10/11/2025
ছেলেটার পারিশ্রমিকের টাকার জন্য ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছিল আর বারবার অনুরোধ করে বলতেছিল ‘স্যার টাকা টা দেন’ ‘স্যার টাকা টা দেন’। বার বার বলার পরেও ছেলেটাকে টাকা দেয়নি। ছেলেটা ট্রেন থেকে হাত সরিয়ে নিয়ে বললো “আল্লাহ আপনার বিচার করবো, আল্লাহ আপনার কড়া বিচার করবো”। বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো।
এমন একটা দেশে বসবাস করি যেখানে কুলীর সামান্য কিছু টাকা মেরে দেয়- আপনার, আমার মতো নামধারী ভদ্রলোকেরা। যারা খেটে খাওয়া মানুষের ঘাম জড়ানো টাকা মেরে খায়- উপরওয়ালা জানি তাদের কঠিন বিচার করে। আর কিছু বলার নাই।