মাটির মানুষ

মাটির মানুষ আমি সৌরভ!
কি অবস্থা মাটির মানুষ??
আপনার মন ভালো করবে মাটির মানুষ 🥰😁 রক্তের গ্রুপ ও পজেটিভ

10/10/2025

📌দক্ষিণ শীল পাড়া, রাজা রাস্তার মাথা, কাঞ্চন নগর, ফটিকছড়ি।

দক্ষিণ শীল পাড়া সেবা তরুণ সংঘ

লজ্জাজনক হলেও সত্যি যে লক্ষী পূজার একটা পূজা মন্ডপের ভিডিও চিত্র এইটা। যদিও যেরকম গান বাজনা হচ্ছে মনে হতে পারে কোন প্যাকেজ পোগ্রাম কিংবা অন্য কিছু হচ্ছে।

ধর্ম হচ্ছে শ্রদ্ধা, সম্মান ভক্তি এবং বিশ্বাসের একটি স্থান।

আমরা বর্তমান সময়ে প্রতিটা পাড়াই পাড়াই জাকজমক ভাবে বিভিন্ন পূজা পালন করছি তার মানে এই নয় পূজাকে কেন্দ্র করে আমাদের যার যেমন ইচ্ছে তেমন করব।

ভুলে যাবেন না আপনি ব্যাক্তিগত ভাবে পূজা করতে পারেন নিজ খরচে। তাই বলে ধর্মকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করবেন না।✊
সনাতন ধর্ম হচ্ছে সকল সনাতনীর পবিত্র ধর্ম। তাই ধর্ম নিয়ে এইরকম অশ্লীল নাচ গান করার অধিকার আপনার নাই।✊✊

পূজা মন্ডপের পবিত্রতা এবং মায়ের বিগ্রহের সামনে এইরকম অশ্লীল নাচ গান করার জন্য উক্ত পূজা কমিটি এবং উক্ত কমিটির সভাপতি সেক্রেটারি একমাত্র দায়ী।

এইরকম ধর্ম নিয়ে ফটিকছড়ি যেখানে অশ্লীলতা হবে " #ফটিকছড়ি_ঐক্যবদ্ধ_সনাতনী_যুবসমাজ" সেখানে প্রতিবাদ গড়ে তুলবে ✊✊

ধর্ম নিয়ে নোংরামি চলবে না চলবে না❌ ✊✊

#পূজা #ফটিকছড়ি #সনাতন #হিন্দু @সেরা ফ্যান

09/10/2025

যাদের মন খারাপ এই মূহুর্তে এই ভিডিওটি তাদের জন্য

08/10/2025

শ্রী লোকনাথ সংঘ লেলাং কর্তৃক আয়োজিত শ্রী শ্রী লক্ষী পূজার ১২ বছর পদার্পন উপলক্ষে আমাদের এবারের পুজার আয়োজন সকলের সার্ভিক সহযোগিতায় সফল এবং সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে
ধন্যবাদ সবাইকে 🙏🏻

মাটির মানুষ #লক্ষীপূজা #হিন্দু #সনাতন
@সেরা ফ্যান

01/10/2025

আমাদের শান্তিপ্রিয় ফটিকছড়ি সব সময় ধর্ম প্রিয় এবং ধর্মপ্রাণ ।
দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর বিভিন্ন নির্যাতন নিপীড়ন হয়ে থাকল তার ভিন্ন আমাদের ফটিকছড়ি উপজেলা।

কিন্তু সাম্প্রতিক ফটিকছড়িতে আমাদের সবচেয়ে বড় শারদীয় দূর্গাপূজায় পূজা মন্ডপে দেবী দুর্গার বিগ্ৰহকে নিয়ে খারাপ ভাষায় কটুক্তি এবং অশ্লীল মন্তব্য করা হয়েছে যেইটা খুবই দুঃখজনক ঘটনা 😭

আমরা ফটিকছড়ি সনাতনী সম্প্রদায় চাই এই ঘটনার একটি সুষ্ঠু এবং সঠিক বিচার ব্যবস্থা হোক দ্রুত সময়ের মধ্যে।

ফটিকছড়ি উপজেলা প্রশাসন ইউনি মহোদয় এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ দোষী ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে এর সঠিক বিচার এর দাবি জানাচ্ছি।

আশা করি ফটিকছড়ি প্রশাসন এবং ইউনো মহোদয় এই বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নিবেন এবং দ্রুত সময়ের মধ্যে এর বিচার ব্যবস্থা নিশ্চিত করবেন।

@সেরা ফ্যান

30/09/2025

শুভ শারদীয়া শুভেচ্ছা🌸🙏🏻
আজ মহা অষ্টমী।
📌শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা আশ্রম, ফটিকছড়ি||
এবারের ভাবনার "নারী শক্তি"

28/09/2025

ইন্ডিয়া পাকিস্তান শেষ মুহূর্তে ফাইনাল ম্যাচ থেকে সরাসরি।

26/09/2025

শারদীয়া দূর্গা পূজা একদম সন্নিকটে। সনাতন সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব আমাদের এই শারদীয়া দূর্গা পূজা। এইবার পূজা সুন্দর ভাবে কাটুক এই কামনা করছি।
ধন্যবাদ
মাটির মানুষ @সেরা ফ্যান

20/09/2025

আহা পুজো চলে আসল
রাত পোহালেই শুভ মহালয়া 🧡
মহালয়ার কতদিন পর পূজা শুরু হয়...??

Address

Chittagong Port

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাটির মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category