30/10/2025
২৩ মিলিয়ন ভিউজ!!!!
হোমপেইজে একটা ভিডিও আসলো, ক্যাপশন 'সারাবছর পড়াশোনা না করে পরীক্ষা দিতে আসলাম!'
২৩ মিলিয়ন ভিউজ দেখে আমি আগ্রহ নিয়ে ভিডিও টা দেখা শুরু করলাম!
তারপর যা দেখলাম বৌদি গো বৌদিইইই! (কোনো এক সিরিয়ালে এইভাবে টান দিতো না এক মহিলা?)
যাই হোক, ছেলেটা কলেজে পড়ে। তার আবার গাড়ি আছে। বোধহয় এইচএসসি এক্সাম দেওয়ার আগে এক্সামের 'প্রিপারেশন' হিসাবে সে তার গাড়ি ওয়াশ করলো, তারপর বসুন্ধরায় গিয়ে 'পেডিকিউর,মেনিকিউর' সহ আর ব্লা ব্লা কিজানি করলো। তারপর খাইলো কারন গাড়ির পাশাপাশি নিজের ও 'সার্ভিস' জরুরী!
তারপর এক্সাম দিতে গেলো গাড়ি নিয়া। হলে ঢুকার আগে সবাই একটু বই টই দেখে,। এই ছেলে হলে ঢুকার আগেও ভিডিও করলো। এইটাই বোধহয় তার 'প্রিপারেশন!' আবার এক্সাম শেষে অনেকের সাথে ছবিও তুললো!
আচ্ছা তার টাকা আছে বা শো অফ করতে মন চাইছে বুঝলাম, আমার জানতে মন চাচ্ছে এই ছেলে কি পাশ করছে? :3