11/05/2025
আজ বিশ্ব মা দিবস
"মা"—এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব ভালোবাসা, ত্যাগ আর নিঃস্বার্থতার প্রতিচ্ছবি। মা কখনো অভিযোগ করেন না, কেবল ভালোবাসেন, আগলে রাখেন, আর নিরবে কাঁদেন আমাদের জন্য।
আজকের এই দিনে আমরা শুধু তাঁকে শুভেচ্ছা জানাই না, বরং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি—যিনি আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, আর চিরন্তন আশ্রয়।
যাদের মা পাশে আছেন, তাদের বলবো—মায়ের সঙ্গে সময় কাটাও, তাঁকে বলো তুমি কতটা ভালোবাসো।
আর যাদের মা নেই, তাদের মনে আজ একটু নরম ব্যথা জাগবে, কিন্তু মনে রেখো—তোমার ভালো মানুষ হয়ে ওঠাটাই মায়ের জন্য সবচেয়ে বড় উপহার।
আজ শুধু একটা দিন নয়, বরং মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর উপলক্ষ।
মা শুধু একটা শব্দ নয়,
মা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুভূতি।
শুভ বিশ্ব মা দিবস!
Writeen By; Faizaan Rifat ✒️