20/08/2025
ভালবাসলে মস্তিষ্কের গোটা শহরটা তোমাকেই লিখে দিবো, অন্ধের চোখে আলো যেমন দরকার, তুমি আমার অন্ধ চোখে আলোকিত পৃথিবী হবে। ভালবেসে যদি দেওয়ার মতো কিছু দিতে চাও? তবে বিশ্বাস দিও।
যদি কখনো গড়তে চাও? তবে বুকটা লিখে দিও। বুকের নিজস্ব জমিন দলিল করে দিও। আমি গড়ে দিবো কুড়ে ঘরেও অট্টালিকার সুখ।
যদি আমাকেই চাও? তবে সমস্ত ইগো মাটিচাপা দিয়ে ডাক দিও। যদি কখনো ভাঙতে চাও? তবে অভিমানের সন্ধ্যায় শুষ্ক চুমুতে আমার নীরবতা ভেঙে দিও। কিন্তু আমাকে ভেঙো না। যদি ভালবাসো তবে অজুহাতে কাছে ভিড়ো না।
সব শেষে শুধু একটাই আবদার, কখনো ভালবাসা বাসি এসবের ভীড়ে ছেড়ে যেও না। ভালবাসা ছাড়াও মানুষ বাঁচে। দিব্বি বাচে, তবে ভালবাসা পেয়ে হারানো পর, মনের মরন টের পায় মানুষ, আর মন মরলে মানুষ কেবল দেহেই বাঁচে!