
04/08/2025
#দুরূদ_শরীফ_পাঠকারীর_ওপর_আল্লাহ_ও_তাঁর
ফেরেস্তাগণও দুরূদ পাঠ করেন.
-----------------------------------------------------
পর্ব-০৩ ✍️সংকলনে- এইচ, এম নাজের হোসাইন
------------------------------------------------------
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা পবিত্র কুরআন মাজীদে ইরশাদ করেন,
هُوَ الَّذِى يُصَلِّى عَلَيْكُمْ وَمَلئِكَتَهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَتِ إِلَى النُّورِ
অর্থাৎ - তিনি এবং তাঁর ফেরেস্তারা তোমাদের ওপর দুরূদ শরীফ পাঠ করেন, যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। (সূরা আহযাব, আয়াত ৪৩)
#শানে নুযুল: হযরত আনাস (রাদ্বিঃ) বলেন, যখন সূরা আহযাবের ৫৬ নং আয়াত -অর্থাৎ
( اِنَّ اللهَ وَمَلئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ )
উচ্চারণ- (ইন্নাল্লাহা ওয়ামালা ইকাতাহু ইউছালুনা আলান নাবিয়্যি) নাযিল হলো তখন হযরত ছিদ্দিকে আকবর রাদ্বিয়াল্লাহু আনহু আরয করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনাকে আল্লাহ তায়ালা কোনো অনুগ্রহ ও মার্যাদা দান করেন তখন আমরা অনুগ্রহপ্রার্থীদেরকেও আপনার মাধ্যমে অনুগ্রহ দান করেন। (সূরা আহযাবের ৪৩ নং আয়াতের ১০৭ নং টীকা) (কানযুল ঈমান)
হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
مَنْ صَلَّى عَلَى وَاحِدَةً صَلَّى اللهُ عَلَيْهِ عَشَرًا
অর্থাৎ- যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তাঁর প্রতি দশবার রহমত বর্ষণ করেন। (তিরমিজি শরীফ, সূত্র- মিশকাত শরীফ-৮৬)
হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিঃ) হতে বর্ণিত । তিনি বলেন,
مَنْ صَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ وَمَلَئِكَتُهُ سَبْعِينَ صَلوة
অর্থাৎ - যে ব্যক্তি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ ও তাঁর ফেরেস্তাগণ তাঁর ওপর সত্তরবার দুরূদ পাঠ করেন অর্থাৎ আল্লাহ তায়ালা তার ওপর রহমত নাযিল করেন এবং ফেরেস্তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। (মিশকাত শরীফ- ৮৭)।