Aymi360

Aymi360 Your quick guide to everything cricket.

ভৈবব এর বয়স ১৪ বা ১৮ হউক এই শার্দুল কে যে ছক্কাটা মারলো আইপিএলের মত প্রেশারের ম্যাচে আমরা কখনো সাহস করবো কি আদৌ?ছেলেটা ব...
19/04/2025

ভৈবব এর বয়স ১৪ বা ১৮ হউক এই শার্দুল কে যে ছক্কাটা মারলো আইপিএলের মত প্রেশারের ম্যাচে আমরা কখনো সাহস করবো কি আদৌ?

ছেলেটা বলতেই পারতো প্রথম ম্যাচ দেখে শুনে রানটা করি কিংবা দেখেশুনে খেলি। দু'টো ইনিংস নিয়ে আলোচনা করি।

শেখ রাশেদ চেন্নাই এর হয়ে ডাক পেয়েছেন ক্যাপ্টেন রিতুরাজের পরিবর্তে, কনওয়ের মত সিনিয়র ক্যাম্পেইনের পজিশন ছাড়তে হয়ছে। হিউজ প্রেশারের একটা ম্যাচে দারুণ কিছু চর্তুভূজের মত রান করেছেন, মেরেছেন ছ'টি চার। রান সংখ্যা ২৭(১৯)। সে ম্যাচ জয়ে এই বান্দার অবদান অস্বীকার আমি মনে করিনা চেন্নাই করতে সক্ষম ই হবে।ওপেনিং এ ভালো তারা করতে পারছিলো না।

ভৈবরের এই ৩৪(২০) এ দুইটা ৪ আর তিনটা ৬, পিকচার পারফেক্ট যাকে বলে। তিনি বলতেই পারতেন আমি এখনো ছোট ফিজের মত পুরাতন স্লোয়ার এর মত আমার পুরাতন ব্যাটিং এপ্রোচ টা রেখে সাজাই, পিচ হেল্প করুক আর না করুক কিংবা তিনি বলতেই পারতেন এত ম্যাচ বসে আছি কেউ সুযোগ দিচ্ছে না হুট করে আইপিএলের মত মঞ্চে অভিষেক হওয়া লিটনের কথা, যিনি দু'টো স্টাম্পিং মিসের পাশাপাশি করেছেন মাত্র ৪ রান অথচ লিটনের কি অভিজ্ঞতা কম ছিলো কোনো অংশেই?

ভৈবব কি বলতে পারতেন না প্রাইম মাশরাফির মত সারাবছর ক্রিকেট খেলে ও আগুণঝড়া বল করে এক ওভারে ২১ রান লাগা ম্যাচে ২৬ রান দিয়ে উদীমান রোহিত কে ভারতীয় দেশসেরা ওপেনার বানানো?

কিংবা আব্দুর রাজ্জাকের মত ২ ওভারে ২৭ রান দিয়ে নিজের ভ্যালু হারানো?

অনেকে বলতে পারেন এক ম্যাচে একটা প্লেয়ারের কিভাবে সব যাচাই করবেন?

প্রমাণের সুযোগ এক ম্যাচে দেখাতে হবে,এক ম্যাচেই করুণ নায়ার রা ফিরে আসে, এক ম্যাচেই ঝুকতে থাকা মানিশ পান্ডে আইপিএল জেতাই কিংবা এক ম্যাচেই সাকিব আল হাসান স্কোপ মেরে আইপিএল জেতায়।

সুযোগ বারবার কেউ করে দিবে না, সুযোগ করে নিতে হবে।

এদের মত ফেয়ারলেস ক্রিকেট যেদিন খেলতে সক্ষম হবো সেদিন বাংলাদেশ ক্রিকেট আগাবে।

কলকাতা টিমের সব ঠিক থাকলেও স্পোর্টস ফ্রেন্ডলি পিচে এরা ধরা খাবে।নর্কিয়া,হারশিত,ভৈবব কিংবা রাসেল কেউ ই ডেথ এ ইফেক্টিভ না ...
15/04/2025

কলকাতা টিমের সব ঠিক থাকলেও স্পোর্টস ফ্রেন্ডলি পিচে এরা ধরা খাবে।নর্কিয়া,হারশিত,ভৈবব কিংবা রাসেল কেউ ই ডেথ এ ইফেক্টিভ না অতটা।গতবার ও সবচেয়ে ল্যাকিংস বেশি এসেছিলো কলকাতার ডেথে অতিরিক্ত রান খরচ করে। প্রতি ম্যাচে মঈন/নরকিয়া/জনশন এমন রিপ্লেসম্যান্ট টিমের কম্বে নষ্ট করে দিতে পারে।
কলকাতার উচিত বোলিং ডেপ্ট টা বাড়ানো।

২০০৯ সালের মাশরাফির (৪-০-৫৮) পারফরম্যান্স – দুর্ভাগ্য, না কর্মফল?২০০৯ আইপিএলে মাশরাফি বিন মর্তুজার এক অস্বাভাবিক পারফরম্...
12/04/2025

২০০৯ সালের মাশরাফির (৪-০-৫৮) পারফরম্যান্স – দুর্ভাগ্য, না কর্মফল?

২০০৯ আইপিএলে মাশরাফি বিন মর্তুজার এক অস্বাভাবিক পারফরম্যান্স (৪ ওভারে ৫৮ রান) নিয়ে এখনও নানা মহলে আলোচনা চলছে। অনেকেই এটিকে দুর্ভাগ্য বলেন, আবার অনেকে বলেন, এটা ছিলো অযোগ্যতার চরম বহিঃপ্রকাশ।

আমি যখন ক্রিকইনফো-এর স্কোরকার্ড খুঁটিয়ে দেখি, তখন আমার মনে হয়েছে, মাশরাফির কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া সম্ভবত ২০০৭ সালে সৌরভ-শেবাগদের বিপক্ষে তার দুর্দান্ত এক স্পেলের কারণে হয়েছিল, যা সৌরভ গাঙ্গুলীর মনে দাগ কেটেছিল। সেই ম্যাচে মাশরাফি পাওয়ার প্লেতে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন এবং বাকি উইকেটগুলো নিয়েছিলেন ইনিংসের শেষ দিকে।

২০০৯-এর সেই ম্যাচে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম একই কৌশলে তাকে ব্যবহার করেন—প্রথম দুই ওভার এবং শেষের দুই ওভার। কিন্তু ফলাফল একেবারেই ভিন্ন।

প্রথম ওভার বিশ্লেষণ: ০ + ০ + ৬ + ৬ + ১ + ২ = ১৫ রান

দ্বিতীয় ওভার: ওয়াইড + ০ + ২ + ০ + ৪ + ০ + ৪ = ১১ রান

সিজনের মাঝপথে বেঞ্চ থেকে উঠে আইপিএলের মতো হাই-প্রেশার মঞ্চে পারফর্ম করা এমনিতেই কঠিন, তার উপর গিলক্রিস্টের মতো অভিজ্ঞ ব্যাটার প্রথম ওভারেই দুটি বিশাল ছক্কা মেরে তাকে ব্যাকফুটে ঠেলে দেয়। প্রথম দুই ওভারে ২৬ রান দিয়ে ফেলেন ম্যাশ।

করণীয় কী ছিল?
যেহেতু তিনি প্রতিটি ফেজেই মার খাচ্ছিলেন, তখনই তাকে সরিয়ে অন্য কাউকে দিয়ে শেষের ওভার করানো উচিত ছিল। এমন সময় তাকে ধরে রাখাটা যুক্তিযুক্ত ছিল না।

তৃতীয় ওভার: তবে তৃতীয় ওভারে মাশরাফি ঘুরে দাঁড়ান—মাত্র ৬ রান দেন। নো-বল দিয়েও ভাগ্য তার পক্ষে কাজ করে, কারণ সে বলে সিমন্স আউট হন। অপরপ্রান্তে থাকা রোহিত কিছুটা নার্ভাস ছিলেন এবং নতুন ব্যাটারও দেখেশুনে খেলছিলেন। সেই উইকেটটা ম্যাশকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়।

শেষ ওভারে কী হলো? শেষ ওভারের শুরুতেই নো-বল দেন মাশরাফি, যেটিতে রোহিত শর্মা চার মারেন। সেই একটি বলেই খেলার মোড় ঘুরে যায়। এরপর রোহিত তাণ্ডব চালিয়ে ওভারে ২৬ রান তুলে ফেলেন এবং ম্যাচ বের করে নিয়ে যান। রোহিত শেষ পর্যন্ত ৩২ বলে ১৩ রানে অপরাজিত থেকে ম্যান অফ দ্য ম্যাচ হন।

ক্যাপ্টেনের ভূমিকা কতটা? আমার মতে, মাশরাফির ভুল ৮০%, তবে ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককালামের কৌশলগত সিদ্ধান্তেও ২০% দোষ আছে। মাশরাফি কখনোই ডেথ ওভারের বোলার ছিলেন না। তার প্রথম দুই ওভারে যখনই বোঝা গেছে তিনি চাপ নিতে পারছেন না, তখন কেন তাকে ১৭ এবং ১৯তম ওভার দেওয়া হলো? কেনো ইশান্ত শর্মা বা অন্য কাউকে দিয়ে করানো হলো না?

মাশরাফির বোলিংয়ের ভাঙচুর: দুই ছক্কা খেয়ে তিনি ছন্দ হারিয়ে ফেলেন। এরপর দ্বিতীয় ওভারে এসে ওয়াইড দিয়ে শুরু করেন এবং আবারও মার খান। ৩য় ওভারে উইকেট পেয়ে কিছুটা ফিরলেও শেষ ওভারের নো-বলই তার সর্বনাশ ডেকে আনে।

ইশান্ত শর্মা: ৪-০-২৩-০
অজিত আগারকার: ৪-০-৪১-০
মাশরাফি: ৪-০-৫৮-০

পেসারদের জন্য দিনটা খারাপ গেলেও, সবচেয়ে বাজে ফলাফলটা মাশরাফিরই। তাই শেষমেশ দায়টাও তাকেই নিতে হবে।

লেখক ও বিশ্লেষণ:
Mohammed Ayman Awshaf
Student of EEE
Official Page - AYMI360

Just a personal observation: Lucknow’s gameplay this season feels quite similar to Hyderabad's last year, especially rel...
12/04/2025

Just a personal observation:
Lucknow’s gameplay this season feels quite similar to Hyderabad's last year, especially relying heavily on players like Abhishek and Head. If the rest of the squad doesn’t step up, they might choke under pressure. Time for others to take responsibility too.

পার্সোনাল একটা অপিনিয়ন হচ্ছে... ঠান্ডা মাথাতে দাবার চাল ঘুরিয়েছে সামির কাদের চৌধুরি।-চট্টগ্রামের উচিত ছিল মিরাজকে ডিরেক্...
02/02/2025

পার্সোনাল একটা অপিনিয়ন হচ্ছে... ঠান্ডা মাথাতে দাবার চাল ঘুরিয়েছে সামির কাদের চৌধুরি।
-চট্টগ্রামের উচিত ছিল মিরাজকে ডিরেক্টে টানা। কিন্তু তা না করে অনিশ্চয়তার মধ্যেই সাকিব কে তারা নিয়েছে এক প্রকার স্পন্সর আর মার্কেটিং করতে তার কারণ বিএনপির সামনে ইলেকশন আর রাউজানের সাবেক এমপি সাকা চৌধুরির ভাইপো সামির কাদের চৌধুরি। মঈন কে নেওয়াটা ও মার্কেটিং ছিল যাতে দু'একটা পোস্টের মাধ্যমে হাইপে আসে।খেয়াল করলে দেখবেন,সাকিব কিংবা মঈন কোনো ফ্যান মেসেজ পাঠায় নি। তার সবচেয়ে টেকনিক্যাল মুভ টা ছিল শন টেট কে কোচ হিসেবে নেওয়া।কারণ রিসেন্টলি সে জানে কোন প্লেয়ার কেমন করবে এবং বাংলাদেশের একজন এনালিস্ট কে টিমের সাথে রাখা,যাতে রিসেন্ট টাইমে কে কেমন করেছে ধারণা রাখা। এই অনুযায়ী টিম টা সাজিয়েছে তা নাহলে উসমান,ক্লার্কের বিপিএল এ আসার আগে ফর্মের ঘাটতি ছিলো।বিনুরা যে কেউ রিজেক্ট করবে নাম আর ফেস দেখেই। কিন্তু শন টেটের আন্ডারে সে আগেও খেলছে এবং ডেথ এর ওয়ান অফ দ্যা বেস্ট কারেন্ট টাইমে।হাইদার আলীর রিকমেন্ডশন টাও টেটের ছিল তার কারণ তার পিএসএল এর অভিজ্ঞতা আছে লাহোর কে কোচিং এ রাখা।খাজা নাফে,আলিস,শামীম,পারফেজ ইমন এগুলা টেকনিক্যাল মুভ ছিল।বড় মুভ না হলেও এখানে এনালিস্ট,কোচের ভূমিকা আছে। সবচেয়ে ইউনিক মুভ টা ছিল মিথুন আলি।মিথুন আলী এর আগের বিপিএল এ সিলেটের হয়ে ৭ ম্যাচ ক্যাপ্টেন্সি করে ৫ ম্যাচ জিতিয়েছিল দল কে এবং গাজী গ্রুপ চট্টগ্রামেও খেলেছে। ফর্মালি তাদের ঝামেলা টা বেড়েছে ম্যাথুইজ না আসাতে।একটা অলরাউন্ডার তারা সিলেক্ট করেই রেখেছিল ব্যাকআপে সেটা না আসাতে রিপ্লেস করতে পারেনাই।
ব্যাক্তিগত ভাবে মিথুনের জায়টাটায় মিরাজ থাকলে চট্টগ্রাম এডভান্টেজ পেত।

আমার জাস্ট একটা প্রশ্ন... প্রতিবার এই জগণ্য টিম গুলাতে কেন তাসকিনকে তারা মেইন আইকন বানায়....😑?প্রতিটা টিম ই জগণ্য ছিল তা...
16/10/2024

আমার জাস্ট একটা প্রশ্ন...
প্রতিবার এই জগণ্য টিম গুলাতে কেন তাসকিনকে তারা মেইন আইকন বানায়....😑?
প্রতিটা টিম ই জগণ্য ছিল তাসকিন এর ভাইকিংস থেকে শুরু করে।

বাংগালী যে হাইপের উপরে চলে তার বাস্তবিক উদাহরণ রিশাদ হোসেন-খুব দারুণ একটা টি-২০ বিশ্বকাপ এবং শ্রীলংকা সিরিজ কাটিয়েছে। সব...
13/10/2024

বাংগালী যে হাইপের উপরে চলে তার বাস্তবিক উদাহরণ রিশাদ হোসেন
-
খুব দারুণ একটা টি-২০ বিশ্বকাপ এবং শ্রীলংকা সিরিজ কাটিয়েছে। সবাই বলছে আমাদের ফিউচার।ওর প্রতি তখন থেকেই আমার কেনো এক্সেপটেশন ছিল না কারণ লেগি দের প্রথম গুণ গুগলি, যেটা তার ছিলই না। একটু এনালাইজ করি, বিশ্বকাপে যে উইকেট গুলা পেয়েছে সেগুলার ম্যাক্সিমাম ই ছিল স্লো উইকেটে। খেয়াল করলে দেখবেন যেহেতু রিশাদ কে আগে খেলেনি কেউ তাদের সমস্যা হয়েছে কারণ বলের ধরণ বুঝেনি। যারা একটু মেরে খেলতে ভালবাসেন তারা ইজিলি খেলতে পারবে ওরে।
আপনাদের রিসেন্ট ম্যাচ টাতে নিয়ে যায়,সে ৫ ছক্কা খেলো, এই ৫ ছক্কার সব গুলাই ছিল সেম লেংথ এ।ও চাচ্ছিলো পিচ থেকে হেল্প নিতে কিন্তু তার গুগলি না থাকার কারণে বল সোজা আসাতে ব্যাটসম্যান জাস্ট ইজিলি খেলে দিছে। এখন সেম ম্যাচে রবি বিশ্নয় এর বলে আসি চলেন,শান্ত যে সুইপ খেললো সেটাতে আপনারা কি টার্ন দেখেছেন? উত্তর আসবে অবশ্যই।
এটা কেমনে?? পিচ তো শুধু রোল করলেই পুরোপুরি চ্যাঞ্জ হয়না। ওর বোলিং এ এনাইজার রা ঠিক ই এনালাইজ করছে, সামনে সবাই ইজিলি খেলবে যদি স্কিল আপডেট না করে।খেয়াল করবেন সবাই তাকে এট্যাকিং এ খেলেছে কারণ ডিফেন্স করলে হুট করে ঢুকে যেতে পারে বল। রিশাদকে এপ্রিচিয়েট করি, ব্যাটিং এ হিটিং পাওয়ার আছে।ও ভালো করবে তবে আমরা হাইপে না তুলি, নরমাল ই রাখি।

চিটাগাং কিংস এর এই পর্যন্ত সাইনিং।কোন প্লেয়ারটি আপনার কাছে ইম্প্যাক্টফুল মনে হচ্ছে এদের মধ্যে এবং কেন??
11/10/2024

চিটাগাং কিংস এর এই পর্যন্ত সাইনিং।
কোন প্লেয়ারটি আপনার কাছে ইম্প্যাক্টফুল মনে হচ্ছে এদের মধ্যে এবং কেন??

ক্রিকেটে আমার টপ ৬ জন। আপনার লিস্টে কাকে কাকে রাখবেন?ব্রি:দ্র: একজন মহিলা ক্রিকেটার থাকতে হবে।
11/10/2024

ক্রিকেটে আমার টপ ৬ জন। আপনার লিস্টে কাকে কাকে রাখবেন?
ব্রি:দ্র: একজন মহিলা ক্রিকেটার থাকতে হবে।

-His wife left Him!✅-Country Hates Him!✅-Teammates Hates Him!✅-No one wants him in the team!✅-Even his closest people le...
11/10/2024

-His wife left Him!✅
-Country Hates Him!✅
-Teammates Hates Him!✅
-No one wants him in the team!✅
-Even his closest people left him! ✅
-Comeback!✅
-Good bowling Against Pakistan in T-20 wc!✅
-Good bowling Against USA in T-20 wc!✅
-Good Batting Against Afghanistan in T-20 wc!✅
-Massive Fifty Against Bangladesh in T-20 wc!✅
-Match winning bowling in T-20 wc final!
-From Villain to Hero!✅

Happy Birthday Hardik Pandya!🪄❤️

ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে অনফিল্ড হিসাবে আজকে মাঠে ছিলেন বাংলাদেশের সৈকত।
07/10/2024

ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে অনফিল্ড হিসাবে আজকে মাঠে ছিলেন বাংলাদেশের সৈকত।

চট্টগ্রাম ক্যাম্পে যুক্ত হলেন মঈন আলী।টেকটিক্যালি আমার কাছে জিনিস টা ব্যাটার মনে হইছে।তানজিদ তামিম আর উসমান খান কিংবা লি...
07/10/2024

চট্টগ্রাম ক্যাম্পে যুক্ত হলেন মঈন আলী।
টেকটিক্যালি আমার কাছে জিনিস টা ব্যাটার মনে হইছে।তানজিদ তামিম আর উসমান খান কিংবা লিটন কে নিতে পারলে দুইজন ওপেন করবে, ওয়ান ডাউনে মঈন কে চালানো যাবে এবং পার্টানরশীপের জন্য ম্যাথুউজ কাজে আসবে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aymi360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share