02/11/2024
আব্বা বললে মনে হয়- একটা শিমুল গাছ,
যার ছায়ায় বসে আছি আমরা ক’জন,
যার শাখায় ঝুলে আছে দোলনা জীবন ।
আব্বার পিঠ যেন মরুর ঘোড়ার
মতো ছুটিয়ে নিয়ে শেখায় অতিদূর দৌঁড়ার
শক্তি দিয়ে গড়া কপালে একটি চুম্বন ।
বড় হতে হতে দেখি তার চুল পাকে,
ধীরে বাড়া বয়সে কুঁজো হতে থাকে,
আমাদের মাঝে মাঝে তার কাছে ডাকে-
বলে তার দর্শনে যতদূর ভালো ।
কিতাবে সে খুঁজে পাওয়া কথায় চালালো-
নিজের জীবন, যেন আমরাও চলি,
যার যার ঠিক পথ যেন খুঁজে পাই ।
যেদিন ছেড়ে দূর-দূরান্তে যাই,
জড়িয়ে ছুঁয়ে যাই খুব তাড়াতাড়ি,
কাছে টেনে ধরে যেন সেখানেই বাড়ি ।