
27/08/2024
🔰আলহামদু-লিল্লাহ, বন্যার্তদের জন্য ব্যাপকভাবে ত্রাণের কার্যক্রম চলছে। আমরা ৫০০০ পরিবারকে ২ কেজি চিড়া, ১কেজি খেজুর, ১কেজি গুড়, ১ কেজি লবণ, বনরুটি, সেলাইন, বোতলজাত পানি ও মোমবাতি দেওয়ার পরিকল্পনা নিয়েছি
বন্যার্তদের জন্য আরো প্রচুর পরিমাণ ফান্ড দরকার,
মেহেরবানী করে আপনাদের অনুদান পাঠিয়ে পাশে থাকুন।
বন্যা দুর্গতদের জন্য অনুদান পাঠাতে :
♀️বিকাশ পারসোনাল: 01963140954 (সেন্ড মানি অপশন থেকে পাঠাতে হবে।)
♀️নগদ পারসোনাল: 01963140954 (সেন্ড মানি অপশন থেকে পাঠাতে হবে।)
ব্যাংক অ্যাকাউন্ট তথ্যঃ
Dutch-Bangla Bank Ltd.
Acc Name: Al Imran Sarder
Acc No. 1271050244790
Routing -090060289
Barishal Branch
যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)
অনুদান পাঠাতে ক্লিক করুন:
📲বিকাশ পারসোনাল: 01963140954 (সেন্ড মানি অপশন থেকে পাঠাতে হবে।)