Islamic Life

Islamic Life আসসালামু আলাইকুম।

বুরুজ খলীফার ১৪৯ তলার উপরে- শায়খ আহমাদুল্লাহ এবং শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ 💝সুন্দর একটি মুহুর্ত 😍
27/07/2023

বুরুজ খলীফার ১৪৯ তলার উপরে-
শায়খ আহমাদুল্লাহ এবং শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ 💝
সুন্দর একটি মুহুর্ত 😍

Make dua for 6 things🤲
27/07/2023

Make dua for 6 things🤲

Ya Allah, I'm sorry!🥺I forget you when I laugh and you remember me when I cry 🤍Follow Islamic Life
26/07/2023

Ya Allah, I'm sorry!🥺
I forget you when I laugh and you remember me when I cry 🤍

Follow Islamic Life

Six romantic sunnah with wife❤️
26/07/2023

Six romantic sunnah with wife❤️

26/07/2023

ব্যাক্তিত্ব গঠনের ক্ষেত্রে ❝সূরা হুজুরাত❞ থেকে কয়েকটি উপদেশ—

১. উপহাস করো না। [আয়াত-১১]

২. দোষারোপ করো না।[আয়াত-১১]

৩. মন্দ নামে ডেকো না। [আয়াত-১১]

৪. পশ্চাতে নিন্দা করো না। [আয়াত-১২]

৫. সন্দেহ করা থেকে বিরত থাকো। [আয়াত-১৫]

৬. ধারণা করা থেকে বিরত থাকো। [আয়াত-১২]

৭. গোপনীয় বিষয়ের সন্ধান করো না।[আয়াত-১২]

৮. ফাসিকের কথা যাচাই ব্যতিরেকে বিশ্বাস করো না।[আয়াত-৬]

৯. বিবাদমান দুটি পক্ষের ঝামেলা ন্যায়পন্থায় মীমাংসা করবে।[আয়াত-৯]

১০.সর্বাবস্থায় ইনসাফ করবে।[আয়াত-৮]
বেনামাজির সাথে সম্পর্ক তৈরি করবেনা।

প্রকৃতপক্ষে একজন বিশ্বাসী ব্যক্তির চরিত্র কেমন হওয়া উচিত তা-ই উক্ত সূরার মূল উপজীব্য বিষয়। আশা করা যায় চরিত্র ও ব্যাক্তিত্ব গঠনে পবিত্র কোরআনের উক্ত সূরা আপনাকে দারুণভাবে প্রভাবিত করবে। পড়ার আহ্বান রইল।

সূরা হুজুরাত
অধ্যায় নম্বরঃ৪৯
আয়াত সংখ্যাঃ১৮

~সংগৃহীত

জান্নাতের গুপ্তধনসমূহের একটি হল لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّه[সুনান ইবনু মাজাহ: ৩৮২৫]
25/07/2023

জান্নাতের গুপ্তধনসমূহের একটি হল
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّه
[সুনান ইবনু মাজাহ: ৩৮২৫]

25/07/2023

বাস্তবে ডিপ্রেশন বলে কিছুই নেই। সবটাই শয়তানের ধোকা। আমরা যারা ডিপ্রেশনে ভুগি, প্রত্যেকেই
ইবলিস শয়তান দ্বারা পরিচালিত।

যারা মহান আল্লাহর রহমত থেকে দুরে সরে যায়,
মূলত তারাই ডিপ্রেশনে ভুগে........

খাদিজা (রাঃ) খুব ধনী ঘরের মেয়ে ছিলেন। বিলাসিতার মধ্যেই বড় হওয়াটাই স্বাভাবিক ।

নবিজী (সাঃ) এর ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কুরাইশদের অবরোধ দিলো, তখন
নবিজী (সাঃ) আর খাদিজা (রাঃ) এর গোত্রের শিশুদের আড়াইবছর তীব্র কষ্টে থাকতে হয়েছিলো।

এমনকী খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন তারা।

বিলাল (রা) ছিলেন হাবশী ক্রীতদাস।
ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো, তার গায়ের চর্বি গলে যেতো।

তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তি, রোদের তেজ তাঁর কালিমার তেজের কাছে পরাজিত হতো।

ইমাম ইবনু তাইমিয়্যা রাহিমাহুল্লাহ তাঁর জীবনে আট বছর জেল খেটেছেন। জেলেই মৃত্যু বরন করেছেন।
অথচ তিনি কী বলেছিলেন, জানেন? বলেছিলেন, দুনিয়াতেও একটা জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি।

গান শোনা, মুভি দেখা, মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়েই যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে গান গাওয়া সংগিত শিল্পি, সিনেমার অভিনেতা, সেলিব্রিটি গন বাস্তব জিবনে ডিপ্রেশন থেকে মুক্ত নয় কেন.......?

আল্লাহ্ তাআলা, ইসলাম, ইমান আর ডিপ্রেশন এক অন্তরে একসঙ্গে থাকতে পারে না। যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে, তার মানে আপনার হৃদয়ে আল্লাহ্ নাই, বরং ওখানে শয়তান বাসা বেঁধেছে।

যারা ডিপ্রেশনে পড়ে বা আত্মহত্যা করে,
এরা হয় অজ্ঞেয়বাদী না হয় অবিশ্বাসী।
কোনো মুসলিম যদি ডিপ্রেশনের স্বীকার হন, তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে।

এবার অনেকেই তেড়ে এসে বলবেন_
আমার পরিস্থিতি আপনি বুঝবেন না, আমার ফ্যামিলি প্রবলেম, মানি প্রবলেম, স্ত্রী/স্বামী প্রবলেম.....

আরে ভাই থামেন তো!!

কোন পরিস্থিতির গল্প শোনান আপনি? বউ ভালো না? হযরত লূত (আঃ) এর স্ত্রীও ভালো ছিলো না।
হযরত আছিয়া (আঃ) এর স্বামী ছিলেন কে জানেন? ফেরাউন।
ফেরাউনকে রব না মানার অপরাধে তাঁকে টুকরো করে কেটে গরম তেলের ডোবানো হয়েছিলো।

আরও শুনবেন? চেষ্টা করেও কিছু হচ্ছে না,
তাই ডিপ্রেশন?

হযরত নুহ (আঃ) প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন।

আপনজন কষ্ট দিয়েছে? অপবাদ দিয়েছে?

ইউসুফ (আঃ) এর ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেলো। জুলেখার সাথে ব্যভিচার না করায় উল্টো অপবাদ দিয়ে সাত বছরের জেল দেওয়া হলো!!

এরপরও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনাবেন?

যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদেরকে বলা হলো পথভ্রষ্ট!! এরপরও আপনি আমাকে ডিপ্রেশনের গল্প শোনাবেন?

গান বাজনা বা মুভি, বই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না। ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফেরত আসা। আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট, তোর চেয়ে কষ্টে কেউ নাই, তখন আল্লাহ্ তা'আলা বলছেন_

"কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।"
[সূরা আলাম নাশরাহ (৯৪) : ৫-৬]

তাহলে সমাধান কী.......?
"জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়।"
[১৩:২৮]

আল্লাহ্ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন.....আমিন।

The name "Prophet Muhammad(SAW)" tops the list of the most common names in the world, with nearly 134 million people!😍❤️...
24/07/2023

The name "Prophet Muhammad(SAW)" tops the list of the most common names in the world, with nearly 134 million people!😍❤️🥰

©️

তিনটি ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি আছে।
24/07/2023

তিনটি ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি আছে।

23/07/2023

বদনজর। অসুস্থতা। মৃত্যু।

বদনজর। অশান্তি । বিচ্ছেদ।

বদনজর। অলস হওয়া। বেকার।

বদনজর। লস হওয়া। নিঃস্ব।

বদনজর। ইবাদতে অনীহা। ফাসেক বা মুরতাদ।


বদনজরের হাদীসগুলো যদি আমরা উপলব্ধি না করতে পারি, তবে এ বিষয়ে আমরা কোনভাবেই কনসার্ণ হতে পারব না। এটাকে খুব নরমাল বিষয় মনে হবে। অথচ হাদীসগুলোতে বদনজরকে উপস্থাপন করা হইসে মারাত্মকভাবে।

বদনজর বড় ভয়ংকর বিষয়। প্রতিদিনের সকাল-সন্ধ্যার আমল তাই নিয়ম করে করা চাই। পাশাপাশি কেউ প্রশংসা করলে মা শা আল্লাহ না বললে। লা হাওলা ওয়ালা কু আতা ইল্লাহ বিল্লাহ বলা। প্রতি মাসে অন্তত একবার সেল্ফ রুকইয়া করা।

©

- আলহামদুলিল্লাহ!কক্সবাজারের টেকনাফে মাত্র ১১ মাসে হাফেজা হলো জুবাইদা খানম।📖📖📖
23/07/2023

- আলহামদুলিল্লাহ!

কক্সবাজারের টেকনাফে মাত্র ১১ মাসে হাফেজা হলো জুবাইদা খানম।📖📖📖

- Ya Allah, Forgive me when I complain about my life 💔
23/07/2023

- Ya Allah, Forgive me when I complain about my life 💔

কত মানুষ যে আছে, যার নৌকা নাজাতের তীরে পৌঁছে গিয়েছিল, তারপর যখন সে তীরে নামবে, হঠাৎ প্রবৃত্তির ঢেউ তার উপর আছড়ে পড়ল, সে ...
23/07/2023

কত মানুষ যে আছে, যার নৌকা নাজাতের তীরে পৌঁছে গিয়েছিল, তারপর যখন সে তীরে নামবে, হঠাৎ প্রবৃত্তির ঢেউ তার উপর আছড়ে পড়ল, সে ডুবে গেল।
- ইবন রজব (রাহিমাহুল্লাহ)
[লাত্বায়েফুল মা’আরিফ: পৃ. ৩৪০]
اللهم إنا نسألك حسن الخاتمة

🔰 সম্মুখ প্রশংসা - সম্পর্কিত কিছু হাদীস 🔰[আসুন নিয়্যাত করি, কারও সম্মুখে কখনো আর প্রশংসা করবোনা]মু’আবিয়া (রা.) থেকে বর্ণ...
23/07/2023

🔰 সম্মুখ প্রশংসা - সম্পর্কিত কিছু হাদীস 🔰
[আসুন নিয়্যাত করি, কারও সম্মুখে কখনো আর প্রশংসা করবোনা]

মু’আবিয়া (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তিনি বলেনঃ

‘‘তোমরা একে অপরের প্রশংসা করা থেকে দূরে থাকো। কারণ, সম্মুখ প্রশংসা হচ্ছে কাউকে জবাই করার শামিল’’। [1]

আবু বাকরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: জনৈক ব্যক্তি নবীজি (ﷺ) এর সম্মুখে অন্য জনের প্রশংসা করছিলো। তখন নবীজি (ﷺ) প্রশংসাকারীকে উদ্দেশ্য করে বলেন:

‘‘তুমি ধ্বংস হও! তুমি ওর ঘাড় ভেঙ্গে দিয়েছো। তুমি ওর ঘাড় ভেঙ্গে দিয়েছো। এ কথা রাসূলুল্লাহ (ﷺ) কয়েক বার বলেছেন। তবে যদি তোমাদের কেউ অবশ্যই কারোর প্রশংসা করতে চায় তাহলে সে যেন বলেঃ আমি ধারণা করছি, তবে আল্লাহ্ তা’আলাই ভালো জানেন। আমি তাঁর উপর কারোর পবিত্রতা বর্ণনা করতে চাই না। আমি ধারণা করছি, সে এমন এমন। সে ও ব্যক্তির ব্যাপারে ততটুকুই বলবে যা সে তার ব্যাপারে ভালোভাবেই জানে’’। [2]

হাম্মাম (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি বলেন: একদা জনৈক ব্যক্তি ’উসমান (রা.) এর সম্মুখে তাঁর প্রশংসা করলে মিক্বদাদ (রা.) তার চেহারায় মাটি ছুঁড়ে মারেন এবং বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেন-

‘‘যখন তোমরা প্রশংসাকারীদেরকে দেখবে তখন তোমরা তাদের মুখে মাটি ছুঁড়ে মারবে’’। [3]

রাসূল (ﷺ) কারোর সম্মুখে তার ভূয়সী প্রশংসা করতে এ জন্যই নিষেধ করেছেন যেন তার প্রশংসায় কোন রকম অমূলক বাড়াবাড়ি করা না হয় এবং সেও ব্যক্তিগতভাবে নিজ আত্ম-অহমিকা থেকে বেঁচে থাকতে পারে।

[1] ইবনু মাজাহ: ৩৮১১
[2] বুখারী: ২৬৬২, ৬০৬১ ; মুসলিম: ৩০০০ ; আবু দাউদ: ৪৮০৫ ; ইবনু মাজাহ: ৩৮১২।
[3] মুসলিম: ৩০০২ ; আবু দাউদ: ৪৮০৪ ; ইবনু মাজাহ: ৩৮১০

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে স...
22/07/2023

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পানি পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।
এছাড়া আরো অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এই প্রাণীর।

সুবহানাল্লাহ!

3 Benefits of SURAH AL-MULK❤️
21/07/2023

3 Benefits of SURAH AL-MULK❤️

- 1st Friday of 1445.🕌 😍Ya Allah, bless us with good health, happiness & success throughout this year. 🤲🕋Islamic Life
21/07/2023

- 1st Friday of 1445.🕌 😍
Ya Allah, bless us with good health, happiness & success throughout this year. 🤲🕋

Islamic Life

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category