Scribble Of Life

Scribble Of Life জীবনের গল্প স্বল্প, হাবিজাবি, রোজকার ঘটনা, রান্না বান্না, বাঁশ দেওয়া, বাঁশ খাওয়া, সবই এখানে পাওয়া যাবে এখন থেকে..... 😊😊😊

❤️ ওষুধ খাওয়া সবসময় আমার জন্য ভীষন কষ্টকর। একটুও ভালো লাগেনা ওষুধ খেতে আমার। ছোটবেলায় ২/৩জন চেপে ধরে নাক চেপে ওষুধ গেলাত...
13/10/2025

❤️ ওষুধ খাওয়া সবসময় আমার জন্য ভীষন কষ্টকর। একটুও ভালো লাগেনা ওষুধ খেতে আমার। ছোটবেলায় ২/৩জন চেপে ধরে নাক চেপে ওষুধ গেলাতো। তাও কতবার বমি করে দিতাম। ট্যাবলেট খাওয়ার বয়স হওয়ার পর একটু বড় সাইজ ট্যাবলেট বা ক্যাপসুল হলেই আমি আর গিলতে পারিনা। গলায় আটকে বমি চলে আসে। এন্টিবায়োটিক খেতে পারিনা, মাথা ঘুরে পরে যাই। সে আমি পোলাপাইন এর সময় কত কত ওষুধ গিলছি নিজেও জানিনা। একবার তো ওষুধ গিলতে গিয়ে বমি করে সেলাই টান পরে অবস্থা টাইট। আর এখন সকাল রাত মুঠো ভরে ওষুধ খেতে হচ্ছে। বড় বড় সাইজ ওষধ সব। আধাঘন্টা চলে যায় ওষুধ গুলো খেতে। পানি নিয়ে, পান নিয়ে বসে ওষুধ খাই। সবাই হাসে আমার অবস্থা দেখে। আল্লাহ আলাহ করতে থাকি কখন ওষুধ কিছু কমবে।

❤️ 🔴 উচ্চ রক্তচাপ: কুসংস্কার বনাম বাস্তবতা🧠 কুসংস্কার ১: রক্তচাপ শুধু রেগে গেলে বা চিন্তা করলে বা স্ট্রেসে বাড়ে।✅ ফ্যাক্...
13/10/2025

❤️ 🔴 উচ্চ রক্তচাপ: কুসংস্কার বনাম বাস্তবতা

🧠 কুসংস্কার ১: রক্তচাপ শুধু রেগে গেলে বা চিন্তা করলে বা স্ট্রেসে বাড়ে।

✅ ফ্যাক্ট: উচ্চ রক্তচাপ একটি দীর্ঘমেয়াদি রোগ (Chronic Disease) — শুধু মানসিক চাপ নয়, খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ, স্থূলতা, শারীরিক নিষ্ক্রিয়তা, ধূমপান, ও জেনেটিক কারণেও হয়।

---------------------------

🧠 কুসংস্কার ২: ওষুধ খেয়ে একবার রক্তচাপ নরমাল হলেই ওষুধ বন্ধ করা যায়।

✅ ফ্যাক্ট: এই ভুলে অনেকের স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়! উচ্চ রক্তচাপের ওষুধ দীর্ঘমেয়াদে নিয়মিত নিতে হয়, ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা বিপজ্জনক।

---------------------------

🧠 কুসংস্কার ৩: চা, কফি বা লেবু পানি খেলেই রক্তচাপ কমে যায়।

✅ ফ্যাক্ট: এগুলো সাময়িকভাবে শরীরে প্রভাব ফেলতে পারে, কিন্তু হাই ব্লাড প্রেশার চিকিৎসার বিকল্প নয়। সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধই কার্যকর উপায়।

-----------------------------

🧠 কুসংস্কার ৪: লবণ না খেলেই রক্তচাপ কমে যাবে।

✅ ফ্যাক্ট: অতিরিক্ত লবণ কমাতে হবে ঠিকই, কিন্তু শরীরে কিছুটা সোডিয়াম প্রয়োজন। সম্পূর্ণ লবণ বন্ধ করলে ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়। ডাক্তারের পরামর্শে লবণ নিয়ন্ত্রণ করতে হবে।

---------------------------

🧠 কুসংস্কার ৫: তরুণদের উচ্চ রক্তচাপ হয় না।

✅ ফ্যাক্ট: বর্তমানে অল্প বয়সেই উচ্চ রক্তচাপের হার বাড়ছে। ফাস্টফুড, মানসিক চাপ, ঘুমের ঘাটতি, ওজন বৃদ্ধি— এগুলো তরুণদেরও ঝুঁকিতে ফেলছে।

❤️ ডায়েটে থাকলে এসব খেতে হয়। নয়তো দূর্বল লাগে, মাথা ঘুরায়, সুগার ফল করে, ইত্যাদি। 🫣🫣🫣
12/10/2025

❤️ ডায়েটে থাকলে এসব খেতে হয়। নয়তো দূর্বল লাগে, মাথা ঘুরায়, সুগার ফল করে, ইত্যাদি। 🫣🫣🫣

❤️ চোরটা আসলেই ভালো মানুষ বলা যায়। বাচ্চাটাকে নিরাপদে ফেরত দিছে। আর গাড়িটা আবার নিয়ে গিয়ে ভালো করছে। বাচ্চার বাবা মায়ের ...
12/10/2025

❤️ চোরটা আসলেই ভালো মানুষ বলা যায়। বাচ্চাটাকে নিরাপদে ফেরত দিছে। আর গাড়িটা আবার নিয়ে গিয়ে ভালো করছে। বাচ্চার বাবা মায়ের শাস্তি হওয়া দরকার। এদেশে হলে বাচ্চাটাতো শেষ করে ফেলতো। ফেরত আর পাওয়া যেতোনা।

❤️ যদি কারো প্রয়োজন হয় তাই দিলাম।
11/10/2025

❤️ যদি কারো প্রয়োজন হয় তাই দিলাম।

❤️ ✅ ট্রাইগ্লিসারাইড কিন্তু  শুধু চর্বিতে বাড়ে না!!অনেকে মনে করেন ট্রাইগ্লিসারাইড কেবল বেশি তেল-চর্বি খাওয়ার কারণে বাড়ে।...
10/10/2025

❤️ ✅ ট্রাইগ্লিসারাইড কিন্তু শুধু চর্বিতে বাড়ে না!!

অনেকে মনে করেন ট্রাইগ্লিসারাইড কেবল বেশি তেল-চর্বি খাওয়ার কারণে বাড়ে। কিন্তু বাস্তবে কার্বোহাইড্রেট, বিশেষ করে অতিরিক্ত চিনি, মিষ্টি, সাদা ভাত, পরোটা, বিস্কুট, সফট ড্রিংকস—এসবও রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়।

-------------------------------

🔬 ট্রাইগ্লিসারাইড হলো রক্তে উপস্থিত একধরনের ফ্যাট (লিপিড), যা শরীর অতিরিক্ত ক্যালোরি থেকে তৈরি করে। অনেকেই মনে করেন এটি কেবল চর্বি থেকে আসে — কিন্তু আসলে অতিরিক্ত কার্বোহাইড্রেট ও চিনিও ট্রাইগ্লিসারাইড বৃদ্ধির প্রধান উৎস।

যখন আমরা চিনি বা পরিশোধিত কার্বোহাইড্রেট (যেমন সাদা ভাত, রুটি, বিস্কুট, সফট ড্রিংকস, মিষ্টি)বেশি খাই, তখন এগুলো গ্লুকোজে রূপান্তরিত হয়। শরীরের প্রয়োজনের চেয়ে বেশি গ্লুকোজ রক্তে জমে থাকলে ইনসুলিন সেই গ্লুকোজকে লিভারে নিয়ে যায়।

👉 লিভারে ইনসুলিনের প্রভাবে এই অতিরিক্ত গ্লুকোজ ‘De novo lipogenesis (DNL)’ প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়।

অর্থাৎ, চিনি ও কার্বোহাইড্রেট সরাসরি ফ্যাটে রূপান্তরিত হয়ে রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়ায়।

-----------------------------

এই প্রক্রিয়ায়—

1️⃣ গ্লুকোজ → অ্যাসিটাইল-CoA → ফ্যাটি অ্যাসিড → ট্রাইগ্লিসারাইড

2️⃣ এই ট্রাইগ্লিসারাইড VLDL (Very Low Density Lipoprotein)-এর মাধ্যমে রক্তে ছড়িয়ে পড়ে

3️⃣ এর ফলে রক্তে ট্রাইগ্লিসারাইডের লেভেল বেড়ে যায়, যা সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাটি লিভার, ইনসুলিন রেজিস্ট্যান্স, ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

📉 অর্থাৎ শুধু তেল নয়, বেশি চিনি ও কার্বোহাইড্রেটও ট্রাইগ্লিসারাইড বৃদ্ধির বড় কারণ।

তাই ট্রাইগ্লিসারাইড এভাবে বেড়ে গেলে অবশ্যই চিকিৎসক এর পাশাপাশি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এর পরামর্শ নিন, কারণ এ ব্যাপারগুলো নিজেদের পক্ষে বোঝা সম্ভব নয়।

10/10/2025

❤️ গ্রামে একখান বিয়েতে গেছিলাম। সকালে গিয়ে এখন চলে আসলাম। খানা কিছু খাইতে পারিনাই ডাক্তারের ডরে। গেলাম আসলাম আর কিছু ছবি ভিডিও নিলাম। এঔ চলতেসে আর কি।

10/10/2025

❤️ শুভ সকাল।

09/10/2025

❤️ আর কারো তো মজা লাগেনা। তাই আর কি। 😁😁😁

❤️ আবহাওয়া পাল্টাচ্ছে সেটা জানতে আমার নাক বাবাজীই যাথেষ্ট। সে আমাকে আওয়াজ দিয়ে জানায় দেয়। এখনো শিংগা ফুঁকে ফুঁকে আমার সা...
09/10/2025

❤️ আবহাওয়া পাল্টাচ্ছে সেটা জানতে আমার নাক বাবাজীই যাথেষ্ট। সে আমাকে আওয়াজ দিয়ে জানায় দেয়। এখনো শিংগা ফুঁকে ফুঁকে আমার সাথে সাথে বাসার বাকিদের ও জানান দিচ্ছে।

❤️ দান-সদকার ১৯টি উপকারিতারসূলুল্লাহ ﷺ এর হাদীস থেকে জানা যায়, সদকা আমাদের দুনিয়া ও আখিরাতে অসংখ্য উপকার বয়ে আনে। নিচে উ...
09/10/2025

❤️ দান-সদকার ১৯টি উপকারিতা
রসূলুল্লাহ ﷺ এর হাদীস থেকে জানা যায়, সদকা আমাদের দুনিয়া ও আখিরাতে অসংখ্য উপকার বয়ে আনে। নিচে উল্লেখ করা হলো—

১. বিপদ দূর হয়
২. কবরের আজাব থেকে রক্ষা করে
৩. জটিল অসুখ ভালো হয়
৪. আল্লাহর রাগ কমায়
৫. খারাপ মৃত্যু ঠেকায়
৬. কিয়ামতে ছায়া দেবে
৭. ফেরেশতাদের দোয়া পাওয়া যায়
৮. গুনাহ মাফ হয়
৯. জান্নাত নসিব হয়
১০. রিযিক বৃদ্ধি পায়
১১. কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করে
১২. হিসাব সহজ হয়
১৩. আয়ু বৃদ্ধি করে
১৪. সম্পদে বরকত হয়
১৫. গোপন দান আরশের ছায়ায় স্থান দেয়
১৬. আল্লাহর কাছে প্রিয় হয়
১৭. ঈমান পূর্ণ হয়
১৮. বিপদে সাহায্য করলে আল্লাহ সাহায্য করেন
১৯. দোয়া কবুল হওয়ার মাধ্যম হয়।

Address

JONGI SHAH MAZAR Lane, SHAHI RESIDENTIAL AREA, BADURTOLA, CHAWKBAZAR
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Scribble Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share