13/07/2025
আমার লেখাটা দয়া করে ভালো করে পড়ুন তারপর মন্তব্য করুন...
কারবালার মাসে মসজিদের ভিতরে মসজিদের খতিবকে হ #ত্যা #র উদ্দেশ্যে কু #পিয়ে আহত করা এটা কখনো আশেকে রাসুলের শান হতে পারেনা। এটা নিশ্চয়ই এজিদের অনুসারীদের কাজ। কারণ সে এজিদ কেউ হার মানিয়েছে, কারণ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে এজিদ কোন মসজিদের ভিতর হামলা করে নেই, কারবালার ময়দানে নির্মমভাবে শহিদ করেছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আল্লাহ জ #ঙ্গিদের থেকে বাংলাদেশক ও বাংলাদেশের মুসলমানদের হেফাজত করুন, পুলিশের সামনে আসামির স্বীকারোক্তি শুনলাম সে বলছে ঐ খতিব নাকি নবীজি (সাঃ) পিয়ন বলছে তাই তার উপর হামলা করছে। যদি সত্যিকারে পিয়ন বলে থাকে সে অপরাধ করছে সেটা আমি মানি। কারণ কোন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে কোন কথা বলবে সেটা আমরা মানবো না। কিন্তু ওই খতিব যে নবীজিকে পিয়ন বলছে সে কথা আসামি ছাড়া বাকি আর কেউ বলতে শুনি নাই। কোন ব্যক্তি যদি আসামির পক্ষে এসে সাক্ষী দেয় ঐ খতিব নবীজি কে পিয়ন বলছে আমার প্রাণ প্রিয় নবীজিকে পিয়ন বলার কারণে তারও বিচার চাই। কারণ যে কোন আসামি বাঁচার জন্য সেই অনেক মিথ্যা কথা বলতে পারে! আমি চাই এ ঘটনার সঠিক তদন্ত করে যে আসল অপরাধী তার বিচার হোক। বাংলাদেশের প্রচলিত আইন আছে কোন অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। কেও কোন অপরাধ করলে তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়া উত্তম। বাংলাদেশ সরকার কাউকে আইন হাতে তুলে নেওয়ার অধিকার দেয় নাই। কোন ব্যক্তি নবীজিকে কটুক্তি করলে অতীতের ন্যায় আমরা প্রতিবাদ জানাবো ইনশা-আল্লাহ।