ImRan এর বড় বোনের বিয়েতে ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছা বিনিময়।

মহান আল্লাহ পাক যেন উনাদের দাম্পত্য জীবন সুখীময় করে।

সফল হোক
24/09/2022

সফল হোক

★আসুন জেনে নিই আখেরি চাহার সোম্বা কি এবং কেন?আগামীকাল  পবিত্র আখেরি চাহার সোম্বা অর্থাৎ চন্দ্র মাস সফরের শেষ বুধবার।এ দি...
20/09/2022

★আসুন জেনে নিই আখেরি চাহার সোম্বা কি এবং কেন?

আগামীকাল পবিত্র আখেরি চাহার সোম্বা অর্থাৎ চন্দ্র মাস সফরের শেষ বুধবার।
এ দিনে মহানবী [ﷺ] জ্বরমুক্ত হয়ে সর্বশেষ গোসল করেন। গোসল শেষে প্রিয় নাতিদ্বয় হযরত ইমাম হাসান (রাঃ) হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং মা ফাতেমা (রাঃ আনহা) কে ডেকে এনে তাদের সাথে সকালের
নাস্তা করেন। হযরত বেলাল (রাঃ) এবং সুফফাবাসীগণ বিদ্যুৎবেগে এই সুসংবাদ মদিনার ঘরে ঘরে ছড়িয়ে দেন। এ সুসংবাদে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ খেলে যায়। তারা বাঁধভাঙ্গা স্রোতের ন্যায় দলে দলে এসে হুজুর [ﷺ] কে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেন। হুজুর [ﷺ] -এর রোগমুক্তিতে সাহাবায়ে কেরাম এতটাই খুশী হয়েছিলেন যে, হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) তৎকালীন সময়ে ৫ হাজার দিরহাম গরীবদের মধ্যে বিলি করে দিয়েছিলেন। হযরত
ওমর (রাঃ) দান করেন ৭ হাজার দিরহাম। হযরত ওসমান (রাঃ) দান করেছিলেন ১০
হাজার দিরহাম ও হযরত আলী (রাঃ) দান
করেছিলেন ৩ হাজার দিরহাম। ধনী ব্যবসায়ী হযরত আবদুর রহমান (রাঃ) ইবনে আউফ (রা.) ১০০ উট আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। রাসূল [ﷺ] এর সামান্য
আরামবোধের কারণে সাহাবীগণ কিভাবে জান-মাল উৎসর্গ করতেন এটাই তার সামান্য নমুনা, সুবহানআল্লাহ। রাসূল [ﷺ] এর রোগমুক্তির দিবস
আখেরি চাহার সোম্বার দিনকে স্মরণীয়
করে রাখতে পারস্যসহ এশিয়ার পাক-ভারত
উপমহাদেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ
দিনটি পালন করা হয়। যারা এ দিবস
পালনকে বিদ’আত বলে অপ-প্রচার
করে তারা এ ঘটনাকে মুসলমানদের হৃদয়
থেকে মুছে ফেলার জন্যই তা করে।
সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান
নিয়ে ইমান হারা হচ্ছে। অথচ পবিত্র
কোরআনে পূর্ববর্তী অনেক ঘটনার
বর্ণনা রয়েছে মানুষকে স্মরণ ও সতর্ক
করে দেয়ার জন্য। ফেরাউনের ঘটনা, হযরত
ইব্রাহীম (আ.) অগ্নিকুন্ডে নিক্ষেপের
এবং মুক্তির ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত
বহু অতীত ঘটনারই অংশ। কোরআনের এসব
অতীত ঘটনা স্মরণ করে মানুষ হেদায়েতের
আলো লাভ করে। আখেরি চাহার সোম্বা’র
দিনে অর্থাৎ আরবি সফর মাসের শেষ
বুধবারে গোসল শেষে শোকর গোজার
হিসেবে দু’রাকাত নফল নামাজ আদায়
শেষে রোগ থেকে শেফার দোয়া ও দান-
খয়রাত হচ্ছে বুজুর্গানে দ্বীনের আমল।
আখেরি চাহার সোম্বার দিনে বিভিন্ন
দরবার, মাজার, খানকায় ওয়াজ-নসিহত,
জিকির-আজকার, মিলাদ, দোয়া ও
মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিনে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী ছুটি থাকে।

18/09/2022

#সকলের_নিটক_দোয়ার_আর্জি

গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমির হোসেন দোভাষ সড়ক ইউনিট এর অত্যন্ত বিনয়ী সাধারণ সম্পাদক Samsul Islam Abid ভাইয়ের বাবা প্রবাসে ভীষন অসুস্থ, উনি যাতে দেশে সহি- সালামতে আমাদের কাছে ফিরে আসতে পারে, সকলে দোয়া করবেন।
মহান আল্লাহ পাক হুজুর কেবলার গোলামির উচিলায় উনাকে সুস্থতা দান করুক। আ-মীন

অদ্যকার আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমির হোসেন দোভাষ সড়ক শাখার সভা আজ ২নং গলি নিবাসী মুহাম্মদ নাসিম সিকদার এর বাস ভবন...
18/09/2022

অদ্যকার আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমির হোসেন দোভাষ সড়ক শাখার সভা আজ ২নং গলি নিবাসী মুহাম্মদ নাসিম সিকদার এর বাস ভবনে বাদে এশা অনুষ্টিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতি হাজ্বী আব্বাস হোসেন দোভাষ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল ইসলাম আবিদ এবং সভায় বক্তব্য রাখেন শাখার অন্যান্য নেত্রী বৃন্দ
আলোচ্য বিষয়
১/পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে মহানগর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত র‍্যালীতে জমায়েত সহকারে যোগদান।
২/এলাকার সাজ্ব সজ্জা ব্যনার পোষ্টার পতাকা লাগানো
৩/ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) এ ১২ই রবিউল আউয়াল জুলুসে যোগদান
৪/সাংগঠনিক আলোচনা
৫/বিবিধ

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমির হোসেন দোভাষ সড়ক - রশিদ বিল্ডিংশাখা,চট্রগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share