Cox’s Bazar Chronicle

Cox’s Bazar Chronicle "Local & World Wide News Documentation "

10/05/2025

অপারেশন" বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান।

゚viralシ

10/05/2025

পাকিস্তানের হাম*লায় আ*তঙ্কে ভারতবাসী

09/05/2025

হিরোশিমা। Documentary |

08/05/2025

যেভাবে ভারতের সা*মরিক হেলিকপ্টার ধ্বং**স করল পাকিস্তান!

゚viralシ ゚

08/05/2025

দিগন্ত ও ইসলামিক টিভির সাহসিকতায় আমরা সেদিনের ঘটনার ফুটেজ দেখতে পেরেছিলাম।
*সাংবাদিকদের প্রতি রইল কৃতজ্ঞতা ও শ্রদ্ধা

নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের পর প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই  বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা এক থেকে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়...
07/05/2025

নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের পর প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা এক থেকে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।
আশেপাশের মানুষ ও জীবজন্তু তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায়।
বাড়িঘর, গাছপালা, যানবাহন, যা কিছু দাহ্য সব জ্বলে ওঠে বা গলে যায়।

শকওয়েভ (Shockwave)
প্রচণ্ড শব্দ ও চাপে কংক্রিটের বাড়ি পর্যন্ত ধসে পড়ে।
বিস্ফোরণস্থলের কাছাকাছি মানুষদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

তেজস্ক্রিয়তা (Radiation):
গামা রে এবং নিউট্রনের প্রবাহ তাৎক্ষণিকভাবে আশেপাশের সব জীবকে মরণব্যাধিতে আক্রান্ত করে।
Radiation sickness দেখা দেয়: বমি, রক্তপাত, শরীরের কোষ ধ্বংস, কিছুক্ষণের মধ্যেই মৃত্যু।

নিউক্লিয়ার ফায়ারবল ও মাশরুম ক্লাউড
কয়েক কিলোমিটার উচ্চতায় মাশরুম আকারে ধোঁয়া ও ধ্বংসাবশেষের স্তম্ভ সৃষ্টি হয়। দূর থেকে দেখা যায়—এক ভয়াল মেঘের পাহাড় উঠছে আকাশে।

তেজস্ক্রিয়তা বিস্তার ও দীর্ঘস্থায়ী রোগ
Chernobyl ও Hiroshima–Nagasaki-এর মতো স্থানে দেখা গেছে, বহু বছর পরেও মানুষ ক্যান্সার, জন্মগত ত্রুটি ও অন্যান্য জটিল রোগে ভোগে।
তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে ও মাটিতে ছড়িয়ে পড়ে, ফলে ফসল উৎপাদন বন্ধ, পানীয় জল দূষিত, ও পরিবেশ ধ্বংসপ্রাপ্ত হয়।

নিউক্লিয়ার উইন্টার (Nuclear Winter)
অনেকগুলো নিউক্লিয়ার বোমা ব্যবহার হলে (যেমন বিশ্বযুদ্ধের ক্ষেত্রে), বাতাসে ধোঁয়ার স্তর এত বেশি হবে যে সূর্যালোক পৃথিবীতে পৌঁছাবে না।
এর ফলে গ্লোবাল কুলিং, খাদ্য সংকট ও ব্যাপক মৃত্যুর সম্ভাবনা থাকে।

এলাকার মানবশূন্যতা

চেরনোবিল (Chernobyl, 1986)
বিস্ফোরণের পর ৩০ কিলোমিটার এলাকা 'এক্সক্লুশন জোন' হিসেবে ঘোষণা করা হয়। ২০২৫ সালেও এই অঞ্চল মানবশূন্য – গাইডেড ট্যুর ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

প্রকৃতি ধীরে ধীরে ফিরলেও, মানব বসবাস কমপক্ষে ২০০-৩০০ বছর অনিরাপদ।
আধুনিক হাইড্রোজেন বোমা ব্যবহারে
যে এলাকা আঘাতপ্রাপ্ত হবে, তা ৫০০–১০০০ বছর পর্যন্ত মানব বসবাসের অযোগ্য হতে পারে।

মাটি, জল ও বায়ু এত বেশি দূষিত হবে যে সাধারণ কোনো প্রযুক্তিতে সহজে পরিশুদ্ধ করা যাবে না।

নিউক্লিয়ার বোমা একটি তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের মাধ্যম হলেও, তার আসল ভয়াবহতা ধীরে ধীরে প্রকৃতি, মানবসভ্যতা ও ভবিষ্যৎ প্রজন্মকে গ্রাস করে। এটি শুধু একটি অঞ্চল ধ্বংস করে না, বরং পুরো পৃথিবীর পরিবেশ, স্বাস্থ্য ও খাদ্যশৃঙ্খলকে বিপর্যস্ত করে তোলে।

07/05/2025

পার্বত্য চট্টগ্রাম দখল নেওয়ার জন্য পাহাড়ি রোহিঙ্গারা ট্রেনিং দিচ্ছে

02/05/2025

Kolatoli, Cox’s Bazar 💕

Address

Cox’s Bazar Sadar,, Cox’s Bazar
Chittagong Division
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox’s Bazar Chronicle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category