10/10/2025
📌দক্ষিণ শীল পাড়া, রাজা রাস্তার মাথা, কাঞ্চন নগর, ফটিকছড়ি।
দক্ষিণ শীল পাড়া সেবা তরুণ সংঘ
লজ্জাজনক হলেও সত্যি যে লক্ষী পূজার একটা পূজা মন্ডপের ভিডিও চিত্র এইটা। যদিও যেরকম গান বাজনা হচ্ছে মনে হতে পারে কোন প্যাকেজ পোগ্রাম কিংবা অন্য কিছু হচ্ছে।
ধর্ম হচ্ছে শ্রদ্ধা, সম্মান ভক্তি এবং বিশ্বাসের একটি স্থান।
আমরা বর্তমান সময়ে প্রতিটা পাড়াই পাড়াই জাকজমক ভাবে বিভিন্ন পূজা পালন করছি তার মানে এই নয় পূজাকে কেন্দ্র করে আমাদের যার যেমন ইচ্ছে তেমন করব।
ভুলে যাবেন না আপনি ব্যাক্তিগত ভাবে পূজা করতে পারেন নিজ খরচে। তাই বলে ধর্মকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করবেন না।✊
সনাতন ধর্ম হচ্ছে সকল সনাতনীর পবিত্র ধর্ম। তাই ধর্ম নিয়ে এইরকম অশ্লীল নাচ গান করার অধিকার আপনার নাই।✊✊
পূজা মন্ডপের পবিত্রতা এবং মায়ের বিগ্রহের সামনে এইরকম অশ্লীল নাচ গান করার জন্য উক্ত পূজা কমিটি এবং উক্ত কমিটির সভাপতি সেক্রেটারি একমাত্র দায়ী।
এইরকম ধর্ম নিয়ে ফটিকছড়ি যেখানে অশ্লীলতা হবে " #ফটিকছড়ি_ঐক্যবদ্ধ_সনাতনী_যুবসমাজ" সেখানে প্রতিবাদ গড়ে তুলবে ✊✊
ধর্ম নিয়ে নোংরামি চলবে না চলবে না❌ ✊✊
#পূজা #ফটিকছড়ি #সনাতন #হিন্দু @সেরা ফ্যান