Nasir Vai

Nasir Vai ফুরিয়ে যাওয়ার পৃথিবীতে থমকে দাঁড়াই-
থেকে যাওয়ার অজুহাতে।
আমায় তুমি খুঁজে নিও-
হারিয়ে যাওয়ার আগে।

22/07/2025

প্রত্যাহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়েরকে।

আমরা পারি,আমরা পেরেছি...
এবার বাসায় ফিরে যাচ্ছি....

নেক্সট আরেকজনের সাথে দেখা হবে অন্যায় করলে,
সাবাস GenZ

সোর্স কমেন্টে👇

22/07/2025
22/07/2025

গদি ছাড়

22/07/2025

২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা👇

21/07/2025

সুবিধাবাদী
পাছার নিচের চেয়ার সরে যাবে বুঝতে পেরে রাত ৩ টায় নোটিশ দেই পরীক্ষা হবেনা।

21/07/2025

ছাত্ররাই চাইলেই পারে

আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

21/07/2025

ভাই বুকে আই,কালকে আরেকটা খেলা হউক।

21/07/2025

তুরা জুলাই আন্দোলের পাগলা পুলাপাইন। যদি পরীক্ষা হয় পরীক্ষা দিবি,পরীক্ষা শেষে ডিরেক্ট শিক্ষাবোর্ড।

আমিও আছি তুদের সাথে

এই নশ্বর পৃথিবীতেমরে যাওয়া স্বাভাবিকবেঁচে থাকা বিস্ময়🥲মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভী...
21/07/2025

এই নশ্বর পৃথিবীতে
মরে যাওয়া স্বাভাবিক
বেঁচে থাকা বিস্ময়🥲

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রশিক্ষণকালীন বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির আহত ও নিহত হওয়ার ঘটনা সত্যিই হৃদয়বিদারক। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।


#শোকাহত

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

20/07/2025

জেগে থাকলে হাহা রিয়েক্ট দেন।

Address

Chittagong

Telephone

+8801850703717

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasir Vai:

Share