25/11/2022
বিচার ব্যবস্থা নিশ্চয় শকুন হায়েনাদের ছায়াতলে!!
এই দেশ স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতা পায়নি দেশের জনগন। স্বাধীন দেশ কেবন মাত্র রাজনৈতিক দলের জন্য। আর বিচার ব্যবস্থা সেটাও একমাত্র তাদের জন্য। জনগনের কপালে আছে শুধু হতাশা আর দুঃখ। একটা অবুঝ মেয়ে ১০ দিন নিখোঁজ এর পর ফিরে এলো লাশ হয়ে। তার বেঁচে থাকার অধিকার যে কেড়ে নিয়েছে তার কি হবে?? তার আসলে কিছুই হবেনা। কেন জানেন?? কারণ সে জানে এই দেশে গুম খুন ধর্ষণ এগুলার বিচার হয়না। এগুলা এখন এই দেশে কমন জিনিস।
এই দেশে বিচার পাবে একমাত্র রাজনৈতিক দলের লোকেরা৷ তাদের বাবা মায়ের খুনের বিচার হবে। বিচার হবেনা কার জানেন?? আপনার আমার মত সাধারণ মানুষের আপন কেউ খুন হলে তাদের আসামীদের বিচার হবেনা।
কাটাতারের ফেলানি, সাংবাদিক সাগর রুনি, নারায়নগঞ্জের সাত জন বিশিষ্ট ব্যক্তি, ফারুকি হুজুর, বিশ্বজিৎ, কুমিল্লার তনু, ফেনির নুসরাত, বরগুনার রিফাত শরীফ, মেজর সিনহা, বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র, নৌকায় ভোট না দেয়ায় ধর্ষন কিংবা হাজারো ধর্ষণ খুন কিংবা জঘন্য অপরাধ এর কোন বিচার কি আজ পর্যন্ত হইছে??? একটার ও বিচার হয়নি, বরং আসামীরা বাহিরের চেয়ে জেলের ভিতরে ভাল আছে। এই বাংলার মাটিতে আপনার আমার মত সাধারণ মানুষ বিচার পাবেনা৷ আওয়ামিলীগ হয়ে জন্ম নেন, বিএনপি হয়ে জন্ম নেন দেখবেন সাত খুন মাফ।
শুধু এতটুকুই বলবো যে হারায় সে বুঝে হারানোর কস্ট টা কতটুকু৷ গণভবন কিংবা হাওয়া ভবনে বসে জনগনের কস্ট বুঝার মত ক্ষমতা কারো নাই৷
উপরে আল্লাহ একজন আছেন যিনি সব দেখছেন ও বুঝছেন। সব ডাইরিতে নোট হয়ে যাচ্ছে। সেইদিন আইন শাসন ও ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো৷ আল্লাহ জালিমের জুলুম এর বিচার সেইদিন নিজে করবেন। আল্লাহু আকবার৷