Zillu Rahman 0.3

Zillu Rahman 0.3 ❤️🇧🇩💚

02/11/2025

quran recitation

01/11/2025

সংযুক্ত আরব আমিরাতের ফক্সি স?ন্ত্রা/সী আধাসামরিক বাহনী আরএসএফ সুদানের আল ফাসির শহর ইতিহাসের জঘন্যতম হ/ ত্যা,নির্যা/ত/ ন,ধ/র্ষ/ণ,লু/ ট সহ নির্বিচারে নিরীহ শিশু,বৃদ্ধদের হ/ত্যা চালাচ্ছে।কয়েক লক্ষ মানুষ বাস্তবচ্যুত ঘর বাড়ি ছাড়া।এই স/ন্ত্রা / সীরা শহর টা ঘিরে রেখে ঢুকতে দিচ্ছে না আন্তর্জাতিক সহায়তা।

13/10/2025

আলহামদুলিল্লাহ।
শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের চিন্তা থেকে সরে এসেছে ইন্টেরিম।

এই আর্টখানার সিম্বোলিক রিপ্রেজেন্টেশানে জিওপলিটিক্যাল-থিওপলিটিক্যাল কিছু মাজেজা আলাপে আসা দরকার, কিন্তু আসে নাই।খেয়াল কর...
01/10/2025

এই আর্টখানার সিম্বোলিক রিপ্রেজেন্টেশানে জিওপলিটিক্যাল-থিওপলিটিক্যাল কিছু মাজেজা আলাপে আসা দরকার, কিন্তু আসে নাই।

খেয়াল করেন, পার্বত্য অঞ্চলের রক্ষক হয়ে আসছেন দেবী দূর্গা। চেহারার গড়নে তিনি বাংলাদেশের পাহাড়ী না, উত্তর ভারতীয়, মূলত উত্তরাখন্ড/উত্তর প্রদেশের আর্যবংশীয় উচ্চবর্নের মানুষ। তিনি বধ করতেসেন মহিষাসুর রুপী বাংলাদেশ সেনাবাহিনীকে, হাতের ত্রিশুল দিয়ে। ত্রিশুল বাংলাদেশের পাহাড়ীদের অস্ত্র না, মূলত উত্তর ভারত এবং বিহার, মিথিলা, বাঙ্গালা, তিহার, ভুপাল, নেপালের শক্তিপুজারীদের ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ অস্ত্র।

পেছনে যে সূর্য উঠতেসে, ঐটায় বাংলাদেশের পতাকার সূর্যের লাল নাই, বাংলাদেশের পতাকায় শহীদের রক্তে লাল যে সূর্য আমরা দেখি তা আরো গাঢ় লাল। এই ছবির সূর্য গেরুয়া রঙেরই বেশি কাছাকাছি। সেই গেরুয়া রক্ত বইতেসে দুই পাহাড়ের মাঝখানের উপত্যকায়।

বাংলাদেশের পাহাড়কে অসুর-যবন বাংলাদেশ সেনাবাহিনীর হাত থেকে রক্ষা করতে গেরুয়া সূর্যের শক্তিতে আবির্ভুত হইতেসেন উত্তর ভারতীয় আর্য এথনিসিটির দেবী দুর্গা, হাতে উত্তর ভারতীয় অস্ত্র।
এবং এইখানে কোথাও পাহাড়ের মানুষের কোন উপস্থিতি নাই। তাদের এইজেন্সি জিরো।
আমাদের পাহাড়ীরা কোনকালে বিপদে পড়ে দুর্গাকে ডেকেছে, দীর্ঘ ১০ বছর যাবত পাহাড়ে যাতায়াত করেও এই দৃশ্য দেখার অভিজ্ঞতা আমার হয় নাই।

হইতে পারে এই দুর্গা নিজে নিজেই আসতে চাইতেসেন, পাহাড়কে 'মুক্ত' করতে। অন্তত ঢাকাই লিবারেল লেফটদের ভাবেসাবে তো সেটাই মনে হইতেসে। তাকে মূলত এই আর্টের মাধ্যমে আহবান জানানো হইতেসে।

কি সুন্দর কোন চিন্তা নাই মাথায় চুল নাইপাছু তে কাপড় নাই আরাম করে বসে মোবাইল দেখতেসে।এর মতো টেনশন ফ্রি জীবন দরকার 🥱ছবিটা...
02/08/2025

কি সুন্দর
কোন চিন্তা নাই
মাথায় চুল নাই
পাছু তে কাপড় নাই
আরাম করে বসে মোবাইল দেখতেসে।
এর মতো টেনশন ফ্রি জীবন দরকার 🥱

ছবিটা fb তে পেলাম, খুব ভাল্লাগছে,কিউট বাবু টা ❤️

পুরুষ জলহস্তী কেন নিজ ছেলেকে হ*ত্যা করে? জানলে অবাক হবেনএকবার ভাবুন প্রায় ২৪৩ দিন গর্ভধারণ শেষে একটি জলহস্তী মা জন্ম দেয়...
30/07/2025

পুরুষ জলহস্তী কেন নিজ ছেলেকে হ*ত্যা করে? জানলে অবাক হবেন

একবার ভাবুন প্রায় ২৪৩ দিন গর্ভধারণ শেষে একটি জলহস্তী মা জন্ম দেয় তার সন্তানকে। কিন্তু যদি সন্তানটি ছেলে হয়, তবে শুরু হয় এক নিষ্ঠুর বাস্তবতা। বাবা জলহস্তীই হয়ে ওঠে তার প্রাণনাশের জন্য সবচেয়ে বড় হুমকি!

🔒 মায়ের অশান্তি ও পরিবারের সতর্ক পাহারা:
ছেলে সন্তান জন্মের পর পরিবারজুড়ে তৈরি হয় এক অজানা আতঙ্ক। পিতার আক্রমণ থেকে তাকে রক্ষার জন্য পরিবার তাকে সর্বক্ষণ পাহারা দিয়ে রাখে। কারণ, পিতা সারাক্ষণ খুঁজে ফেরে সুযোগ—নিজ সন্তানকে প্রাণে মেরে ফেলার।

🦛 জলহস্তীর সমাজব্যবস্থা:
ডাঙায় বসবাসকারী প্রাণীদের মধ্যে জলহস্তী আকারে তৃতীয় বৃহত্তম। সাধারণত এক একটি দলে ৬-১০টি সদস্য থাকে, যার মধ্যে মাত্র একজনই পুরুষ, বাকিরা নারী। পুরুষটি পুরো দলের একক শাসক—তার 'রাজত্ব' অক্ষুণ্ণ রাখাই তার প্রধান লক্ষ্য। তাই দল বা হেরেমে আর কোনো পুরুষকে সে সহ্য করতে পারে না।

👦 তাই যদি সন্তান ছেলে হয়...
পুরুষ জলহস্তী ভাবে—এই ছোট ছেলেটিই ভবিষ্যতে তার জন্য রাজনৈতিক হুমকি। একদিন বড় হয়ে সে-ই হয়তো ক্ষমতা কেড়ে নেবে। তাই জন্মের পরপরই সুযোগ পেলেই ছেলেকে হত্যা করে ফেলে। বিশেষ করে, যদি সন্তান বাবার সামনে আত্মসমর্পণ না করে বা বশ্যতা না মানে।

😔 যদি বেঁচে যায়...
যদি মা ও পরিবার সন্তানের জীবন বাঁচাতে সক্ষম হয়, তবে অনেক কষ্টে লুকিয়ে তাকে বড় করতে হয়। তবে এক সময় সেই সন্তান বড় হয়ে বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তখন শুরু হয় পিতা-পুত্রের রক্তক্ষয়ী লড়াই, যার শেষ হয় হয় কারও মৃত্যুতে, নয়তো দল ত্যাগে।

📚 এমন প্রবণতা শুধু জলহস্তীতেই নয়...
প্রকৃতির আরো কিছু প্রাণীর মধ্যেও এমন আচরণ দেখা যায়। তবে জলহস্তীদের মধ্যে এই ছেলেশিশু হত্যার প্রবণতা সবচেয়ে প্রকট।

তথ্যসূত্র:
National Geographic, Why Male Hippos Kill Their Own Offspring, 2017

আমার আতংকের জায়গা টা বুঝছেন?কি জন্য পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ। কারণ সেভেন সিস্টারের সিংহভাগ অধিবাসী খ্রিস্টান। আম্...
29/07/2025

আমার আতংকের জায়গা টা বুঝছেন?
কি জন্য পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ।
কারণ সেভেন সিস্টারের সিংহভাগ অধিবাসী খ্রিস্টান।

আম্রিকা ভ|রতের হয়ে চীনের বিরুদ্ধে প্রক্সি চালায়। যদি খ্রিস্টান রাষ্ট্র হয় সেভেন সিস্টার+মায়ানমার (রাখাইন+চীন প্রদেশ)+পার্বত্য চট্টগ্রাম নিয়ে৷
তাহলে আম্রিকা সরাসরি একটা খ্রিস্টান রাষ্ট্র পাবে চীন মোকাবিলায়।

পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। পার্বত্য চট্টগ্রামে কিছু হলে সেনাবাহিনীর উপর আঘাত আসবে৷ শুধু সেনাবাহিনী না এই দেশের উপর দুর্ভিক্ষ নেমে আসতে পারে।

ট্রাম্প এমনি এমনি বাংলাদেশের উপর শুল্ক বৃদ্ধি করেনি৷ বাংলাদেশ কে পুতুলের মত নাচাতে চায়৷

এই দেশের ম্যাকানিজম কি অন্ধ হয়ে গেলো?
বন্দর হাতছাড়া হয়ে গেলে কি দেশ টিকবে?

এই দেশের অখণ্ডতা নিয়ে কারো টেনশন নেই?
দেশ প্রেমের কথা বলা জামাত-শিবির হঠাৎ ক্যানো এত নীরব হলো?

এই দেশ থেকে পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হয়ে গেলে সেদিন মাটিতে গড়িয়ে আফসোস করলেও কারো লাভ হবে না।

এই দেশের মানুষ যেভাবে নাক ডেকে ঘুমাচ্ছেন।
এই সুখ আর বেশিদিন স্থায়ী হবে না।

শুধুই বোয়িং? নাকি সাথে আয়রন ডোমও সম্ভব? বাংলাদেশ ম্যারিকা থেকে ২৫টি বোয়িং কিনতে চাইছে — দারুণ! কিন্তু প্রশ্ন হলোঃ এই ৭ ব...
29/07/2025

শুধুই বোয়িং? নাকি সাথে আয়রন ডোমও সম্ভব?

বাংলাদেশ ম্যারিকা থেকে ২৫টি বোয়িং কিনতে চাইছে — দারুণ!
কিন্তু প্রশ্ন হলোঃ এই ৭ বিলিয়ন ডলারের পুরোটা কি আমরা শুধু প্লেনের পেছনেই খরচ করবো, নাকি একটু কৌশলী হবো?

আসুন মোটাদাগে হিসাবটা বুঝিঃ
১টা বোয়িং = ২৮০ মিলিয়ন ডলার
২৫টা কিনলে = ৭ বিলিয়ন ডলার
৬-৭টা কিনলে = ১.৭ বিলিয়ন ডলার

তাহলে বাকি ৫.৩ বিলিয়নে কী কী সম্ভব?
১০-১৫টা আয়রন ডোম!
রাডার, মিসাইল, সাইবার সিকিউরিটি!!
এমনকি আধুনিক MALE/HALE ড্রোন!!!

বাংলার আকাশ রাখিবেন মুক্ত? লেকিনঃ
ভারতের আছে এস-৪০০ মিসাইল সিস্টেম
মিয়ানমারের আছে আধুনিক আধুনিক রাডার ও যুদ্ধবিমানের ফ্লিট
আর আমাদের?

ভাবেন একবার, আয়রন ডোম, প্যাট্রিয়ট কিংবা থাড থাকা মানেঃ
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, ফেনী, লালমনিরহাট, রূপপুর পারমাণবিক কেন্দ্র আর পোশাক শিল্পাঞ্চল, সব প্রোটেক্টেড।
একইসাথেঃস্ট্র্যাটেজিক গভীরতা + টেক ট্রান্সফার পাবে বাংলাদেশ।

তাই,
২৫টা বোয়িং প্লেন নয়,
বরং ৬-৭টা বোয়িং প্লেন + আকাশ প্রতিরক্ষা = টেকসই নিরাপত্তা + স্মার্ট ইনভেস্টমেন্ট + গ্লোবাল স্ট্যাটাস

এটাই হোক আমাদের নতুন উন্নয়ন দর্শন।

Address

Chittagong Port

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zillu Rahman 0.3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zillu Rahman 0.3:

Share