Akash Rahman

Akash Rahman ����

15/08/2025

"সে যখন বললো, 'ভাইসব।'
অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল।
সে যখন ডাকলো 'ভাইয়েরা আমার।'
ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।"
- আল মাহমুদ

" শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷ "
- নির্মলেন্দু গুণ

বাংলার ধ্রুবতারা || বিনম্র শ্রদ্ধা 🌸🌿

15/08/2025

যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জাগালো ভাষা
আজ রক্ত কমলে গাঁথা
আজ রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয়লক্ষ্মী দেবে তাদেরই গলে…. 🇧🇩

বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমীন

15/08/2025

হরেক রঙের "সব্যসাচী"র ভীড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পরা এক মহান ব্যক্তি তুমি। তোমার ব্যক্তিত্ব, তোমার দূরদর্শীতা, শিশুসুলভ সরলতা, ক্ষমাশীল দৃষ্টি আমাকে মানুষ হতে শিখায়। স্বর্গধামের অনন্ত শান্তির জায়গা থেকে আমাদের উপর কখনোই তোমার আশির্বাদের হাতটা যেন না সরে। বিশ্বাস হারিওনা তুমি, আমরা তোমায় বিশ্বাস করি। বিনম্র শ্রদ্ধা রইলো তোমার জন্য।

তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।

15/08/2025

আমি কোন দল করিনা..
একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না ✊
🫡🇧🇩
Respect 🙏

15/08/2025

সাত কোটি জনতার হে বঙ্গজননী,
রেখেছো বাঙালি, গড়ে মানুষ করোনি
কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে
আমার বাঙালি আজ মানুষ হয়েছে 🌿

15/08/2025
15/08/2025

শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা

১৯৭৫ সালের ১৫ই আগস্ট, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং  বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ...
15/08/2025

১৯৭৫ সালের ১৫ই আগস্ট,
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাজধানী ঢাকার ৩২ নম্বরের বাড়িতে তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বড় ছেলে শেখ কামাল মেঝ ছেলে শেখ জামাল ও সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেল এবং পরিবারের অন্যান্য সদস্য যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ততকালীন একদল সেনা সদস্য নির্বিচারে গুলি করে হত্যা করেছিলেন ।।।তাই বঙ্গবন্ধু ও তার সপরিবারের ৫০তম শাহাদাত বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা 😪😪।।

মাইজভান্ডার দরবার শরিফ ❤️💜
14/08/2025

মাইজভান্ডার দরবার শরিফ ❤️💜

 #জিয়াউল_হক_মাইজভাণ্ডারী  #শাহ্সুফি_সৈয়দ_মোহাম্মদ_হাসান_মাইজভাণ্ডারী  #মাইজভাণ্ডার_দরবার_শরীফ আমি দিবানিশি ডাকি তোমারে।।...
13/08/2025

#জিয়াউল_হক_মাইজভাণ্ডারী #শাহ্সুফি_সৈয়দ_মোহাম্মদ_হাসান_মাইজভাণ্ডারী #মাইজভাণ্ডার_দরবার_শরীফ
আমি দিবানিশি ডাকি তোমারে।।
ভান্ডারী মওলারে।।

ভান্ডারী মওলারে,
রহমান রহিম তুমি, বিপদ বারন স্বামী।
তোমার কমতি কি আছে???
এই অধমের ভাঙ্গা তরী, উদ্ধার করো দয়া করি।।
(তুমি) উদ্ধারিয়ে লওগো দাসেরে।।

ভান্ডারী মওলারে,
ফাজ কুরুনি আরজ কুরু কুম, কোরআনে আছে হুকুম।
হাদিসেতে সাক্ষী দিয়াছে।।
আল্লামা ইকবাল, রুমি, বাগদাদের গুণমণি।।
সর্ব নামে ডাকি তোমারে।।

ভান্ডারী মওলারে,
দয়াল নামটি সদায় স্মরি, কান্দিতেছি পায়ে পড়ি।
তুমি বিনে আর কেবা আছে।।
অন্তিমকালে সম্মুখে চাই, নিও তোমার চরণ দেখায়।।
সুমনের আর ( তুমি বিনে) কে আছে সংসারে।।

রচয়িতাঃ
আবু শাহাদাত মোহাম্মদ সায়েম সুমন
আজীবন সদস্য, মাইজভাণ্ডারী একাডেমী ও মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী।

আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী [ﷺ] ২০২৫ উপলক্ষে  ✨সাজসজ্জার কাজ শুরু ✨♥️জামিয়া আহমদিয়া সুন্নিয়া অনুসারীজামিয়া...
12/08/2025

আলহামদুলিল্লাহ
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী [ﷺ] ২০২৫ উপলক্ষে ✨সাজসজ্জার কাজ শুরু ✨♥️
জামিয়া আহমদিয়া সুন্নিয়া অনুসারী
জামিয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা,ষোল শহর,চট্টগ্রাম।

প্রজাপতি তুমি ছুয়ে দিও তাকে, আমি ফুল ভেবে অনুভব করি যাকে..🖤🌸🦋
17/11/2024

প্রজাপতি তুমি ছুয়ে দিও তাকে, আমি ফুল ভেবে অনুভব করি যাকে..🖤🌸🦋

Address

MA Aziz Road
Chittagong Port
4100

Alerts

Be the first to know and let us send you an email when Akash Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Rahman:

Share