
18/08/2025
চন্দ্র দ্বিখণ্ডিত করা
❏ হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত,
মক্কাবাসী কাফেররা রাসূল (ﷺ) এর নিকট মুজিযা দেখানাের জন্য দাবী জানালে তিনি তাদেরকে চাঁদ দ্বিখন্ডিত করে দেখালেন।
_____________________________
🔺ইমাম বুখারী (رحمة الله) (২৫৬হি.), সহীহ বুখারী শরীফ, আরবী, পৃ. ৫১৩।
❏ আবু নঈম আতা ও দ্বিহাক থেকে এবং তারা ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন যে, মক্কার মুশরিকরা একদা নবী করিম এর কাছে এসে বলতে লাগল যে, আপনি যদি সত্যি নবী হন তাহলে আমাদের সামনে চাঁদকে এমনভাবে দু’অংশে ভাগ করে দেখান যেন চাঁদের একাংশ আবু কুবাইস পাহাড়ে অপর অংশ কাইকায়ান পাহাড়ে পতিত হয়। আর এ সময় চাঁদ চৌদ্দ তারিখের পূর্ণতা লাভ করেছিল।
অত:পর রাসূল (ﷺ) আল্লাহর দরবারে দোয়া করেন যেন তাদের আকাঙ্খিত মু'জিযা দেখানাের ক্ষমতা দান করেন। এরপর সাথে সাথে চাঁদ দু'টুকরাে হয়ে একটুকরাে আবু কুবাইস পাহাড়ে আর অপর টুকরাে কাইকায়ান পাহাড়ে পতিত হয়। তখন রাসূল (ﷺ) বললেন, তােমরা সাক্ষী থাক। এই মু'জিযা দেখে মক্কার কাফিররা বলতে লাগল যে, এটা যাদু। মুহাম্মদ তােমাদের উপর যাদু করেছে। তােমরা মুসাফিরদের জিজ্ঞেস করাে। যদি তারাও তােমাদের ন্যায় চাঁদকে দু'টুকরাে হতে দেখেছে বলে সাক্ষ্য দেয় তবে সত্যি বলে ধরে নেবে। আর যদি তারা না দেখে তবে তা নিশ্চিত যাদু। অতঃপর বিভিন্ন দিক থেকে আগত মুসাফিরদেরকে জিজ্ঞেস করে এ ব্যাপারে জানতে চাইলে তারা বলল- আমরাও চাঁদ দ্বিখন্ডিত হতে দেখেছি।
_____________________________
🔺 আল্লামা সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড ১ম, পৃ. ২০৯, আব্দুর রহমান জামী (رحمة الله) (৮৯৮হি.), শাওয়াহেদুন নবুয়াত, উর্দু, পৃ. ১০৭। আবু নঈম ইস্পাহানী (رحمة الله) (৪৩০হি.), দালায়েলুন নবুয়ত, উর্দু, নয়াদিল্লী, পৃ. ২৪৪ ও কাযী আয়ায (رحمة الله) (৪৭৬-৫৪৪হি.), শেফা শরীফ, আরবী, মাকতাবাতুস সাফা, কায়রাে, মিশর, খণ্ড ১ম, পৃ. ১৮৬।