Chishti tv bd

  • Home
  • Chishti tv bd

Chishti tv bd "চিশতি টিভি বিডি" একটি ব্যতিক্রম ফেইসবুক পেইজ
পেইজ টি Follow করে সাথে থাকুন
"Chishti TV BD is a unique page.
(2)

Follow the page and stay connected with us!"

চন্দ্র দ্বিখণ্ডিত করা❏  হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত,মক্কাবাসী কাফেররা রাসূল (ﷺ) এর নিকট মুজিযা দেখানাের জন্য দা...
18/08/2025

চন্দ্র দ্বিখণ্ডিত করা

❏ হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত,

মক্কাবাসী কাফেররা রাসূল (ﷺ) এর নিকট মুজিযা দেখানাের জন্য দাবী জানালে তিনি তাদেরকে চাঁদ দ্বিখন্ডিত করে দেখালেন।

_____________________________

🔺ইমাম বুখারী (رحمة الله) (২৫৬হি.), সহীহ বুখারী শরীফ, আরবী, পৃ. ৫১৩।

❏ আবু নঈম আতা ও দ্বিহাক থেকে এবং তারা ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন যে, মক্কার মুশরিকরা একদা নবী করিম এর কাছে এসে বলতে লাগল যে, আপনি যদি সত্যি নবী হন তাহলে আমাদের সামনে চাঁদকে এমনভাবে দু’অংশে ভাগ করে দেখান যেন চাঁদের একাংশ আবু কুবাইস পাহাড়ে অপর অংশ কাইকায়ান পাহাড়ে পতিত হয়। আর এ সময় চাঁদ চৌদ্দ তারিখের পূর্ণতা লাভ করেছিল।

অত:পর রাসূল (ﷺ) আল্লাহর দরবারে দোয়া করেন যেন তাদের আকাঙ্খিত মু'জিযা দেখানাের ক্ষমতা দান করেন। এরপর সাথে সাথে চাঁদ দু'টুকরাে হয়ে একটুকরাে আবু কুবাইস পাহাড়ে আর অপর টুকরাে কাইকায়ান পাহাড়ে পতিত হয়। তখন রাসূল (ﷺ) বললেন, তােমরা সাক্ষী থাক। এই মু'জিযা দেখে মক্কার কাফিররা বলতে লাগল যে, এটা যাদু। মুহাম্মদ তােমাদের উপর যাদু করেছে। তােমরা মুসাফিরদের জিজ্ঞেস করাে। যদি তারাও তােমাদের ন্যায় চাঁদকে দু'টুকরাে হতে দেখেছে বলে সাক্ষ্য দেয় তবে সত্যি বলে ধরে নেবে। আর যদি তারা না দেখে তবে তা নিশ্চিত যাদু। অতঃপর বিভিন্ন দিক থেকে আগত মুসাফিরদেরকে জিজ্ঞেস করে এ ব্যাপারে জানতে চাইলে তারা বলল- আমরাও চাঁদ দ্বিখন্ডিত হতে দেখেছি।

_____________________________

🔺 আল্লামা সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড ১ম, পৃ. ২০৯, আব্দুর রহমান জামী (رحمة الله) (৮৯৮হি.), শাওয়াহেদুন নবুয়াত, উর্দু, পৃ. ১০৭। আবু নঈম ইস্পাহানী (رحمة الله) (৪৩০হি.), দালায়েলুন নবুয়ত, উর্দু, নয়াদিল্লী, পৃ. ২৪৪ ও কাযী আয়ায (رحمة الله) (৪৭৬-৫৪৪হি.), শেফা শরীফ, আরবী, মাকতাবাতুস সাফা, কায়রাে, মিশর, খণ্ড ১ম, পৃ. ১৮৬।

18/08/2025

ইমাম আলা হযরত রহঃ এর বায়াত ও খেলাফত
আলোচক: ড. মুহাম্মদ আনোয়ার হোসাইন

#আলাহযরত
#ইমামআলাহযরত
#আলাহযরতরহ
#আলাহযরতেরবায়াত
#আলাহযরতেরখেলাফত
#আওলিয়াএকরাম
#তাযকেরাতুলআউলিয়া
#ইসলামীইতিহাস
#ইসলামীশিক্ষা
#আহলুসসুন্নাহ












যুগ জিজ্ঞাসা

❝ #অনুরোধ করছি এই দরুদ শরীফ দৈনিক এক পৃষ্ঠা হলেও পড়ুন❞ #রাসূল (ﷺ) এর নূর প্রকাশ প্রসঙ্গেঃপারাঃ০১,  পৃষ্ঠাঃ১২৪পূর্ণ নামঃ...
18/08/2025

❝ #অনুরোধ করছি এই দরুদ শরীফ দৈনিক এক পৃষ্ঠা হলেও পড়ুন❞

#রাসূল (ﷺ) এর নূর প্রকাশ প্রসঙ্গেঃ

পারাঃ০১, পৃষ্ঠাঃ১২৪

পূর্ণ নামঃ মুহায়্যিরুল উকূল ফী বায়ানি আওসাফি আক্বলিল উকূল আল মুসাম্মা বিমাজমুআতি সালাওয়াতির রাসূল (صلى الله عليه واله وسلم)

রচয়িতাঃ শায়খুল মাশায়েখ, ওয়াক্বে'ফে আসরা'রে মা'রেফাত, খাজায়ে খাজেগান, খলীফায়ে শাহে জীলান, মা'আরেফে রব্বানীর ধারক, ইলমে লাদুন্নীর বাহক, খাজা আব্দুর রহমান চৌহরভী রাদিআল্লাহু তাআ'লা আনহু (১৮৪৩-১৯২৩ খ্রিষ্টাব্দ)

এই দরুদ শরীফের অলৌকিকত্বঃ জাগতিক শক্তি দ্বারা যেসব সমস্যার সমাধান হয় না, তা এই দরুদ শরীফের খতমের মাধ্যমে আল্লাহপাকের মহান অনুগ্রহে সমাধান হয়ে যাই। তবে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই যে, যিনি এই দরুদ শরীফ রচনা করেছেন প্রাতিষ্ঠানিক কোনো বিদ্যা শিক্ষা ছাড়া, যিনি মক্তবে একদিনের বেশি যাতায়াত করেননি, তার হাতে এমন অতুলনীয় গ্রন্থ রচিত হওয়ার পর আর অলৌকিকত্ব কি হতে পারে? এ যেন উম্মী নবীর মা কানা ওয়ামা ইয়াকূনূ এর গায়েবী ইলমের দরিয়া হতে ডুব দিয়ে আনা এক অপার্থিব রহস্যের ভান্ডার। আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য এই দুরুদ শরীফ অজিফা হিসেবে প্রতিদিন পাঠ করা অতীব ফলদায়ক। তাছাড়া নিয়মিত তেলাওয়াতের মাধ্যমে নিজে খতম করে আদায় করতে পারলে হজ্জ্বে বায়তুল্লাহ ও জিয়ারতে মদিনা মনোয়ারা শরীফ এর সৌভাগ্য অর্জিত হয়। এমন বাস্তব দৃষ্টান্ত অনেক পীর ভাইয়ের জীবনে দেখা গিয়েছে।

18/08/2025

ইমাম আলা হযরত রহঃ এর শাদী মোবারক ও সহধর্মিণী কেমন গুণবতী ছিলেন
আলোচক: ড. মুহাম্মদ আনোয়ার হোসাইন

#আলাহযরত
#ইমামআলাহযরত
#আলাহযরতরহ
#শাদীমোবারক
#আলাহযরতেরসহধর্মিণী
#গুণবতীনারী
#ইসলামীইতিহাস
#আওলিয়াএকরাম
#তাযকেরাতুলআউলিয়া
#ইসলামিকস্টোরি
#ইসলামীশিক্ষা
#আহলুসসুন্নাহ










যুগ জিজ্ঞাসা

17/08/2025

সরাসরি সম্প্রচারিত হচ্ছে Chishti tv bd পরিবেশনায়

আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহঃ'র জীবন ও দর্শন ভিত্তিক অনুষ্ঠান "জাহানের রেজা পর্ব:০৩"

আলোচনায়: ড.মুহাম্মদ আনোয়ার হোসাইন (মা.জি.আ)
উপস্থাপনায়: মুহাম্মদ আনিসুর রহমান

তারিখ:১৭/০৮/২০২৫ইং

17/08/2025

“রাসূলুল্লাহ ﷺ তো আমাদের সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, আমাদের পরিচয় সবাই মুসলিম। তাহলে কেন আমরা শিয়া, সুন্নি, আহলে হাদিস ইত্যাদি বিভিন্ন দলে বিভক্ত? স
আলোচক: ড. মুহাম্মদ আনোয়ার হোসাইন

#আমরা_মুসলিম
#ইসলামে_বিভক্তি
#শিয়া_সুন্নি
#আহলে_হাদিস
#মাজহাব
#পীর_মুরিদ
#কুরআন_ও_হাদিস
#ইসলামী_প্রশ্নোত্তর


যুগ জিজ্ঞাসা

❏  ইমাম বায়হাকী, খতীবে বাগদাদী এবং ইবনে আসাকের হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন- আমি রাসূল (...
17/08/2025

❏ ইমাম বায়হাকী, খতীবে বাগদাদী এবং ইবনে আসাকের হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন- আমি রাসূল (ﷺ) কে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি আপনার শিশুকালে আলামতে নবুয়ত দেখেই ঈমান এনেছিলাম। আর তা হল- আমি দেখলাম যে, আপনি দোলনায় শুয়ে শুয়ে চাঁদের সাথে কথা বলছিলেন আর আঙ্গুল মােবারক দিয়ে চাঁদের দিকে ইশারা করছিলেন। আপনি যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকে ঝুকে যেতাে। রাসূল (ﷺ) ইরশাদ করেন,

اني كنت احدثه ويحدثی ويلهيني عن البكاء واسمع وجبته حين يسجد تحت العرش.

অর্থাৎ আমি চাঁদের সাথে কথা বলছিলাম আর চাঁদ আমার সাথে কথা বলছিল। চাঁদ আমাকে ক্রন্দন করা থেকে ভূলিয়ে রাখার চেষ্টা করছিল । এমনকি চাঁদ যখন আল্লাহর আরশের নীচে সিজদা করে তখন আমি তার তাসবীহ’র আওয়াজ শুনতে পাই।

_____________________________
আল্লামা সুয়ুতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, পৃ. ৯১।

আজ ১৭/০৮/২০২৫ রোজ রবিবার  রাত ৯টার সময় Chishti tv bd পরিবেশনায় ইমাম আলা হযরত রহঃ এর জীবন ও দর্শন ভিত্তি বিশেষ লাইভ অনু...
17/08/2025

আজ ১৭/০৮/২০২৫ রোজ রবিবার
রাত ৯টার সময়
Chishti tv bd পরিবেশনায় ইমাম আলা হযরত রহঃ এর জীবন ও দর্শন ভিত্তি বিশেষ লাইভ অনুষ্ঠান "জাহানের রেজা পর্ব:০৩ " দেখার আমন্ত্রণ রইলো
আলোচক: ড.মুহাম্মদ আনোয়ার হোসাইন (মা.জি.আ)
উপস্থাপনায়: মুহাম্মদ আনিসুর রহমান

16/08/2025

“ইয়াসিন তোহা তোমার কথা জানি | প্রাণের চেয়ে প্রিয় তুমি জানি | হৃদয়স্পর্শী নাত”যুগ জিজ্ঞাসা




16/08/2025

জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে সংক্ষিপ্ত সাক্ষাৎকার গিয়াসউদ্দিন ক্বাদেরী রেযভী (মা.জি.আ)
যুগ জিজ্ঞাসা





16/08/2025
15/08/2025

গাউসিয়া কমিটি বাংলাদেশ‌ পাহাড়তলী থানার আওতাধীন ঈদগাহ মুন্সিপাড়া শাখা কতৃক আয়োজিত পবিত্র শোহাদায়ে কারবালার মাহফিল
আলোচক: ড.মুহাম্মদ আনোয়ার হোসাইন (মা.জি.আ)
স্থান: মুন্সিপাড়া টেক্সিন ফকির জামে মসজিদ ২৫নং রামপুর ওয়ার্ড ঈদগাহ মুন্সিপাড়া চট্টগ্রাম
তারিখ:১৫/০৮/২০২৫

Address


Alerts

Be the first to know and let us send you an email when Chishti tv bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share