ধূমকেতু

ধূমকেতু আসসালামু আলাইকুম,
মহান আল্লাহর সৃষ্টির রহস্য মহাশূন্য, সৌরজগত এবং পৃথিবীর বৈচিত্রতা জানুন এই পেইজে।

03/09/2025

আজব শহর মেসাভার্ডে
#মেসাভার্ডে

12/08/2025

বঙ্গোপসাগর

25/07/2025

The Lost City Of Z
আমাজনের গহীনে হারিয়ে যাওয়া এক রহস্যময় শহর

02/07/2025

সূর্য অস্ত যায় না! এই দেশে দিন চলে টানা ৭৬ দিন!

18/06/2025

অনেকেই হয়তো ভাবছেন,
ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।
--------------------------------------------[
“যখন ইরান ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন হয়তো ৮ টি বা ১০টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায়।

আজ এই ভিডিওতে আমরা এনালাইসিস করবো এর পেছনে দায়ী কোন কোন দেশ,
বা কোন প্রযুক্তিবলে তারা এগুলো ঠেকিয়ে দিচ্ছে সেটি

নাম্বার ১

যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইসফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়,
তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে:
ইরাকে অবস্থানরত আমেরিকান সেনা বাহিনী,

সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান (যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়),

এবং পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো।

নাম্বার ২

যদি ইরানি ক্ষেপণাস্ত্র নাম্বার এক এ আলোচনা করা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়,
তাহলে তাকে থামাতে আসে ইজরায়েলের মিত্র দেশ—জর্ডানের বিমানবাহিনী,

জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি,

এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান।

নাম্বার ৩

এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে ইজরায়েলের আকাশ সীমায় পোঁছালে,
তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

যার প্রথমটির নাম হলো Arrow-3: যা ২০০০ কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।

দ্বিতীয়টি হলো Arrow-2: যদি Arrow -3 ব্যর্থ হয়, তাহলে এই সিস্টেম ১৫০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে।

নাম্বার ৪

এরপর রয়েছে David’s Sling,
যেটি ৩০০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে।

নাম্বার ৫.

সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে,
তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে Iron Dome,
যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে।

এখন প্রশ্ন হতে পারে

পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়?

উত্তর হলো না...

এবং মনে রাখতে হবে, ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে,
কিন্তু এগুলোকে প্রতিহত করতে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল।
যার কারণে ইরানের ক্ষেপাণাস্ত্র সক্ষমতা বিশ্বে সবার চেয়ে উন্নত হলেও তারা ইজরায়েলে হামলা করতে রিতীমতো হিমশিম খাচ্ছে। তার পরেও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে সব বাধা উপেক্ষা করে।

03/06/2025

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
এবং বিশ্বের সর্বোচ্চ মুক্ত-দাঁড়ানো পর্বত কিলিমাঞ্জেরোর আদ্যোপান্ত।

Address

Rampura DC Road
Chittagong
4393

Alerts

Be the first to know and let us send you an email when ধূমকেতু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধূমকেতু:

Share

Category