Chishti tv bd

Chishti tv bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chishti tv bd, Media, agrabad, Chittagong.
(3)

এটি শুধু একটি ফেসবুক পেইজ নয়—
এটি সত্য, ভালোবাসা ও আধ্যাত্মিকতার আলো ছড়ানোর একটি ব্যতিক্রমী যাত্রা।

আসুন, জ্ঞানের আলোয় আলোকিত হই।
আসুন, সত্য ও অনুপ্রেরণার সাথে যুক্ত হই।

👉 আজই Follow করুন "Chishti TV BD"
আর থাকুন আমাদের সাথে প্রতিটি অনন্য মুহূর্তে।

হে সৃষ্টিকে সাহায্যকারীদের শিরমণি(রসূল ﷺ)! আপনার উপর দুরূদ ও সালাম (বর্ষিত হোক)
06/11/2025

হে সৃষ্টিকে সাহায্যকারীদের শিরমণি(রসূল ﷺ)! আপনার উপর দুরূদ ও সালাম (বর্ষিত হোক)

06/11/2025

সাহাবায়ে কেরাম সর্বদা নবী করীম ﷺ-এর স্মরণ ও চর্চায় নিয়োজিত থাকতেন!
আলোচক: ড. মুহাম্মদ আনোয়ার হোসাইন

 #দাওয়াত_নামাঃআগামীকাল ০৭/১১/২০২৫ইং রোজ জুমাবার গাউসে যমান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ- (...
06/11/2025

#দাওয়াত_নামাঃ
আগামীকাল ০৭/১১/২০২৫ইং রোজ জুমাবার গাউসে যমান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ- (রাঃ)‘র মাসিক ও’রছ মোবারক।

#স্থানঃ বলুয়ারদিঘি খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া,বলুয়ার দিঘীর পূর্ব পাড়।
#সময়ঃ বা’দে মাগরিব।

Chishti tv bd পরিবেশনায় জুমাবারের নিয়মিত সরাসরি প্রশ্ন অনুষ্ঠান "যুগ জিজ্ঞাসা" সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।
06/11/2025

Chishti tv bd পরিবেশনায় জুমাবারের নিয়মিত সরাসরি প্রশ্ন অনুষ্ঠান "যুগ জিজ্ঞাসা" সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।

 #মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামায পড়ার ফযিলতعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ...
06/11/2025

#মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামায পড়ার ফযিলত

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً، لَا يَفُوتُهُ صَلَاةٌ، كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَ بَرَاءَةٌ مِنَ الْعَذَابِ، وَبَرِئَ مِنَ النِّفَاقِ

হযরত আনাস (رضي الله عنه)নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি আমার মসজিদে ধারাবাহিকভাবে চল্লিশ ওয়াক্ত নামায এমনভাবে পড়বে যেন কোন নামায তাতে ছুটে না যায়, তবে তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি লিপিবদ্ধ করা হয়, আযাব থেকে মুক্তি লিপিবদ্ধ করা হয় এবং নিফাক থেকে মুক্তি লিপিবদ্ধ করা হয়।

➥হাদিসখানা ইমাম আহমদ (رحمة الله) এবং ইমাম তাবরানী (رحمة الله) তার ‘আওসাত’ গ্রন্থে বর্ণনা করেছেন।

ব্যাখ্যা: ইতিপূর্বে মসজিদে নববীতে নামায আদায়ের ফযিলত বর্ণিত হয়েছে। উপরোক্ত হাদিসে মসজিদে নববীতে ধারাবাহিকভাবে চল্লিশ ওয়াক্ত নামায আদায়ের ফযিলত বর্ণিত হয়েছে। এই ফযিলত অর্জন করার জন্য হাজীগণ হজ্ব করার পূর্বে কিংবা পরে মদীনা শরীফে কমপক্ষে ৮দিন অবস্থান করে চল্লিশ ওয়াক্ত নামায মসজিদে নববীতে আদায় করে থাকেন।

হাজীগণ ছাড়াও সাধারণ যিয়ারতকারীগণও এ বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। যিয়ারতকারীগণ কোথাও কোন মুকাদ্দাস নিশান দেখার উদ্দেশ্যে গেলেও নামাযের সময় যেন মসজিদে নববীতে এসে নামায আদায় করেন। এজন্য ফজরের নামাযের পরে অন্যান্য পবিত্র স্থান যিয়ারতের উদ্দেশ্যে যাওয়া উচিত। তখন দীর্ঘসময় পাওয়া যায় এবং যিয়ারত শেষে মসজিদে নববীতে এসে যোহরের নামায জামাতে আদায় করা সহজ হয়।

চল্লিশ সংখ্যার অনেক গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি লাগাতার চল্লিশ দিন যাবত নামায পড়ে সে স্থায়ী নামাযী হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে সংখ্যার গুরুত্ব মুখ্য নয় বরং মূল বিষয়টি হল রাসূলুল্লাহ (ﷺ)বলেছেন বিধায় বিশ্বাস ও ভক্তি নিয়ে আমল করলে বর্ণিত ফযিলত অর্জিত হবে।

চল্লিশ ওয়াক্ত নামায ধারাবাহিকভাবে মসজিদে নববীতে আদায় করলে আল্লাহ তায়ালা ঐ নামাযীকে জাহান্নামের আগুন, অন্যান্য আযাব এবং নিফাক থেকে মুক্ত ও নিরাপদ রাখবেন।

 #মাজমূ'আহ-এ_সালাওয়াতে_রসূল_ﷺ  #পারা_২য়_পৃষ্ঠা_১৪
06/11/2025

#মাজমূ'আহ-এ_সালাওয়াতে_রসূল_ﷺ
#পারা_২য়_পৃষ্ঠা_১৪

05/11/2025

গাউসিয়া কমিটি ফতেয়াবাদ শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় জামে মসজিদ হতে মাহফিল সরাসরি সম্প্রচারিত হচ্ছে--তকরির পেশ করছেন ড. মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন (মা:জি:আ:)
তারিখ:০৫/১১/২০২৫ই

 #মদীনার জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর দোয়া عَنْ اَبِى هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ: كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوّ...
05/11/2025

#মদীনার জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর দোয়া

عَنْ اَبِى هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ: كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرَةِ جَاءُوا بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا أَخَذَهُ قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَأَنَا أدعوكَ للمدينةِ بمثلِ مَا دعَاكَ لمكةَ ومِثْلِهِ مَعَهُ. ثُمَّ قَالَ: يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ فيعطيهِ ذَلِك الثَّمر. رَوَاهُ مُسلم

হযরত আবু হোরায়রা (رضي الله عنه)থেকে বর্ণিত, তিনি বলেন, যখন লোক প্রথম ফসল লাভ করত তা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট নিয়ে আসত। যখন তিনি তা গ্রহণ করতেন তখন বলতেন, হে আল্লাহ! আমাদের ফল-শষ্যে বরকত দাও, আমাদের এ শহরে (মদীনায়) বরকত দাও। আমাদের আড়িতে বরকত দাও, আমাদের সেরিতে বরকত দাও। হে আল্লাহ! ইব্রাহীম (عليه السلام) তোমার বান্দা, তোমার বন্ধু ও তোমার নবী আর আমিও তোমার বান্দা ও নবী। তিনি তোমার নিকট মক্কার জন্য দোয়া করেছেন আর আমি তোমার নিকট মদীনার জন্য দোয়া করছি, যেরূপ দোয়া তিনি তোমার নিকট মক্কার জন্য করেছিলেন। অত:পর আবু হোরায়রা (رضي الله عنه)বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ)নিজ পরিবারের সর্বকনিষ্ট ছেলেকে ডাকতেন এবং ঐ ফল তাকে দান করতেন।

➥মুসলিম শরীফ, সূত্র: মিশকাত শরীফ, পৃ. ২৩৯, হাদিস নং ২৬০১

ব্যাখ্যা: মদীনাবাসীদের ঘরে যখন প্রথম ফসল আসত তখন তারা কিছু ফসল রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট নিয়ে আসত যেন তিনি তা গ্রহণ করে ফসলে বরকত হওয়ার জন্য দোয়া করেন। তিনিও তাদের ফসল গ্রহণ করে আল্লাহর দরবারে মদীনা শরীফের জন্য এবং মদীনা শরীফের ফসলে, আড়ি- সেরিতে বরকত হওয়ার জন্য দোয়া করতেন।

বতর্মানেও এই প্রথা চালু আছে। অনেকেই তাদের ক্ষেত-খামারের উৎপাদিত প্রথম ফসলটি কোন বুযুর্গ হক্কানী-রব্বানী পীর-মাশায়েখ কিংবা আলেমে দ্বীনের খেদমতে নিয়ে আসেন। তারা তা গ্রহণ পূর্বক মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এটা সুন্নাতে রাসূল।

 #উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কাটির হাট মহিলা ডিগ্রী কলেজে আজকের ঈদে মিলাদুন্নবী কনফারেন্স সফল হ...
05/11/2025

#উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কাটির হাট মহিলা ডিগ্রী কলেজে আজকের ঈদে মিলাদুন্নবী কনফারেন্স সফল হোক।

 #মাজমূ'আহ-এ_সালাওয়াতে_রসূল_ﷺ  #পারা_২য়_পৃষ্ঠা_১৩
05/11/2025

#মাজমূ'আহ-এ_সালাওয়াতে_রসূল_ﷺ
#পারা_২য়_পৃষ্ঠা_১৩

04/11/2025

ইসলামের মহান শিক্ষা কতই না সুন্দর। আফ্রিকান কিশোররা মাঠে খেলছিলেন ফুটবল। যখনই কানে আসলো আযানের মধুর শুর তখনই সবকিছু স্টপ। ছুটে চললেন মসজিদ পানে----
🖋️ ড. মুহাম্মদ আনোয়ার হোসাইন

প্রস্তাবিত খানকাহ্ এ কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া, সফিনগর, কাটিরহাট -হাটহাজারী, চট্টগ্রাম।Adv Musaheb Uddin Baktiar
04/11/2025

প্রস্তাবিত খানকাহ্ এ কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া, সফিনগর, কাটিরহাট -হাটহাজারী, চট্টগ্রাম।
Adv Musaheb Uddin Baktiar

Address

Agrabad
Chittagong
8030

Alerts

Be the first to know and let us send you an email when Chishti tv bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category