17/08/2025
কথা বলার ক্ষেত্রে আমি খুবই চুপচাপ একটা মানুষ। আমি প্রয়োজনের বেশি কথা বলিনা, এমন না যে আমার মধ্যে অহংকার আছে বা মিশতে না পারার অক্ষমতা। এমনিই কথা কম বলি। তবে আমি যেখানে কমফোর্টেবল অনুভব করি সেখানে অগণিত কথা বলি। যেকোনো বিষয়ে কথা বলি, হাসাহাসি করি, রোস্ট করি, আবার মাঝেমাঝে মন খারাপ নিয়েও হয়ে যায় অনেক কথা। আমি এমনই।