Niloy Bhattacharjee

Niloy Bhattacharjee I am a professional Digital Marketer expert. I have been working successfully for 1 years.

“তোমরা এসেছো ভেঙেছো অন্ধকারতোমরা এসেছো ভয় করি নাকো আরভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা” 🇧🇩❤️
20/02/2024

“তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার
তোমরা এসেছো ভয় করি নাকো আর
ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা” 🇧🇩❤️

31/12/2023

May the New Year bring you peace, love, and happiness.✨💖

🖊️ Blogs are a great way to keep a website updated with fresh content. In addition, blog posts can be the foundation of ...
23/08/2023

🖊️ Blogs are a great way to keep a website updated with fresh content. In addition, blog posts can be the foundation of social media posts to reach customers.

🪄 Blogger is a free blogging platform that provides everything you need to create and launch a blog quickly. You don't even have to pay for domain registration if you're okay with using a blogspot subdomain.

🖋️ Either Blogger or WordPress will provide you with a way to share content with an online audience. They're both free, come with free themes and offer enough storage for most needs.

You can visit my blogspot site click here: 👇👇🏻 https://ventricleblog15.blogspot.com/

✨ সেরা ৯টি মার্কেটিং টুলকিট যা বর্তমান সময়ে  আপনাদের অবশ্যই ব্যবহার করা উচিত ✨1. Notion: আপনার ম্যানেজমেন্ট কন্টেন্ট এবং...
26/04/2023

✨ সেরা ৯টি মার্কেটিং টুলকিট যা বর্তমান সময়ে আপনাদের অবশ্যই ব্যবহার করা উচিত ✨

1. Notion: আপনার ম্যানেজমেন্ট কন্টেন্ট এবং ধারণা।
2. Copy.ai: কপিরাইটিং এর জন্য এটি ব্যবহার করুন।
3. Grammarly: কার্যকর লেখার জন্য ব্যবহার করুন।
4. Canva: আপনার ডিজাইন/লোগো তৈরি করুন।
5. Lookadesign: এটি দিয়ে সেরা লোগো তৈরি করুন।
6. Pfp Maker: আকর্ষিক প্রোফাইল ছবি তৈরি করুন।
7. Mailchimp: ইমেইল মার্কেটিং এর জন্য ব্যবহার করুন।
8. Asana: ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করুন।
9. Trello: প্রজেক্ট এবং ফাইল ট্র্যাক করার জন্য ব্যবহার করুন।

🔰 Follow: Niloy Bhattacharjee 💝

নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে...!!____শুভ নববর্ষ 💐❤️
14/04/2023

নব আনন্দে জাগো আজি
নব রবিকিরণে শুভ্র সুন্দর
প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে...!!

____শুভ নববর্ষ 💐❤️

For a free and independent countryWho gave their livesWe will build golden BangladeshWill keep their standards.In this g...
26/03/2023

For a free and independent country
Who gave their lives
We will build golden Bangladesh
Will keep their standards.

In this golden moment of independence ❤️💚, we respectfully remember the millions of martyrs of the rational war, whose sacrifices we got our freedom, our Bangladesh.

'Happy Independence Day' ❤️🇧🇩

‼️ পোস্ট রিচ নাই, কি করি... ‼️📛 এরকম চিন্তা করে হতাশ হয়ে পোষ্ট করা ছেড়ে দিলেন, তো আপনার স্বপ্নের এখানেই সমাপ্তি।🔳 মানসিক...
09/02/2023

‼️ পোস্ট রিচ নাই, কি করি... ‼️

📛 এরকম চিন্তা করে হতাশ হয়ে পোষ্ট করা ছেড়ে দিলেন, তো আপনার স্বপ্নের এখানেই সমাপ্তি।

🔳 মানসিক ভাবে স্থির থাকাই হলো উদ্যোক্তা হওয়ার বড় গুন। আপনি হতাশ হলে মানসিক ভাবে চাপ আসবে ঠিক, তবে সেটা সামলাতে পারবেন না। রিচ থাক বা না থাক, লাইক কমেন্ট আসুক বা না আসুক, পোষ্ট করা থামাবেন না।

☑️ মনে রাখবেন, পোষ্ট করা মানে সামনে এগিয়ে যাওয়া। আপনি হতাশ হলে এটা বুঝবেন না। পোষ্ট করতে থাকলে এক সময় পরিচিতি বাড়বে। তখন পরিচিতির জন্য মানুষ লাইক কমেন্ট করবে। রিচ বাড়বে অটোমেটিকালি।

☑️ পোস্ট রিচ না হওয়ার বেশ কিছু কারন থাকলেও অন্যতম কারন হচ্ছে - "ভালো মানের কন্টেন্টের অভাব।"

🌅 যে ছবি আপলোড করছেন তা দেখে সহজেই বোঝা যায় তো কি বোঝাতে চাচ্ছেন?

🎬 যে ভিডিও আপলোড করছেন, তা বোরিং না তো? মানুষ পুরোটা দেখবে তো?

📝পোস্টের ক্যাপশন নিউজফিডের হাজারো পোস্টের ভীড়ে চোখে আটকানোর মত তো?

✔️ ভালো মানের লেখা/ছবি/ভিডিও না হলে মানুষ এনগেজড হয় না, ফেসবুকও রিচ কমিয়ে দেয়। তাই প্রথম শর্তই হচ্ছে আপনার কন্টেন্ট ভালো হতে হবে। সেটা ছবি হোক/ভিডিও হোক আর লেখা হোক।

✔️ পোস্টের এতটুকু অংশ পড়ে থাকলে ধরে নেওয়া যায় আপনি পোস্ট রিচ নিয়ে সমস্যায় আছেন, সমাধান দরকার।

🛡️ আর সমাধান হচ্ছে একটায়, ভালো মানের কন্টেন্ট বানানো। 🛡️


🔰 এফিলিয়েট মার্কেটিং 🔰✔️ এফিলিয়েট মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিজিটাল মার্কেটিং সেক্টরে। তাহলে আজকে এই ...
08/02/2023

🔰 এফিলিয়েট মার্কেটিং 🔰

✔️ এফিলিয়েট মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিজিটাল মার্কেটিং সেক্টরে। তাহলে আজকে এই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা নেওয়া যাক।

🔳 আজকের টপিকের থেকে জানতে পারবো এফিলিয়েট মার্কেটিং আসলে কী? কিভাবে কাজ করতে হয়?

✅ নিজের কোন পণ্য বা সার্ভিস নয় বরং অন্য কোন প্রতিষ্ঠানের প্রডাক্ট বা সার্ভিস সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, ইত্যাদি) বা অনলাইনের মাধ্যমে প্রোমোট করাকে বলা হয় এফিলিয়েট মার্কেটিং।

🔳 সহজ ভাষায় বুঝালে মূলত এফিলিয়েট বলতে ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট বা এফিলিয়েট লিংক এর মাধ্যমে প্রোমোট করাকে বুঝায়। যখনি সেই প্রোমোট করা জিনিসটি আপনার দেয়া লিংকের মাধ্যমে গিয়ে লোকেরা কিনবেন বা প্রোমোট করা লিংকের মাধ্যমে প্রডাক্ট এর official ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো product কিনবেন, তখন আপনাকে সেই প্রোডাক্টটি বিক্রি করানোর জন্য কিছু কমিশন বা অর্থ দেয়া হয়।

✅ এফিলিয়েট মার্কেটিং দুইভাবে করা যায় :
(১) কোন প্রতিষ্ঠানের প্রডাক্ট বা সার্ভিস প্রোমোট করে,
(২) যারা প্রোমোট করেছে তাদের সার্ভিস দিয়ে।

▪️লোকাল মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনারা Daraz, 10 minutes school, Foodpanda ইত্যাদি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবেন।

▪️আর, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গেলে প্রয়োজন একটা নিজের ওয়েবসাইট, নিজের কনটেন্ট রাইটিং সম্পর্কে এ ভালো ধারণা রাখা ইত্যাদি। মনে রাখবেন, ধৈর্য রাখতে পারলে সফলতা অবশ্যই আসবে।


06/02/2023

“Success is peace of mind, which is a direct result of self-satisfaction in knowing you made the effort to become the best of which you are capable.” —John Wooden


🛡️ "Every great design begins with an even better story." -- Lorinda Mamo 🛡️☑️ Digital Marketing এর অন্যতম গুরুত্বপূর্ণ ...
04/02/2023

🛡️ "Every great design begins with an even better story." -- Lorinda Mamo 🛡️

☑️ Digital Marketing এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ ক্যানভা ডিজাইন। লেভেল-১, ডিজিটাল মার্কেটিং এর ক্যানভা ডিজাইন ক্লাস শেষে বেশ কয়েকটি বাড়ির কাজের মধ্যে অন্যতম একটি কাজ ছিল লোগো ডিজাইন করার।

☑️ সুন্দর ভাবে ও খুব সহজে Canva তে লোগো ডিজাইন করা গেলেও আমি রীতিমতো চেষ্টা করে ছিলাম Canva এর পাশাপাশি PixelLab App এর কাজ শিখতে এবং সেখানেও কিছু লোগো বানাতে।

☑️ আর তাই ২টি App-এ চেষ্টার কিছু অংশ এই ডিজাইন গুলো। ১টি লোগো বানাতে গিয়ে ১০টি বানিয়েছিলাম কারণ পরিশ্রম আর চেষ্টা করলেই কোনো কিছুর উপর আয়ত্ত করা যায়। নিজের উপর এভাবে বিশ্বাস রাখতে পারলে কোনো একসময় এই ক্ষুদ্র চেষ্টা কোন বৃহৎ সুযোগে রুপান্তরিত হবে।

🛡️ Canva Design 🛡️🔳 আজকের টপিক থেকে জানবেন ক্যানভা কী? ক্যানভা ডিজাইন দিয়ে কী ফ্রিল্যান্সিং করা সম্ভব? 🔰 বর্তমান সময়ে যা...
03/02/2023

🛡️ Canva Design 🛡️

🔳 আজকের টপিক থেকে জানবেন ক্যানভা কী? ক্যানভা ডিজাইন দিয়ে কী ফ্রিল্যান্সিং করা সম্ভব?

🔰 বর্তমান সময়ে যারা অনলাইন বিজনেস করেন তাদের প্রায়ই ফেসবুকে পোস্ট করার উদ্দেশ্যে ডিজাইনের প্রয়োজন হয়। লোগো, পোস্টার ও ব্যানারের মতো আরো অনেক কিছুর দরকার হয়। কিন্তু সবার পক্ষে এই ডিজাইনগুলো করা সম্ভব হয়ে ওঠে না।

⭕ কিন্তু কেমন হয় যদি আপনি খুব সহজে মোবাইলে দিয়ে আপনার ব্যবসার ডিজাইন খুব সহজে করতে পারেন...❗

আর যেই ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম এর মাধ্যমে এই সকল ডিজাইন করা সম্ভব তাই হলো ক্যানভা।

💠 ক্যানভা কি?

✅ ক্যানভা হলো এমন একটি গ্রাফিক্স ডিজাইনিং প্ল্যাটফর্ম, যেখানে খুব সহজে ডিজাইন তৈরি করা যায় কম সময়ের মধ্যে। এই প্ল্যাটফর্মে খুব সহজে ডিজাইন তৈরি এবং নিজের ইচ্ছে মতো ডিজাইন কাস্টমাইজড করার সুবিধা রয়েছে। আরও অনেক সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে কোন ফাইল আপলোড করে ও ডিজাইন করা। অ্যাপটিতে ব্যবহারকারীদের ব্যবহারের জন্য রয়েছে ফ্রি টেমপ্লেট।

💠 ক্যানভা দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব?

✅ ক্যানভা হলো ডিজাইনিং জগতের খুবই গুরুত্বপূর্ন একটি প্ল্যাটফর্ম। গ্রাফিক্স ডিজাইনিং এর বেশ কিছু কাজ সহজে করা যায় ক্যানভার মাধ্যমে। ক্যানভা ব্যবহার করে অতি সহজেই দারুণ কিছু কাজ করতে পারেন। যেগুলোকে ব্যবহার করে আপনি সহজেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। কেননা আজকের দিনে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাফিক্সের প্রচুর কাজ হয়। আপনি ক্যানভা দিয়ে যা-যা বানাতে পারবেন :-

▪️ Poster

▪️ Digital Art

▪️ Wallpaper

▪️ CV/Resume

▪️ Short Video

▪️ Blog Banner

▪️ Business Card

▪️ Youtube Thumbnail & Etc.


🔰 page Optimization 🔲 আজকের টপিক হলো page Optimization নিয়ে। এখন নিশ্চয় প্রশ্ন থাকতে পারে, ফেসবুক পেইজ...
02/02/2023

🔰 page Optimization

🔲 আজকের টপিক হলো page Optimization নিয়ে। এখন নিশ্চয় প্রশ্ন থাকতে পারে, ফেসবুক পেইজ অপ্টিমাইজেশন কী/কেন প্রয়োজন/প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ কীভাবে করতে হয়❓

🔳 ফেসবুক পেইজ অপ্টিমাইজেশনের মাধ্যমে মূলত আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সঠিকভাবে কাস্টমারদের জন্যে তুলে ধরতে পারবেন। একটি গোছালো পেইজ অবশ্যই একটি অগোছালো পেইজ থেকে হাজার গুনে ভালো।

🔘 প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ বলতে বোঝায়, ফেসবুক পেইজের সকল তথ্য, প্রয়োজনীয় কমিউনিকেশন, এবং বেসিক সেটাপ যেমন মেসেঞ্জার, অটো রেসপন্স ঠিক আছে কিনা তা নিশ্চিত করা। পেইজের সঠিক বিবরণ থাকা,ফেসবুকের নির্দিষ্ট সাইজ অনুযায়ী প্রোফাইল পিকচার, কভার ফটো, স্টোরি কভার ফটো, স্টোরি কন্টেন্ট, পেজ টেমপ্লেট মডিফিকেশন , পেজ ট্যাব রিএরেঞ্জমেন্ট, পেজ এর এবাউট সেকশন এর সকল তথ্য পূরণ।

🔳 আগে দর্শনধারী পরে গুণ বিচারী। একটি অগোছালো দোকান হতে, শুধু মাত্র ১০/২০ টাকার একটি পণ্য ক্রয় করতেও অনেক ভোক্তা দ্বীধায় থাকেন। কিন্তু একটি গোছানো পরিপাটি দোকান হতে লাখ টাকার পণ্য ক্রয় করতেও দ্বিধাবোধ করে না অনেকে। পেইজে সকল তথ্য সঠিকভাবে দেয়া থাকলে আপনার পেইজের প্রতি অন্যদের ভরসা বৃদ্ধি পাবে। আপনার কভার ফটো, প্রোফাইল পিকচার, পেইজের সেটাপ দেখেই কিন্তু একজন ধারণা করবে আপনার পেইজের সম্পর্কে। সুতরাং বিশ্বাসযোগ্যতা বাড়াতে এর বিকল্প নেই।

🔘 এখন অনেকেই অনলাইনে পণ্য বেচা-কেনার সঙ্গে জড়িত। এত ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে তুলে ধরা খুব সহজ কথা নয়। সঙ্গত কারণে প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ হতে পারে আপনার ব্র্যান্ড বিল্ডিং এর টুল। একটি যথাযথভাবে অপ্টিমাইজড করা পেজ এর ব্র্যান্ডিং একটি সাধারণ পেজ থেকে অবশ্যই ভিন্ন হয়।

⭕ সুতরাং, ফেইজবুক অপটিমাইজেশন করে, আমরা আমাদের 'Business Page Create' করে ইনকাম করতে পারি। সর্বশেষে সবার উদ্দেশ্যে একটি কথা...

"ফেসবুক চালানো যদি হয় আপনার নিত্যদিনের নেশা, তবে সেই নেশাকে বানিয়ে ফেলুন আপনারা উপার্যনের পেশা।"

🔰 Why is facebook profile optimization necessary..?☑️ আজকের টপিক হলো Facebook, Facebook Profile Optimization, Profession...
01/02/2023

🔰 Why is facebook profile optimization necessary..?

☑️ আজকের টপিক হলো Facebook, Facebook Profile Optimization, Professional Facebook ID Set-up নিয়ে লেখন। যার অনেক কিছু অনেকেরই জানা, তবে অনেকের দ্বারা তা মানা হয় না।

✅ সামাজিক যোগাযোগের জনপ্রিয় (Communication) মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করা হয়। আর ফেইসবুক প্রোফাইল হলো নিজের কাজ অনুযায়ী, অর্থ্যাৎ পেশা অনুযায়ী নিজ প্রোফাইলে পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করাকেই 'Facebook Profile Optimization' বলে।

☑️ মনে করি, আপনি একজন ডিজিটাল মার্কেটার। তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করা এবং আপনার ফেইসবুক হতে হবে সেই নিশ (সার্ভিস/কাজের ধরণ) অনুযায়ী সাজানো।

✅ তাই আপনার ফেইসবুকের নাম হতে হবে আপনার নামের সাথে মিল। নিজের ছবি থাকতে হবে, নিজের কাজের উপর ভিত্তি করে কয়েক লাইনের একটি বিবরণী (Bio) থাকতে হবে, নিজের সকল সঠিক তথ্য প্রদান করতে হবে। আপনি যদি, অচেনা পথিক, আকাশ ভরা তারা, ইত্যাদি নাম দিয়ে থাকেন আপনার আইডিতে, তবে সেটি কখনো 'Professional ID' হয়ে উঠবে না।

✔️ Facebook ID কে Professional ভাবে গড়ে তুলতে হলে যা-যা করণীয় তা হলো:-

▪️সার্টিফিকেট নাম অনুযায়ী নিজ আইডি'র নাম রাখা
▪️Username URL যত ছোট রাখা যায় তত'ই সুন্দর
▪️কাজের ধরনের উপর কভার ফটো দেওয়া
▪️FB BIO অল্প কথায় নিজেকে উপস্থাপন করা

🔰 TOOLS MANAGEMENT:✔️ ডিজিটাল মার্কেটিং শুরু করার প্রথম ধাপ কী তা নিয়ে আজকের লেখন...!✅ ডিজিটাল মার্কেটিং এমন এক বিস্তীর্...
31/01/2023

🔰 TOOLS MANAGEMENT:

✔️ ডিজিটাল মার্কেটিং শুরু করার প্রথম ধাপ কী তা নিয়ে আজকের লেখন...!

✅ ডিজিটাল মার্কেটিং এমন এক বিস্তীর্ণ ক্ষেএ, যেখানে আমরা আমাদের ক্যারিয়ারের উন্নতির পক্ষে একটি পরিষ্কার পথ অনুসরণ করতে পারি। বর্তমানে ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব-ভিওিক বিজ্ঞাপন এর পাশাপাশি এসএমএস, অডিও মার্কেটিং চ্যানেল ইত্যাদিও ডিজিটাল যোগাযোগের অন্তর্ভুক্ত। এজন্য বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং অনেক সম্ভাবনাময় ও চ্যালেন্জিং বিষয়।

☑️ ডিজিটাল মার্কেটিং এ বেশ কিছু সেক্টর রয়েছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর যেকোন একটি সেক্টর শিখে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে এই লেখন থেকে জেনে নিন এই ক্যারিয়ারে আপনাকে কী-কী কাজ শিখতে হতে পারে! কথায় আছে না, শিখার কোন বয়স থাকে না, ইচ্ছে-শক্তি থাকলেই নিজেকে দক্ষ বানানো যায়, তেমনি আপনি যত বেশি শিখবেন ততই আপনার দক্ষতা বৃদ্ধি পাবে।

💠 TOOLS MANAGEMENT:

✔️ ডিজিটাল মার্কেটিং এর প্রথম ধাপ হলো "টুল'স ম্যানেজমেন্ট"। বর্তমান সময়ে ডেক্সটপ, ল্যাপটপ অথবা মোবাইল ফোনই হোক না কেন সকল কিছুতে টুল'স ম্যানেজমেন্ট করতে না জানলে আসলে কোন কাজই সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য টুল'স ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি যা-যা শিখতে পারবেন তা হলো:-

▪️Front set-up (Bangla/English)
▪️WinRAR & Zip file (Zip or Unzip)
▪️Browser set-up
▪️History clearance
▪️Private window set-up
▪️LastPass set-up


🔰 কন্টেন্ট রাইটিং মূলত কি? এবং তার বিষয়বস্তু লেখার কিছু উপায়।✅ আজকে এই কন্টেন্ট এর মাধ্যমে আমরা যা-যা জানতে পারবোঃ-১. ক...
10/01/2023

🔰 কন্টেন্ট রাইটিং মূলত কি? এবং তার বিষয়বস্তু লেখার কিছু উপায়।

✅ আজকে এই কন্টেন্ট এর মাধ্যমে আমরা যা-যা জানতে পারবোঃ-
১. কন্টেন্ট রাইটিং কি?
২. কন্টেন্ট রাইটিং কত প্রকার?
৩. কন্টেন্ট রাইটার মূলত কারা?
৪. প্রফেশনাল কন্টেন্ট রাইটার হওয়ার উপায়? এবং সব শেষে থাকছে ভালো কন্টেন্ট করা নিয়ে কিছু টিপস্।

🔰 কন্টেন্ট রাইটিং মানে হলো এমন একটি লেখন যেখানে একাধিক বিষয়ের উপর তথ্য নিজের মতো করে সুন্দর ও সহজ ভাষায় প্রদান করা হয়। এই লেখন গুলো হতে পারে কোন নিদিষ্ট টপিক বা বিষয়ের উপর বিস্তারিত রূপ। যেমনঃ আর্টিকেল, ব্লগ, পার্সোনাল রিভিউ, প্রডাক্ট প্রমোশন্যাল রিভিউ ইত্যাদি।

🔰 কন্টেন্ট বলতে আমরা মূলত চার রকমের বিষয় সম্পর্কে জানতে পারি। যেমনঃ

☑️ Text Content: লেখালেখির মাধ্যমে যে কন্টেন্ট গুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় টেক্সট কন্টেন্ট। যেমনঃ আর্টিকেল, বই, গল্প ইত্যাদি।

☑️ Audio Content: সাধারণত শব্দ উচ্চারণের মাধ্যমে রেকর্ড করা অথবা তৈরি করা কন্টেন্টই হলো অডিও কন্টেন্ট। যেমনঃ রেডিও, অডিও বুক ইত্যাদি।

☑️ Image Content: কোন চিএকর্ম বা ছবি প্রদর্শনের মাধ্যমে কোন তথ্যকে সহজ ভাবে প্রকাশ করাকে ইমেজ কন্টেন্ট বলে। যেমনঃ লগো, টেমপ্লেট ইত্যাদি।

☑️ Video Content: নিজের চিন্তা-ধারাকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা কন্টেন্টকে বলা হয় ভিডিও কন্টেন্ট। যেমনঃ নাটক, ইউটিউব ভিডিও, ওয়েব সিরিজ ইত্যাদি।

🔰 কন্টেন্ট রাইটার হলো মূলত লেখক। যেই ব্যক্তি নিজের জ্ঞান, দক্ষতা, কৌশল, অভিজ্ঞতা ও ধৈর্য্যকে কাজে লাগিয়ে সম্পূর্ণ নিজের মতো করে কিছু লেখেন, সেই ব্যক্তিকেই বলা হয় কন্টেন্ট রাইটার। যেমনঃ যারা ব্লগ বা আর্টিকেল লিখনের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে থাকেন।

🔰 একজন প্রোফেশন্যাল কন্টেন্ট রাইটার হতে গেলে যে সকল বিষয় এর উপর আমাদের দক্ষতা দরকার তা হলোঃ

☑️ ইন্ডাস্ট্রি নির্বাচন (Niche selection): ইন্ডাস্ট্রি মানে হলো এখানে কন্টেন্ট এর বিষয়কে বুঝায়। দক্ষ কন্টেন্ট রাইটার কখনও বিভিন্ন বিষয়ে বা ইন্ডাস্ট্রি নিয়ে লিখে না অথবা কাজ করে না, তারা সেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে যেটা নিয়ে সে খুব ভালো জানে ও তার পাঠকৈ খুব সহজে বুঝাতে পারবে। যেমনঃ মেডিক্যাল সায়েন্স, বিজনেস টিপস, ফুড ব্লগিং, লাইফস্টাইল, স্বাস্থ্য ইত্যাদি।

☑️ কন্টেন্টের বিষয় নিয়ে সঠিক গবেষণা (Research for content ideas): গবেষণা যত বেশি হবে, তত বেশি সুন্দর ভাবে কন্টেন্টটি লেখা যাবে।

☑️ নিজের পাঠককে চিনতে পারা (know your readers): যে বিষয়টি বাছাই করা হবে সে বিষয় সম্পর্কে কোন ধরনের মানুষের পড়ার আগ্রহ রয়েছে, তাদের বয়স, পুরুষ, মহিলা, বাচ্চাদের মধ্যে আগ্রহ ও তাদের পছন্দ, অপছন্দ নিয়ে ধারণা রাখতে হবে।

☑️ সরলতা (Simplicity): সহজ, কমন বাক্য ও সাথে কোন ছবি ব্যবহার করার মাধ্যমে নিজের বুঝাতে চাওয়া বাক্যকে খুব সহজে বোঝানো যায়। এতে পাঠকের পড়তে ভালো না লাগার প্রবণতা কমে যাবে ও কন্টেন্টটি অনেক আকষনীয় হবে।

☑️ বিভিন্ন স্টাইলে লেখন (Try different styles): একজন দক্ষ কন্টেন্টরাইটার একাধিক স্টাইল বা কৌশল ব্যবহার করে তার পাঠকের পছন্দ বুঝতে চেষ্টা করে ও ওটাই নিজের লেখনে প্রকাশ করে।

☑️ রিভিউ (Review): কন্টেন্ট লেখনের পর সেটা রিভিউ নেওয়া, পাঠকের কাছে তা কতটা ভালো লাগছে তা বুঝতে চেষ্টা করা।

☑️ রুটিন নির্ধারন (Set a writing schedule): প্রতিদিন নিদিষ্ট সময়ে কন্টেন্ট লিখা, হতে পারে সপ্তাহে ২ দিন অথবা প্রতিদিন (১-২) ঘন্টা।

⭕ ভালো কন্টেন্ট তৈরি করার কিছু টিপস্ঃ
✔️ একটি নির্দিষ্ট বিষয়ের উপর কন্টেন্ট লিখা।
✔️ যে বিষয়ে কন্টেন্ট লিখবো সে বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানা।
✔️ বিভিন্ন কন্টেন্ট পড়ে একটি সামগ্রিক ধারণা নেওয়া।
✔️ কন্টেন্ট লেখার সময় শব্দ ও বাক্যের গঠনের দিকে খেয়াল রাখে সহজ বাক্য বাছাই করা।
✔️ অন্যের কন্টেন্ট কপি না করে, বরং একাধিক কন্টেন্ট পড়ে ধারণা নিয়ে নিজের লিখা প্রকাশ করা।

🔘 কন্টেন্ট রাইটিং করার জন্য নিজেকে ক্রিয়েটিভ হতে হবে ও নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে।আনন্দদায়ক করে উপস্থাপন করতে হবে এবং সম্পূর্ণ তথ্যবহুল কন্টেন্ট লিখতে হবে।

🔲 আপনার মূল্যবান সময় দিয়ে কন্টেন্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.

27/12/2022

Hello everyone..

Address

Hem Sen Lene, Ashker Dighir Par
Chittagong
4000

Telephone

+8801684566641

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Bhattacharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niloy Bhattacharjee:

Videos

Share