তাবিয়া

তাবিয়া Asslam Walikum. welcome to Tabia's Family 🥰
I Will Upload my daily Lifestyle blog video, cooking Organize, Drowning & crafting etc.
💕
🌀
🇧🇩
(2)

মধ্যেবিত্ত পরিবারে ছেলের আবদার " মা আমি পরিক্ষায় এ+ পেয়েছি।তুমি তো বলেছিলে যা চাইবো দিবে "মা ছেঁড়া মশারি সেলাই করছে,ছেলে...
19/07/2025

মধ্যেবিত্ত পরিবারে ছেলের আবদার " মা আমি পরিক্ষায় এ+ পেয়েছি।তুমি তো বলেছিলে যা চাইবো দিবে "

মা ছেঁড়া মশারি সেলাই করছে,ছেলের কথায় হেসে বললো " অবশ্যই দিবো।আমার বাবাটা এতো ভালো রেজাল্ট করেছে।কি নিবে বলো "

" মাথায় হাত রেখে কিরা কে"টে বলো যা চাবো কিনে দিবে "

" ছেলেকেনকিরা কা"টা যায়না বাবা।তুমি বলো কি লাগবে,কিনে দিবো "

" মোটরসাইকেল "

মা হতভম্ব হয়ে " গুষ্টির কারো মোটরসাইকেল নাই।তুমি এখনো ছোট,মোটরসাইকেল হাতে পাও? "

" সোহাগের আছে।ওটা চালাইছি কয়েকবার।ওরকম মোটরসাইকেল লাগবে আমার "

" দাম কত? "

" ২ লাখ "

মা ভেবেছিলো ছেলে ঠাট্টা করছে।সংসারের এই হাল দেখে কোনো ছেলের মুখ থেকে ২লাখ টাকার মোটরসাইকেল কেনার কথা বেড় হওয়ার কথা না।মা হেসে " আমাকে তোমার বাবাকে বেঁচলেও তো এতো টাকা হবে না "

ছেলে রেগে টেবিল থেকে জগ মেঝেতে আছাড় দিয়ে " আমায় মোটরসাইকেল কিনে দিতেই হবে "

মা ভেবেছিলো সাময়িক জেদ।কিন্তু না,টানা এক সপ্তাহ ছেলে ভাত খায়না,ঘরের বাইরে বের হয়না।শরীর শুকিয়ে কাঠ।মায়ের মন,ছেলের কষ্ট সহ্য হয়না।স্বামীকে

" এতো জেদ করছে,দেখো না কিনে দেওয়া যায় যদি! "

" এক সপ্তাহ না খেয়ে থাকবে ভালো।তাও ওই মর"ণযন্ত্র কিনে দিবো না "

" সকাল থেকে জ্বর,বিছানা নিয়ে পরেছে ছেলেটা "

" ওই টাকা দিয়ে শিক্ষনীয় কিছু কিনতে চাইলে র"ক্ত বেচে হলেও কিনে দিতাম।ওর বয়স অল্প,র"ক্তের তেজ বেশী,এখন গাড়ি হাতে দিবো না "

একদিকে স্বামীর কথাও ঠিক,অন্যদিকে ছেলের বেহাল দশা।মা কিংকর্তব্যবিমূঢ়!অফিসের কাজে স্বামী তিনদিনের জন্য অন্য শহরে গেলেন।এদিকে ছেলে ফ্যানের সাথে মায়ের শাড়ি ঝুলিয়েছে।ভাগ্যিস দরজার ছিটকিনি আলগা ছিলো!

ছেলেকে বু"কে জড়িয়ে ধরে মা হাউমাউ করে কাঁদে আর বলে " আমার বিয়ের গহনা গুলো বেচে কালকেই তোমায় মোটরসাইকেল কিনে দিবো।আমার সোনা বাবা এসব চিন্তা আর মাথায় আনিস না।কি সর্বনাশ হতো খাবার নিয়ে আসতে দেরি করলে! "

স্বামীকে না জানিয়েই পরেরদিন স্বর্ণের যা যা ছিলো সব বেচে ছেলেকে মোটরসাইকেল কিনে দিলেন না।স্বামী জানলে তুলকালাম শুরু হবে,সে হোক।ছেলের জীবনটাই আগে।

নতুন মেটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলে।বন্ধুরা ঠেস মেরে " তোরটার পাওয়ার কম "

দু এককথায় গ্যানজাম।এক পর্যায়ে সিদ্ধান্ত হলো প্রতিযোগিতা হবে।যায়গা নির্ধারণ করা হলো বড় রাস্তায়।

স্বামী অন্য শহরে দুপুরে ক্লান্ত শরীরে কাজ করছে।এমন সময় স্ত্রীর ফোনক।রিসিভ করতেই " আমার সোনা বাবাটার কি হলো,তুমি তাড়াতাড়ি এসো,ও আমার সোনা বাবা চোখ খোল...! "

স্ত্রীর কান্নারত প্রলাপ শুনে থম মেরে গেলো স্বামী।দ্রুত রওনা হলো বাড়ির পথে।গমগম করছে লোক,ছেলের র"ক্তাক্ত শরীর আঙ্গিনায়।সাথে বিধ্বস্ত মোটরসাইকেল।

ছেলের অন্তিমকর্ম সেড়ে স্ত্রীর প্রতি নির্বিকার জবানবন্দি " তোমায় ত্যাগ করলাম।কাল সকালে যেন তোমার মুখ দেখতে না হয়।ডিভোর্স এবং শেষ দেখা কোর্টে হবে "

,,©

19/07/2025

.😔

যে স্ত্রী তাকে কি-ড-নি দিয়ে জীবন দিলো..সুস্থ হয়ে ওই স্ত্রীকে বাড়ি থেকে বে-র করে দিয়ে প-রো-কি-য়া প্রেমিকার সঙ্গে বসবাস ...
03/07/2025

যে স্ত্রী তাকে কি-ড-নি দিয়ে জীবন দিলো..সুস্থ হয়ে ওই স্ত্রীকে বাড়ি থেকে বে-র করে দিয়ে প-রো-কি-য়া প্রেমিকার সঙ্গে বসবাস করছেন স্বামী তারেক...

অ-মানবিক ও হৃ-দ-য়বিদারক এ ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। অ-কৃতজ্ঞ স্বামী তারেকের বি-রু-দ্ধে নারী নি-র্যা-তনের মা-ম-লা করেছেন টুনি। তারেক গ্রে-প্তা-র হলেও বর্তমানে জামিনে আছেন।

বিয়ের দুই বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি, ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহেদীনা টুনির গ-ল্প শুনে যে কেউ কা-ন্না করে দিবে, যিনি নিজের কি-ড-নি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন প-র-কী-য়া ও অনলাইন জু-য়ায়। শুধু তা-ই নয়, স্ত্রীকে মা-র-ধ-র করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি।
ভাগ্যের কি নির্মম পরিহাস 🙂

02/07/2025

শিশুর জন্য অল্প খাবার এ বেশি পুষ্টি..... ১০ টি সহজ স্বাস্থ্যকর পুষ্টিতে ভরপুর রেসিপি..

১:-ফলের স্মুদি
দই,আম, কলা, বাদামগুড়ো একসাথে ব্লেন্ড করে স্মুদি তৈরি।
৮ মাস+

২:-গাজরের পুডিং
দুধ গাজর একসাথে সেদ্ধ করে ডিম মিক্স করে পুডিং
১ বছর +

৩:-ওটসের প্যানকেক
ওটস ডিম কলা দিয়ে ব্যাটার তৈরি করে ঘি/বাটার দিয়ে প্যানকেক আকারে ঢেলে দুদিক ভেজে নিতে হবে।
৮ মাস+

৪:-টক দই বাদাম গুড়ো
হোম টকদই এর সাথে বাদাম গুড়ো
১ বছর+

৫:-চিড়া ধুয়ে ২ চামচ টক দই একটা খেজুর আর কলা ম্যাশ করে তৈরি করে নিতে হবে।
৮ মাস থেকে

৬:-এগ নুডলস
নুডলস সেদ্ধ করে পানি দিয়ে ধুয়ে আবার ও অল্প পানি দিয়ে সেদ্ধ নুডলস পছন্দমত সব্জি আর ডিম দিয়ে রান্না করে নিতে।
১ বছর+

৭:-খেজুরের কেক
খেজুর দুধ ডিম একসাথে ব্লেন্ড করে পরিমান মত আটা আর বেকিং পাউডার দিয়ে চুলায় বেক করে নিতে হবে ২০ মিনিট।
১ বছর+

৮:-ওটস গাজরের পায়েস
প্যানে ঘি দিয়ে গাজর কুচি ভেজে ১ চামচ ওটস আর পরিমান মত পানি /দুধ দিয়ে রান্না করে নিতে হবে।
৮ মাস+

৯:-ওটসের খিচুড়ি
ওটস তেল সব্জি দিয়ে খিচুড়ি
৭ মাস+

১০:-মাছের কাবাব
মাছ সবজি ডাল দিয়ে কাবাব (মসলা হলুদ জিরে)
৮ মাস+ থেকে

😁🤣বাল দিবে,দিলে মান জাবেগানা😁 বউকে টাকা  দিলেতো চোখ বড়ো হয়ে যাবে😁সবার বেলায় থাকলেও বউ তার নিজের টাকা চায়লেও তখন নানা বাহ...
24/06/2025

😁🤣
বাল দিবে,
দিলে মান জাবেগানা😁 বউকে টাকা দিলেতো চোখ বড়ো হয়ে যাবে😁
সবার বেলায় থাকলেও বউ তার নিজের টাকা চায়লেও তখন নানা বাহানা শুরু হয়ে যায়,তখন টাকায় থাকেনা,
সব সময় বউ চায়লে বাহানা,🤣
এমনি হারাম জিনিস আনাইতে,টাকা থাকে।😏🤧

23/06/2025

Bow er basar lok,atteyo. Jotoi koruk khkhno name thakena,amn ki dekty o parenaa,...nijer sarto chara keu. Mutteo asena,
Bess aakn onk hoise,akn theke soman soman odekar thakbe sob kicuty,......kar voroshi aakn e ase dekaa jabe somoi hole.......🥱🥱

আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট  করে সামান্য কিছু হলেই রেগে যায়। 👉কেন জানেন?  🥹আপনার মিষ্টি বউটা এখ...
22/06/2025

আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে সামান্য কিছু হলেই রেগে যায়।

👉কেন জানেন?

🥹আপনার মিষ্টি বউটা এখন মা
একটা শব্দ যার পেছনে লুকানো হাজারটা না বলা কষ্ট
সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব
কিন্তু কেউ ভাবে না সে কতটা হতাশ তার জীবন নিয়ে

☺️সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়
এই কথাটা সবাই বলে
😢কিন্তু সেই বদলে যাওয়া জীবনে, নিজের জন্য একটু সময়, কিছু সখ পূরণ থাকে না

🤔সে কেন আগের মতো হাসে না?
🤔কেন চুপচাপ হয়ে গেছে?
🤔কেন একটু কিছু হলেই রেগে যায়?

🙂‍↕️কিন্তু কখনো কি জিজ্ঞেস করি
তোমার কি লাগবে । কোন কাজে তোমার সাহায্য লাগবে কিনা

✅একজন মা
👉যে সারারাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে
👉যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়
👉 প্রতিদিন চলে যুদ্ধ সংসারের কাজ বাচ্চা সামলানো সব মিলিয়ে নিজের জন্য ১ মিনিট সময় থাকে না
👉 তারপরও মা হাসিমুখে সব কাজ করছে কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ

✅যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়
👉তাকে আমরা শুধুই “দায়িত্বশীল” বলে পাশ কাটিয়ে যাই

🥹আয়া বুয়া, দারোয়ান—সবার শ্রমের দাম আছে
শুধু একজন মায়ের শ্রমটাই “স্বাভাবিক” ধরে নেই

😢তাকে কেউ ধন্যবাদ দেয় না,
😢কেউ বোঝে না,
শুধু বলে
“তুমি তো সারাদিন ঘরেই থাকো এত ক্লান্তি কিসের?
“সব তো আছে, তাও এমন খিটখিটে কেন?

👉এই কথাগুলো যখন তার কানে আসে,
👉সে আরো হতাশ হয়ে যায় ডিপ্রেশনে পড়ে যায়। আরো অধৈর্য হয়ে পড়ে

🥹সে কোনো স্বীকৃতি চায় না,
🥹কোনো বেতন চায় না
শুধু চায় কেউ একজন বলুক
"তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি।

👉আমি বুঝি এই সামান্য কথাটাই একটি মাকে হতাশা থেকে বের করতে পারে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে

👉এই লেখা শুধু একজন মায়ের না
👉এটা হাজারো মায়ের মনের কথা

👉যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তোলে

✅ আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলত যদি আপনি তার যুদ্ধের একজন সঙ্গী হতেন

মা বোনেরা যখনি দা বটি দিয়ে কাজ করবেন তখন অবশ্যই বাচ্চাদের আশেপাশে আসতে দিবেন না স*র্ত*ক থাকবেন। 😭
20/06/2025

মা বোনেরা যখনি দা বটি দিয়ে কাজ করবেন তখন অবশ্যই বাচ্চাদের আশেপাশে আসতে দিবেন না স*র্ত*ক থাকবেন। 😭

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খ...
18/06/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
#সংগ্রহীত

🐍 পায়ের নিচে সাপের মতো দাগ? এটা কি সত্যিই সাপের কামড়? নাকি আরও ভয়ংকর কিছু? 😨সেই সন্ধ্যাবেলায় ছোট বোনটা এসে বলল —“দেখো তো...
17/06/2025

🐍 পায়ের নিচে সাপের মতো দাগ? এটা কি সত্যিই সাপের কামড়? নাকি আরও ভয়ংকর কিছু? 😨

সেই সন্ধ্যাবেলায় ছোট বোনটা এসে বলল —
“দেখো তো ভাইয়া, পায়ের চামড়ায় কেমন যেন সাপের মতো দাগ পড়ে গেছে...”
চুলকায় ভীষণ, ঘুমাতে পারে না। দাগটা যেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়।

দেখেই বুঝলাম — এটা সাপের ছোবল না,
এটা Cutaneous Larva Migrans — পরজীবী লার্ভার ত্বকের নিচে হেঁটে বেড়ানোর ভয়ঙ্কর ফল!
একেই তো গ্রামের মানুষ বলে "পেট রগা"।

---

😷 কিভাবে হয় এই রোগ?

যখন আপনার সন্তান খালি পায়ে খেলে দূষিত বালিতে,
যখন আপনি খালি পায়ে হাঁটেন উপকূল বা নদী-তীরের মাটিতে —
তখনই কুকুর/বিড়ালের মলে থাকা হুকওয়ার্ম লার্ভা ত্বকের নিচে ঢুকে পড়ে।

ওরা সাপের মতো ঘুরে বেড়ায়, আর আপনার চামড়ায় রেখে যায় লাল আঁকাবাঁকা দাগ।

---

⚠️ লক্ষণ:

🔸 চরম চুলকানি
🔸 সর্পিল লাল দাগ
🔸 সাধারণত পা, পায়ের আঙুল বা পায়ের পাতা
🔸 দিনদিন বাড়তে থাকে ছড়িয়ে

---

🛑 করণীয়:

✅ শিশুদের খালি পায়ে মাটি বা বালিতে হাঁটতে দিবেন না
✅ পোষা প্রাণীর নিয়মিত ডিওয়ার্মিং করুন
✅ আক্রান্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
✅ Albendazole বা Ivermectin জাতীয় ওষুধে দ্রুত আরোগ্য হয়

---

🗣️ একটা শেয়ার হয়তো কাউকে এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাতে পারে।

👉 এই পোস্টটা আপনার সন্তানের মতো কারো পায়ের নিরাপত্তার হাতিয়ার হতে পারে।
শেয়ার করুন — সচেতনতা ছড়ান।
বিশ্বাস করুন, আপনি এখন একজন জীবনের রক্ষাকারী! 💙

---ডা:- আব্দুর রহমান
এমবিবিএস ( শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল)
সিসিডি ( বারডেম)
পিজিটি ( সার্জারী)
এফসিপিএস ( অর্থোপেডিক্স) এফপি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
সংগৃহীত
#শেয়ার_করুন

ভাবা যায় বর্তমানে মানুষ মানুষের কি পরিমান ক্ষতি চায় মাটির ২ টি পাতিল। আর প্রতিটাতে বাধা আছে ৩ টি করে তালা আর তাবিজ।পাত...
17/06/2025

ভাবা যায় বর্তমানে মানুষ মানুষের কি পরিমান ক্ষতি চায় মাটির ২ টি পাতিল। আর প্রতিটাতে বাধা আছে ৩ টি করে তালা আর তাবিজ।
পাতিল ২ টি এক ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ চর সোনারামপুর নদীতে গোসল করতে গিয়ে পেয়েছেন।

ভাবা যায়? বর্তমানে মানুষ মানুষের ক্ষতি করার জন্য কি পরিমান ব্ল্যাক ম্যাজিক করতেছে❓
সত্যিই অনেক ভীতিকর বিষয়টা।
সবাইকে এই বিষয়ে সচেতন হওয়া জরুরি।

সকাল সন্ধায় সূরা ফালাক ও নাস পড়ে হাতের তালুতে ফুক দিয়ে পুরো শরীর ম্যাসাজ করলে ভাল ফলাফল পাওয়া যায় আল্লাহর রহমতে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।
আমিন।
©️

Address

Chittagong

Telephone

+8801832807756

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাবিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাবিয়া:

Share