Sitakund Update News 24

Sitakund Update News 24 সীতাকুণ্ডর সর্বশেষ নিউজ আপডেট পেতে স?

26/12/2021
26/07/2021

বেচে থাকতে বাবা-মায়ের প্রতি যত্নশীল হোন, ❤️
—মরে গেলে শুধুই আফসোস! 😭
আল্লাহ সকল বাবাদের ভালো রাখুন।। 🙂

শুভ জন্মদিন, সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত)   সীতাকুণ্ড উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আপনার গ্রহণ যোগ্যতাই প্রম...
03/07/2021

শুভ জন্মদিন, সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সীতাকুণ্ড উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আপনার গ্রহণ যোগ্যতাই প্রমাণ করে আপনি এক জন মানবিক পুলিশ কর্মকর্তা। অতীতের ন্যায় সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন জন্মদিনে এটাই আপনার কাছে প্রত্যাশা, নিরন্তর শুভ কামনা আপনার জন্য। 🙂

18/04/2021

█▒▒▒ সর্বশেষ/Just in ▒▒▒█

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█

হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার।

আলহামদুলিল্লাহ, 🙂মানব কল্যাণ যুব সংঘ এর সহযোগিতায় মুরাদপুর বঙ্গবন্ধু যুব পরিষদ পরিবারের হাতে ফকির হাট নূরানী হাফেজিয়া ম...
14/04/2021

আলহামদুলিল্লাহ, 🙂
মানব কল্যাণ যুব সংঘ এর সহযোগিতায় মুরাদপুর বঙ্গবন্ধু যুব পরিষদ পরিবারের হাতে ফকির হাট নূরানী হাফেজিয়া মাদ্রাসার জন্য একটি ফ্যান উপহার দেওয়া হয়।

এতে বঙ্গবন্ধু যুব পরিষদ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেনঃ

সাধারণ সম্পাদকঃ এস আই সজীব।
প্রতিষ্ঠাতা সদস্যঃ আরশাফুল ইসলাম।
প্রতিষ্ঠাতা সদস্যঃ আব্দুর রহমান লিমন।

মানব কল্যাণ যুব সংঘ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেনঃ

সভাপতিঃ Md Anower Hossin
সাধারণ সম্পাদকঃ Muhammad Mahadi Hasan
দপ্তর সম্পাদকঃ MD Shaidul Islam
সিনিয়র সদস্যঃ H.M. Sabuj Ahmmed

মানব কল্যাণ যুব সংঘ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।।

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রীচট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে খুন...
10/04/2021

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী
চট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে খুন করেছে তার স্ত্রী। নিহতের নাম মো.জয়নাল আবেদীন কালা (৩৭)। শনিবার সকাল ৮টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহামুদাবাদ এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী লিমা আক্তার (২৫) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,বাড়বকুণ্ডের মধ্যম মাহামুদাবাদ (তেলিপাড়া) গ্রামের ইসলামের ছেলে জয়নাল আবেদীন ওরফে কালার স্ত্রীর সাথে পার্শ্ববর্তী শাহাদাৎ হোসেন কাইয়ুম (২৬) নামে এক যুবকের পরকীয়া চলছিল। এ নিয়ে জয়নাল ও তার স্ত্রী লিমার মধ্যে চরম অশান্তি চলছিল। এরই মধ্যে শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির পার্শ্ববর্তী ইরন বাদশার পুকুরে জয়নালের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সকাল ৮টায় দিকে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী লিমাকে আটক করে।
ইউপি সদস্য মো.ইয়াছিন আরাফাত মুন্না বলেন,স্ত্রীকে পরকীয়া থেকে মুক্ত করতে সামাজিকভাবে কয়েকদফা সালিশি বৈঠকের আয়োজন করেন জয়নাল। কিন্তু স্ত্রীকে সেখান থেকে ফেরানো সম্ভব হয়নি। তিনি আরো বলেন, সর্বশেষ শুক্রবার গভীর রাতে স্ত্রী রিমা আক্তার ও তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম মিলে নিজ ঘরে জয়নালকে ঘুমন্ত অবস্থায় ধারালো চুরি দিয়ে পুরুষাঙ্গ কেটে হত্যা করে লাশটি বাড়ির পার্শ্ববর্তী ইরন বাদশার পুকুরের মধ্যে ফেলে দেন।

সীতাকুণ্ড থানার ওসি ( তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে স্ত্রীর পরকীয়ার কারণেই খুন হয়েছেন জয়নাল। তাই স্ত্রী লিমাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের কোনো প্রভাব নেই,কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।হেফাজতে ইসলাম ডাকা সকাল-সন্ধ্যা হরতা...
28/03/2021

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের কোনো প্রভাব নেই,কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।

হেফাজতে ইসলাম ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে যান চলাচল।

আজ রোববার (২৮ মার্চ) সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় বাস-মিনিবাস চলতে দেখা যাচ্ছে। হরতালের কোনো প্রভাব নেই কোথা ও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।

হরতালকে কেন্দ্র করে সীতাকুণ্ডে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকেই সীতাকুণ্ডের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

The only house off Allah is the mosque, Where there is no difference between rich and poor.💔🥀
18/03/2021

The only house off Allah is the mosque, Where there is no difference between rich and poor.💔🥀

 #জন্ম_নিবন্ধন ভাবনা নয়  সত্যি, দেশে এখন ডিজিটাল, ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে। দোকানে বা নিজ মোবাইলে...
27/02/2021

#জন্ম_নিবন্ধন
ভাবনা নয় সত্যি, দেশে এখন ডিজিটাল, ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনিয় সেবা নিন,
★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,
★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,
★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...
★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,
★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,
★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint/add,

সীতাকুন্ড বাজার কমিটির নির্বাচন ১০ম তমঃসভাপতিঃ রেজাউল করিম বাহার ৭৬০ ভোট।সাধারণ সম্পাদকঃ বেলাল হোসেন ৯২০ ভোট।
30/01/2021

সীতাকুন্ড বাজার কমিটির নির্বাচন ১০ম তমঃ
সভাপতিঃ রেজাউল করিম বাহার ৭৬০ ভোট।
সাধারণ সম্পাদকঃ বেলাল হোসেন ৯২০ ভোট।

27/01/2021

চসিক নির্বাচনঃ সংঘর্ষের ছেলের নিহতের খবর শুনে মারা গেলেন "মা"

- আমবাগান।

পাহাড়তলীতে কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে জবাই করে হত্যাচট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় নিজাম উদ্দীন (৩২) নামের এক ন...
27/01/2021

পাহাড়তলীতে কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে জবাই করে হত্যা
চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় নিজাম উদ্দীন (৩২) নামের এক নির্বাচনী এজেন্টকে জবাই করে হত্যা করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। নিহত নিজাম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত নিজাম উদ্দীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের অনুসারি এবং তার বড়ভাই কামরুল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল আমিনের অনুসারি। তারা দুইজনই নির্বাচনী এজেন্ট। সকালে নির্বাচনের বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাই নিজামকে জবাই করে হত্যা করে বড় ভাই কামরুল।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম পূর্বকোণকে বলেন, ‘জায়গা জমির বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই ঝগড়া বিবাদ ছিল। আজ সকালে কথা কাটাকাটির জেরে নিজাম উদ্দীনকে খুন করে তার বড় ভাই কামরুল।

তিনি আরো বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার পর কামরুল পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্রঃ পূর্বকোণ

27/01/2021

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে,

নগরের পাহাড়তলীতে আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন।

27/01/2021

নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত।

18/01/2021

সীতাকুণ্ড সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আগুনে পুড়ে যাওয়া 'ইমন' কিছুক্ষণ আগে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছে।

বাড়বকুন্ড মান্দারী টোলা গ্রামে ডাকাতি করার সময় গণপিটুনিতে একজন ডাকাত নিহত।
18/01/2021

বাড়বকুন্ড মান্দারী টোলা গ্রামে ডাকাতি করার সময় গণপিটুনিতে একজন ডাকাত নিহত।

Address

Https://www. Facebook. Com/groups/4321916407853602/?ref=share
Chittagong
4310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sitakund Update News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share