Depression-ডিপ্রেশন

Depression-ডিপ্রেশন 🖤

02/11/2024

আব্বা বললে মনে হয়- একটা শিমুল গাছ,
যার ছায়ায় বসে আছি আমরা ক’জন,
যার শাখায় ঝুলে আছে দোলনা জীবন ।

আব্বার পিঠ যেন মরুর ঘোড়ার
মতো ছুটিয়ে নিয়ে শেখায় অতিদূর দৌঁড়ার
শক্তি দিয়ে গড়া কপালে একটি চুম্বন ।

বড় হতে হতে দেখি তার চুল পাকে,
ধীরে বাড়া বয়সে কুঁজো হতে থাকে,
আমাদের মাঝে মাঝে তার কাছে ডাকে-
বলে তার দর্শনে যতদূর ভালো ।

কিতাবে সে খুঁজে পাওয়া কথায় চালালো-
নিজের জীবন, যেন আমরাও চলি,
যার যার ঠিক পথ যেন খুঁজে পাই ।

যেদিন ছেড়ে দূর-দূরান্তে যাই,
জড়িয়ে ছুঁয়ে যাই খুব তাড়াতাড়ি,
কাছে টেনে ধরে যেন সেখানেই বাড়ি ।

18/02/2023

The world is yours to explore.

25/04/2022

Let's watch moon together and forget the World. 🖤🥀

08/04/2022

আব্বু তুঁই হডে?🥴

15/02/2022

আস্তে আস্তে যোগাযোগ কমতে শুরু করে। একটা সময় কমতে কমতে শূন্যের কোঠায় নেমে আসে। হয়তো আপনার মনেই হবে না কেউ একজনের সাথে আপনার আজ কথা হয়নি। একটু খোঁজ নিয়ে দেখেন সে ঠিকই মনে রেখেছে কতো ঘণ্টা, কত সেকেন্ড কথা হয়নি। খেয়াল করলে দেখবেন শুধুমাত্র অবহেলার জন্য কিছু মানুষ আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে না, আপনি দূরে সরে যেতে বাধ্য করছেন। কাছে আসতে চায়, আবার আসতে গিয়ে থেমে যায়। দ্বিধাদ্বন্দ্বে ভোগে।

01/02/2022
🙂
19/01/2022

🙂

বাসা ভাড়া দেওয়া হবে।বিদ্রঃ পরিবারে BTS এর কোনো ফ্যান থাকলে যোগাযোগ করার কোনো দরকার নেই।🙂
19/01/2022

বাসা ভাড়া দেওয়া হবে।

বিদ্রঃ পরিবারে BTS এর কোনো ফ্যান থাকলে যোগাযোগ করার কোনো দরকার নেই।🙂

🌸
21/11/2021

🌸

Sunset ☀
29/07/2021

Sunset ☀

29/07/2021

😅😅

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Depression-ডিপ্রেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share