11/06/2024
https://play.google.com/store/apps/details?id=bloodbd.app
আলহামদুলিল্লাহ্! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি Blood BD নামের মোবাইল অ্যাপ্লিকেশনটি আমরা ইতিমধ্যে Google Play Store এ পাব্লিশ করেছি এবং আপনাদের থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। অ্যাপটি ইনস্টল করতে লিংকে ক্লিক করুন অথবা Google Play Store এ গিয়ে সার্চ করুন com.bloodbd.app লিখে।
এই অ্যাপস এর কাজ কি? কেন ইনস্টল করবেন?
✓ এটি মূলত Blood Search Application, আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় রক্তের গ্রুপ খোঁজার জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপ বা স্যোসাইল মিডিয়াতে পোষ্ট করে থাকি, অপেক্ষা করতে হয় কেউ কখন যোগাযোগ করবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিজেই আপনার কাঙ্কিত এরিয়াতে Blood Search করে নিজেই ডোনারের সাথে যোগাযোগ করতে পারবেন।
✓ রেজিস্টারকৃত ইউজারের ডাটা হতেই আমরা ডোনার ডাটা কালেকশন করে থাকি। তাই এটি ব্যবহারের জন্য বর্তমানে রেজিস্টেশন বাধ্যতামূলক করা হয়ছে।
ব্যবহারবিধিঃ
✓ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে অবশ্যই রেজিস্টেশন করতে হবে, রেজিস্টেশনের সময় অবশ্যই ভেলিড মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। অন্যথায়, ওটিপি ছাড়া আপনার রেজিস্টেশন অসম্পূর্ণ রয়ে যাবে।
✓ রক্ত খোঁজার সময় আপনাকে FIND DONOR এ ক্লিক করে আপনার কাঙ্কিত রক্তের গ্রুপ, বিভাগ, জেলা ও এরিয়া সিলেক্ট করে শর্টলিষ্ট করে নিতে পারবেন। এই ক্ষেত্রে যেসকল ডোনার রক্ত দানের ৩মাস পূর্ণ হয়নি সেসকল ডোনারের প্রোফাইল লক অবস্থায় থাকবেন। কেননা তার সাথে যোগাযোগ করে অহেতুক সময় নষ্ট, মিনিমাম ৩মাসের পূর্বে সে ইলিজিবল না।
✓ ব্লাড ডোনেশন করার পরে, আপনাকে অবশ্যই Add Donation করে নিতে হবে, এই ক্ষেত্রে ডাটা ফিল্টার করতে আর ট্রাক রাখতে সিস্টেমের জন্য সহজ হবে। তাছাড়া, ব্লাড দেওয়ার পর ডোনেশন হিস্টোরি এড করলে অটোমেটিক আপনার আইডি পরবর্তী ৩ মাস unavailable থাকবে
✓ আপনি অসুস্থতা বোধ করলে আপনার আইডি প্রোফাইল এ গিয়ে Inactive করে দিতে পারবেন। প্রোফাইল Inactive থাকলে আপনার প্রোফাইল লক হয়ে থাকবে তখন।
✓ শরীর ফিট রাখার কৌশল ও ব্লাড দেওয়ার আগে-পরে কি কি খাওয়া উচিত সেই চার্ট পাবেন।
✓ আপনি স্থান পরিবর্তনের সাথে সাথে চাইলে অ্যাপসেও লোকেশন চেঞ্জ করে নিতে পারবেন।
✓ গুরুত্বপূর্ণ Website link পাবেন।
আপনাদের প্রতি অনুরোধ থাকবে রক্তদান প্রক্রিয়া টা আরো সহজ করার জন্য
Blood BD (বাংলাদেশের পতাকা সম্বলিত একটি লোগো) অ্যাপসটি ইনস্টল করে সঠিক তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করার এবং বন্ধু -বান্ধব, আত্মীয় -স্বজনদের শেয়ার করার জন্য। আপনাদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনুরোধ রইলো,এবং playstore এ অবশ্যই Review /Raiting দিয়েন🙏 যাতে করে এই প্রসেসটিকে আমরা আরো সহজলভ্যও সাহায্যকারী হিসাবে পূর্ণতা দিতে পারি।
Give Blood Save Life
https://play.google.com/store/apps/details?id=rokthersondane.app