꧁ সুহাসিনী ꧂

꧁ সুহাসিনী ꧂ যদি হয় অবহেলার কথা আমি ভুলে যাবো কে তুমি,কি আমাদের সম্পর্ক।��

কর্ণফুলী 🌥️
19/08/2025

কর্ণফুলী 🌥️

05/08/2025

প্রেম করার চেয়ে
প্রেমে পরার মূহুর্তগুলো বেশি সুন্দর..
❤️

05/08/2025

মধ্যবয়স্ক এক লোক প্রায়ই স্ত্রীর সাথে হাসি তামাশা করতে চায়,স্ত্রীর সাথে গল্প করতে ইচ্ছে করে তার কিন্তু স্ত্রীর মনে তার জন্য কোনো টান নেই, বরং সেই লোকের হাসি, গল্প বলা তার কাছে বিরক্ত লাগে।

এখন অবশ্য সবাই সেই লোকের স্ত্রীর দোষ দেখতে পাচ্ছেন কিন্তু তার এই ব্যবহারের কারণ তো অনেক আছে।কম বয়সী থাকতে কখনো কোথাও ঘুরতে নিয়ে যায়নি,শখ করে কিছু কিনে দেয়নি,সময় দেয়নি।সংসার আর বাচ্চা সামলাতে গিয়ে সে ধীরে ধীরে এতেই অভ্যস্ত হয়ে গেছে, স্বামী ছাড়াও তার চলে যায়। এখন আর স্বামীর জন্য তার মন কাঁদে না,স্বামীর শূন্যতা অনুভব করে না।

লোকটা কিন্তু সংসারের জন্যই কাজ করে গেছে কিন্তু সংসার যে শুধু স্ত্রীর ভরণপোষণ দিলেই হয়না,মনের যত্নও নিতে হয়, তা তিনি করেননি। ফলে এখন যখন বয়স হয়েছে, সময় পেলেই স্ত্রীর সঙ্গ চায় তখন আর পায় না।তাছাড়াও সময় পেলেই যার তার সামনে স্ত্রী এবং তার পরিবার কে ছোট করে কথা বলতে কখনো ভুলে যেত না,এতেই যেন সে পৈশাচিক আনন্দ পেত।সন্তান ভুল করলেও স্ত্রীকেই দোষারোপ করতো।

এবার বলুন এখানে দোষী কে?

©সাদিয়া আফরিন মার্জান

23/07/2025

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছো?

13/07/2025

তুমি বরাবরই পূর্ণ।

আমাকে হারানোর পর তুমি খুব সহজে দ্বিতীয় কাউকে পেয়ে যাও। আর আমি? আর আমি তোমাকে হারানোর পর দ্বিতীয় কাউকে কখনো চাই ইনি।

আমি যে শূন্যতায় রোজ ভুগি,
যে না পাওয়ার আক্ষেপ জমিয়ে বুকে ব্যথা বাড়াই, যে হারানোর শোকে আমার মনে অসহনীয় হাহাকার।

জেনেছি, তুমি সেই শূন্যতা খুব দ্রুতই পুষিয়ে উঠেছ।

তোমার কাছে আছে বিকল্প বেছে নেয়ার তুমুল স্বতঃস্ফূর্ত আয়োজন।

আমার অভিধানে অপ্রাপ্তি মানেই বিষাদের ঝড়, আমার ভাবনায় তুমি নেই মানেই পরাজয়ের গ্লানি, আমার মুখের বর্ণমালারা এখন পরিচয়হীন।

জেনেছি, তোমার অভিধানে আমার জন্য কোনো শব্দই ছিল ন কখনো।
💔

10/07/2025

আমার খুব বেশি মানুষের প্রয়োজন নেই।

হাজার জনের ভিড়ে হারিয়ে যেতে ইচ্ছা করে না। আমি চাই, হাতে গোনা কয়েকজন থাকুক-যারা মুখে নয়, মন থেকে আমায় আঁকড়ে ধরবে।

আমি চাই না অগণিত পরিচিত মুখ; আমি চাই কোনো একদিন যদি চুপচাপ হারিয়ে যাই, কেউ একজন অশ্রু মুছতে ভুলে গিয়ে খুঁজবে আমায়।

আমি চাই না কথার ফুলঝুরি; চাই কয়েকটি সত্যিকারের হৃদয়ের বাঁধন, যারা দূরে থেকেও আমার জন্য ব্যাকুল হবে।

আমার চাওয়ার তালিকা খুব বড় নয়, শুধু চাই অল্প ক'জন, কিংবা একজন, যে আমার হাসিতে হাসবে, কান্নায় কাঁদবে-আমাকে আমার মতো করেই ভালোবাসবে।

-মাহবুব সরলার সবুজ

গল্পটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, জামা আমাকে শুনিয়েছিলেন।  একদিন তিনি একটা ঘরে ঢুকে দেখলেন, তার কয়েকজন বন...
05/02/2025

গল্পটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, জামা আমাকে শুনিয়েছিলেন। একদিন তিনি একটা ঘরে ঢুকে দেখলেন, তার কয়েকজন বন্ধু তাকে নিয়ে কথা বলছে, অথচ তারা জানেই না যে তিনি সেখানে আছেন। মা কিছু বললেন না—শুধু মাথা নাড়িয়ে হালকা হাসলেন এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলেন।

তিনি আরও বলেছিলেন এক বন্ধুর কথা, যে তার পেছনে খারাপ কথা বলত। সেই বন্ধু কখনোই জানতে পারেনি যে মা সব জেনে গিয়েছিলেন। মা তাকে কিছু বলেননি, কোনো অভিযোগও করেননি। শুধু মৃদু হাসলেন এবং নিঃশব্দে সেই সম্পর্ক থেকে সরে এলেন।

এমনকি কিছু আত্মীয়ও দূরে সরে গিয়েছিল—শুধুমাত্র এই কারণে যে মা একবার নিজের জন্য দাঁড়িয়েছিলেন। তিনি আর তাদের জন্য ত্যাগ করতে রাজি ছিলেন না, যারা তার জন্য সামান্য কিছু করতেও প্রস্তুত ছিল না। তবুও, তিনি কোনো অভিযোগ করলেন না। বরং আবারও মাথা নাড়িয়ে, হালকা হাসলেন এবং এগিয়ে গেলেন।

আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম, কীভাবে তিনি এত শান্তভাবে এদের থেকে সরে যেতে পারেন—বিশেষ করে যখন তারা বন্ধু বা পরিবারের কেউ হয়?

তার উত্তর ছিল গভীর, কিন্তু সরল। তিনি বলেছিলেন, জীবনের প্রতিটি মোড়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, কারা আমাদের সঙ্গে পথ চলতে পারবে। সেই মুহূর্তগুলোই দেখিয়ে দেয়, কারা আমাদের যাত্রার অংশ হওয়ার যোগ্য নয়।

তিনি আমাকে শিখিয়েছিলেন, যারা তোমার সঙ্গে খারাপ করে, তাদের জন্য ক্ষোভ পুষে রাখার দরকার নেই—তারা বন্ধু হোক বা পরিবারের কেউ। বরং, শান্তভাবে দূরে সরে যেতে শেখো এবং বিশ্বাস রাখো যে জীবন শূন্যতা পূরণ করবে এমন মানুষ দিয়ে, যারা সত্যিই তোমার গল্পের অংশ হওয়ার যোগ্য। 🌷

03/02/2025

আমা‌দের দে‌শে খুব কম স্বামীই আছেন যারা ওয়াই‌ফের পি‌রিয়‌ডের সময় তা‌দের প্যাড পা‌ল্টে দেওয়ার ম‌তো ম‌নোভাব পোষন ক‌রেন।

🖊️🖊️
‌সিজা‌রের ঘন্টা দুই কি তিন পর। একজন আয়া এসে সবাই‌কে বল‌‌লেন,
'কে‌বিন থে‌কে বের হোন ‌রোগী‌কে ফ্রেশ কর‌তে হ‌বে।'
আ‌মি তখন যন্ত্রণায় কাতর। তা-ও জি‌জ্ঞেস কর‌লাম,
'কী রকম ফ্রেশ?'
ম‌হিলা বলল,
'প্যাড বদলা‌তে হ‌বে।'

আমি অসহায় চো‌খে তা‌কি‌য়ে বললাম,
'আপ‌নি চেইঞ্জ কর‌বেন?'
'হ্যাঁ।'
আ‌মি বেশ অস্বস্তি বললাম,
'আ‌মি নি‌জে ক‌রে নিব। আপ‌নি প্লিজ চ‌লে যান।'
ম‌হিলা শক্ত ক‌ণ্ঠে বলল,
'আপ‌নি চে‌য়েও এখন নি‌জের পা-ও নাড়া‌তে পার‌বেন না। পাল্টা‌বেন কী ক‌রে? সিজা‌রের পর তো আমিই আপনা‌কে চেইঞ্জ ক‌রে দি‌য়ে‌ছিলাম।'
'আ‌মি সেটা দে‌খি‌নি। আপ‌নি প্লিজ যান। আমি নি‌জে ক‌রে নিব। আমার শরী‌রে অন্য ‌কেউ হাত দি‌লে রাগ লা‌গে। হোক সে মে‌য়ে মানুষ।'

ম‌হিলা কিছু বলতে গে‌লে আজমীর সা‌হেব বল‌লেন,
'আ‌ন্টি, আপ‌নি যান। আমি দেখ‌ছি। ওর কো‌নো কাজ আপনা‌দের কর‌তে হ‌বে না। আমি আছি সারাক্ষণ ওর সা‌থে। ওর সব কাজ আমি করব।'
‌বোঝা গেল মহিলা বেশ বিরক্ত হ‌য়ে চ‌লে গে‌ছি‌লেন আজমীর সা‌হেব দরজা বন্ধ ক‌রে বলল,
'এটা কীভা‌বে পাল্টায় বলে দাও। আমি পা‌ল্টে দি‌চ্ছি।'
আমি প্রচণ্ড লজ্জা পে‌য়ে ব‌লে‌ছিলাম,
'তু‌মি আমা‌কে ধ‌রে দাঁড় করাও, ওয়াশরু‌মে নি‌য়ে চ‌লো। বা‌কিটা আমি করে নিব।'
ভদ্র‌লোক মুচ‌কি হে‌সে বলল,
'চুপ ক‌রে শু‌য়ে থা‌কো।'

‌সেসময় আমা‌কে ফ্রেশ ক‌রি‌য়ে দেওয়ার পর ওকে কিছু বল‌তে পা‌রি‌নি। লজ্জায় ওর দি‌কে তাকা‌‌তেই পারি‌নি। শুধু আস্তে ক‌রে ব‌লে‌ছিলাম,
'‌তে‌ামার ঘৃণা লাগ‌ছে না?'
‌সে তার চিরা‌চরিত দুষ্টু মি‌ষ্টি হা‌সি হাসল। সেসময় তা‌কে কিছু বল‌তে পা‌রি‌নি। প‌রের দুই বা‌রেও বল‌তে পা‌রি‌নি। বিকা‌লে আবার ‌চেইঞ্জ করার পর বলল‌াম,
'‌তোমার স‌ত্যি ঘৃণা লা‌গে না?'

ভদ্র‌লোক আমার পা‌শে ব‌সে মাথাটা আমার বু‌কে রে‌খে অনেকটা শক্ত ক‌রে জ‌ড়ি‌য়ে ধ‌রে বলল,
'কতক্ষণ পর তোমা‌কে একা পেলাম। সারাক্ষণ তোমার আশেপা‌শে লোকজন মা‌ছির ম‌তো ভিন‌ভিন ক‌রে। যেন তু‌মি আর আমার মে‌য়ে গর‌মের দি‌নের পাকা আম। তার জন্য এতো মা‌ছি ভনভন কর‌ছে। এতো কেন দেখতে হবে? বউ আমার, বাচ্চা আমার অথচ আমি একটু একা তা‌দের পা‌চ্ছি না।'

আ‌মি মৃদু হে‌সে বলে‌ছিলাম,
'আমার প্র‌শ্নের জবাব কিন্তু প‌াই‌নি।'
ভদ্র‌লোক আমার গা‌লে চুমু এঁকে ব‌লে‌ছি‌লেন,
'তু‌মি এতো বছ‌রেও বুঝ‌তে পা‌রো‌নি, আমি তোমা‌কে কতটা ভা‌লোবা‌সি!'
আ‌মি চুপ ক‌রে শুধু তার মাথ‌ায় হাত বুলা‌চ্ছিলাম। কিছু বলার ম‌তো খুঁজে পাই‌নি। সু‌খের কান্নাগু‌লো চোখ বে‌য়ে নিচে পড়ার আগেই আমি আট‌কে দি‌য়ে‌ছিলাম। সে বলেছিল,
'‌‌তোমার এই যন্ত্রণার জন্য তো আমিই দা‌য়ি।'
'কীভা‌বে?'

ফা‌জিল লোক দুষ্ট হে‌সে ব‌লে‌ছি‌লেন,
'মা তো আর একা একা হতে পা‌রে‌া‌নি। আমারও ক‌ন্ট্রি‌বিউশন আছে। জা‌নো কতটা ভ‌য়ে ছিল‌াম। বারবার ম‌নে হ‌চ্ছিল বাবা হ‌তে চাওয়‌াটা ঠিক হয়‌নি। য‌দি তোমা‌কে হা‌রিয়ে ফে‌লি! তোমরা মে‌য়েরা স‌ত্যি অনবদ্য। একটা বাচ্চার জন্য নি‌জের জীবনটার কথাও ভা‌বো না। তোমার প্র‌তি আগে যা সম্মান ছিল, এখন আরও হাজার লক্ষগুণ তা বে‌ড়ে গে‌ছে।'
আ‌মি দীর্ঘশ্বাস ছে‌ড়ে সেই পুড়া‌নো ডায়লগ ব‌লে‌ছিলা,
'তু‌মি কি স‌ত্যি এতোটা ভা‌লো? না‌কি অভিনয় কর‌ছো এতগুলো বছর যাবত?'
‌সে হে‌সে বলে‌ছিল,
'তু‌মি জা‌নো না, আমি ক‌তো বড়ো মা‌পের অভি‌নেতা।'
উক্ত লাইন‌টি আমি তা‌কে প্রায়ই ব‌লি। কারণ সে কাজগু‌লোই এমন ক‌রে। বারবার ভা‌বি, একটা মানুষ স‌ত্যি কী এতটা ভা‌লো হ‌তে পা‌রে?

সে‌দিন সন্ধ্যার পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে প‌ড়ি। জীবন নি‌য়ে টানাটা‌নি হ‌য়ে‌ছিল। মৃত্যুর মু‌খোমু‌খি ঐ মুহূ‌র্তে আমার মাথায় দু‌টো প্রশ্ন ঘুরপাক খা‌চ্ছিল,
'আ‌মি না থাক‌লে এই পাগলা‌টা নি‌জে‌কে সামলা‌তে পার‌বে তো? আর ভাব‌ছিলাম, আমার সদ্য জন্ম নেওয়া মে‌য়ের কথা।'

‌সে‌দিন তার পাগলা‌মির গল্প না হয় আরেক‌দিন বলব।
আজমীর সা‌হে‌বকে য‌ত জে‌নেছি, তত তার প্র‌তি মুগ্ধ হ‌য়ে‌ছি, আকৃষ্ট হ‌য়ে‌ছি। তত সম্মান, শ্রদ্ধা বে‌ড়ে‌ছে তার প্র‌তি। সৃ‌ষ্টিকর্তার কা‌ছে প্রার্থণা আমার ভদ্রলোকটা সবসময় খুব ভা‌লো থাকুক।

24/12/2024

সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী করতে চাও তবে সব কিছু পরস্পরকে জানাতে শেখো, ঠিক হোক ভুল হোক সব টা শেয়ার করার সাহস রাখতে হয়,
হয়তো কিছুই না সামান্য একটা ব্যাপার কিন্তু সেটা যদি অন্যের থেকে জানতে হয় কোথাও গিয়ে মনে একটা প্রশ্ন তৈরী হয়।

সম্পর্কে প্রাইভেসি থাকে না, খোলা খাতা হতে হয়, বিশেষ করে যখন বাইরে থাকতে হয়, তখন কেন সময় লাগলো কে সাথে ছিল এগুলো সবটাই সামনের মানুষটাকে জানাতে হয়, লুকিয়ে গেলে সম্পর্কে দূরত্ব আসে, আজ তুমি লুকাবে কাল তোমার দেখা দেখি সেও একই কাজ করবে, আসতে আসতে বিশ্বাসের জায়গাটা নষ্ট হবে, সম্পর্কে ফা*টল ধরবে, আর স্বাভাবিক ভাবেই তৃতীয় কোনো ব্যক্তি সেই শূণ্যস্থান পূরণ করবে। দুজনের মধ্যে তিক্ততা বাড়বে।

যারা প্রাইভেসির কথা বলে তারা আসলেই দ্বিচারিতা মানসিকতা রাখে, একে ওপরের সাথে সমস্ত কিছু যদি আলোচনা না করতে পারো, গোপন করে প্রাইভেসির নাম দাও তবে সে সম্পর্ক খুব বেশিদিনের জন্য না,আর সেটা কখনোই সম্পর্ক না, প্রয়োজনীয়তা মাত্র। যেখানে মানসিক ভাবে একজন তোমার সাথে থেকে শান্তি পায় না সেখানে সম্পর্ক তৈরী হয় না।

দাম্পত্য জীবনও সুখের হয়, যদি একে ওপরের ভালো বন্ধু হওয়া যায়, পরস্পরের মধ্যে সততা থাকে, দ্বায়িত্ব কর্তব্য বোধ থাকে, পরস্পরের প্রতি ভরসা বজায় থাকে, পরস্পরের প্রতি সম্মান থাকে,তবেই একটা সুন্দর সুস্থ দাম্পত্য জীবন উপভোগ করা যায়।

ভিন্ন মানুষ, ভিন্ন মত, মাঝে মাঝেই ঠো*কা ঠুঁ*কি লা*গবে, কিন্তু যদি প্রতারণার মানসিকতা থাকে তবে সম্পর্ক বি*ষ মনে হবে।

দ্বিচারিতা মানসিকতা নিয়ে কখনো serious relationship এ যেও না, time pass এর মানুষের অভাব নেই বর্তমান সমাজে, কিন্তু একজন প্রকৃত সঙ্গী/সঙ্গীনির ভীষণ অভাব।

তাই তাকে ছেড়ে দাও যাকে সম্পর্কের নামে সমানে ঠ*কিয়ে যাচ্ছো।
ঠ*কানো মানে শুধু তৃতীয় ব্যক্তির উপস্থিতি নয়, প্রাক্তন কে মনে রাখা,মিথ্যা বলা, গোপন করা এগুলোও একধরণের প্রতারণা।

বন্ধু থাকবে, আত্মীয় থাকবে কিন্তু দুজনেই তাদের সম্পর্কে অবগত থাকবে, কারো কাছেই কিছু গোপন থাকবে না, মুক্ত ভাবে সবাই বাঁচতে চায় তবে মুক্তির নামে একজনকে ঠ*কানো টা অন্যায়।।

যেখানে শান্তি মেলে সেখানেই যাও কিন্তু সামনের জনকে তার মতন ছেড়ে দাও, তাকে তার মতন বাঁচতে দাও, কারো জীবন নিয়ে খেলার অধিকার ঈশ্বর আমাদের কারোকেই দেন নি। আমাকেও না তোমাকেও না। মনে রেখো কর্মফল একদিন পেতেই হবে আজ না হয় কাল।
🥀❤️

সত্যি কি হ্যাপি ফ্যামিলি চান???বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথবা ইন্টা...
20/12/2024

সত্যি কি হ্যাপি ফ্যামিলি চান???

বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টা ও করে না।
ভাবটা এমন ,তোমার ভরন পোষন সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেনো তুমি ভালো নেই? তারা এই কথা গুলো কেয়ার ও করে না।

কিন্তু কোন মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না।একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোন মানুষই যেখানে থাকুকনা কেন আল্লাহ তার রিযিকের ব্যবস্থা করে দেয়।

আসলে একটা সংসার খাবার অভাবে নষ্ট হয়না, নষ্ট হয় ভালোবাসার অভাবে, যত্নের অভাবে।
তাই সব কিছুর পরে দিনশেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভাল আছে কিনা? সে আপনার থেকে আসলে কি চায়।আপনার সাথে সে খুশি আছে কিনা।

স্ত্রী আপনার -নিজে তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা।আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বুঝার চেষ্টা করুন।নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন।প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না।

দুনিয়াতে এমন ও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল,তাদের যদি স্বামী খারাপ ও হয়,সময় ও না দেয় তারা কোনদিন অন্য ছেলেদের সাথে টাইম পাস ও করবে না।আপনাকে বুঝানোর চেষ্টা করবে,যদি আপনি ও না বুঝেন তাহলে নিরবে কান্না করবে,অথবা সংসার ত্যাগ…..!!
মান অভিমানে সংসার টা নষ্ট হয়ে যাবে যখন তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সন্তান।অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনো বুঝার চেষ্টা ও করেনা কেন এমন হচ্ছে?

তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেয়া ও অন্যায়।তাই নিজে স্ত্রীকে ভাল রাখুন। স্বামী-স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নেয়ামত আর আল্লাহর এই নেয়ামতকে যথাযথ সম্মান দিন।

মনে রাখবেন আপনার স্ত্রী আপনারই বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী।
📝গল্প-কবিতার-শহর

যেসব মানুষ Sorry বলতে জানেন না বা  যাদের মধ্যে ভুল স্বীকার করার প্রবৃত্তি থাকে না তাদের পার্টনারের মেন্টাল হেল্থ কখনোই ভ...
19/12/2024

যেসব মানুষ Sorry বলতে জানেন না বা যাদের মধ্যে ভুল স্বীকার করার প্রবৃত্তি থাকে না তাদের পার্টনারের মেন্টাল হেল্থ কখনোই ভালো থাকা সম্ভব নয়। ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যারা ভাবেন তারা শুধুমাত্র খারাপের প্রত্যুত্তরেই খারাপ বলেন অন্যথা নিজের থেকে বলেন না তারা এই অহম বোধ নিয়ে নিজের পার্টনারকে আজীবন ভালোবাসায় বেঁধে রাখতে পারবেন না। একটু একটু করে একদিন চিরতরে হারাবেন।

একসঙ্গে থাকাটা শুধুমাত্র শারিরীক নয় বরং প্রচন্ড মানসিক সংযোগের মধ্যে শারিরীক ঘনিষ্টতা বড্ড সামান্যই! কখনো তাকে আঘাত দিয়ে “দুঃখিত” এই সহানুভূতিশীল হওয়াটা খুব জরুরী। একটা সম্পর্ক শুধুমাত্র বিছানা, সন্তান আর রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। অথবা নিয়ম করে ফোন করা দেখা করা গিফ্ট দেওয়ার মধ্যেও সীমাবদ্ধ নয়। সম্পর্ক হচ্ছে আপনার Priority, Responsibility, Care, Attention সবকিছুর মিশ্রণ।

আপনি ভুলের পর ভুল করে, কটু কথা বলে, শব্দের আঘাত করে পরের দিন যদি সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করে থাকেন তবে বিশ্বাস করুন, এর মধ্যে বেশিদিন স্বাভাবিকত্ব থাকবে না। পশুরাও নিজেরা নিজেদেরকে মানায়, রাগ বা অভিমান ভাঙায় অন্তত চেষ্টা করে। কেন জানেন? তারা আশ্বস্ত করার চেষ্টা করে।

আপনি যদি ভাবেন হঠাৎ করে আবার স্বাভাবিক আচরণটাই সব, তাতেই আপনার দায়িত্ব পালন হয়ে যায়, তবে আপনি ভ্রমে আছেন। আপনার পার্টনারের মধ্যে আপনার প্রতি যে অনীহা, উদাসীনতা, হতাশা এবং বিরক্তির পাহাড় তৈরি হচ্ছে তার উচ্চতা সম্পর্কে আপনার ধারণাও নেই!

অস্বাভাবিক আর স্বাভাবিক আচরণের মাঝে একটা ফ্রেজ থাকে। সেটা হল নিয়ন্ত্রণ। ভুল স্বীকার করা; অভিমান- অভিযোগ খন্ডনের চেষ্টা করা বা সহানুভূতিশীল হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এই ফ্রেজটা আপনি যত বেশি জাম্প করবেন, জানবেন অতীতগুলো জমা হতে থাকছে। হয়ত সে আপনার সাথে আছে; কিন্ত ক্ষত বয়ে বেড়াচ্ছে। এভাবে আপনার চোখে সে ভালোবাসা দেখতে ভুলে যাবে। রোজকার শব্দ প্রয়োগে যে আপনি ক্ষত করেছেন সেখানে কোনো প্রলেপ না দিলে সেটা একদিন দগদগে হয়ে যাবে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যা হয়ত আপনিও চাননি কিন্তু করেছেন।

তাই ভালোবাসলে কিছু শব্দ বন্ধের দ্বায়িত্ব নিতে হয়। নিয়ম মাফিক এক ছাদের তলায় থাকা অথবা নিয়ম মাফিক সবকিছু করাটাই একমাত্র ভালোবাসার প্রতি দায়িত্ব পালন নয়!

"এখন তুমি ছোট। বড় হলে ঘুরতে যেয়ো।"বড় হবার পর "এখন তোমার পড়া আছে। পড়াশুনা শেষ করে ঘুরতে যেয়ো"।পড়াশুনা শেষ করার পর "এখন তো...
18/10/2024

"এখন তুমি ছোট। বড় হলে ঘুরতে যেয়ো।"

বড় হবার পর "এখন তোমার পড়া আছে। পড়াশুনা শেষ করে ঘুরতে যেয়ো"।

পড়াশুনা শেষ করার পর "এখন তোমার বিয়ের বয়স। বিয়ে করে জামাই নিয়ে ঘুরতে যেয়ো"।

বিয়ের পর " এখন তোমার বাচ্চা কাচ্চা নেবার সময়। বাচ্চা হয়ে নিক। এরপর ঘুরতে যেয়ো"।

বাচ্চা হবার পর "বাচ্চা তো এখনো ছোট। একটু বড় হোক এরপর ঘুরতে যেয়ো"।

বাচ্চা বড় হবার পর শুরু হয় আবারো আরেক জীবনচক্র। এরপর বুড়ো বয়সে সবাই ঘুরতে নেবার জন্য টানে। কিন্তু শরীরে আর শক্তি থাকে কই!

এভাবেই নারীর ঘুরাঘুরি জীবনের গল্প শেষ হয়! 🥹

( সংগৃহীত )

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꧁ সুহাসিনী ꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꧁ সুহাসিনী ꧂:

Share