
19/04/2025
ভৈবব এর বয়স ১৪ বা ১৮ হউক এই শার্দুল কে যে ছক্কাটা মারলো আইপিএলের মত প্রেশারের ম্যাচে আমরা কখনো সাহস করবো কি আদৌ?
ছেলেটা বলতেই পারতো প্রথম ম্যাচ দেখে শুনে রানটা করি কিংবা দেখেশুনে খেলি। দু'টো ইনিংস নিয়ে আলোচনা করি।
শেখ রাশেদ চেন্নাই এর হয়ে ডাক পেয়েছেন ক্যাপ্টেন রিতুরাজের পরিবর্তে, কনওয়ের মত সিনিয়র ক্যাম্পেইনের পজিশন ছাড়তে হয়ছে। হিউজ প্রেশারের একটা ম্যাচে দারুণ কিছু চর্তুভূজের মত রান করেছেন, মেরেছেন ছ'টি চার। রান সংখ্যা ২৭(১৯)। সে ম্যাচ জয়ে এই বান্দার অবদান অস্বীকার আমি মনে করিনা চেন্নাই করতে সক্ষম ই হবে।ওপেনিং এ ভালো তারা করতে পারছিলো না।
ভৈবরের এই ৩৪(২০) এ দুইটা ৪ আর তিনটা ৬, পিকচার পারফেক্ট যাকে বলে। তিনি বলতেই পারতেন আমি এখনো ছোট ফিজের মত পুরাতন স্লোয়ার এর মত আমার পুরাতন ব্যাটিং এপ্রোচ টা রেখে সাজাই, পিচ হেল্প করুক আর না করুক কিংবা তিনি বলতেই পারতেন এত ম্যাচ বসে আছি কেউ সুযোগ দিচ্ছে না হুট করে আইপিএলের মত মঞ্চে অভিষেক হওয়া লিটনের কথা, যিনি দু'টো স্টাম্পিং মিসের পাশাপাশি করেছেন মাত্র ৪ রান অথচ লিটনের কি অভিজ্ঞতা কম ছিলো কোনো অংশেই?
ভৈবব কি বলতে পারতেন না প্রাইম মাশরাফির মত সারাবছর ক্রিকেট খেলে ও আগুণঝড়া বল করে এক ওভারে ২১ রান লাগা ম্যাচে ২৬ রান দিয়ে উদীমান রোহিত কে ভারতীয় দেশসেরা ওপেনার বানানো?
কিংবা আব্দুর রাজ্জাকের মত ২ ওভারে ২৭ রান দিয়ে নিজের ভ্যালু হারানো?
অনেকে বলতে পারেন এক ম্যাচে একটা প্লেয়ারের কিভাবে সব যাচাই করবেন?
প্রমাণের সুযোগ এক ম্যাচে দেখাতে হবে,এক ম্যাচেই করুণ নায়ার রা ফিরে আসে, এক ম্যাচেই ঝুকতে থাকা মানিশ পান্ডে আইপিএল জেতাই কিংবা এক ম্যাচেই সাকিব আল হাসান স্কোপ মেরে আইপিএল জেতায়।
সুযোগ বারবার কেউ করে দিবে না, সুযোগ করে নিতে হবে।
এদের মত ফেয়ারলেস ক্রিকেট যেদিন খেলতে সক্ষম হবো সেদিন বাংলাদেশ ক্রিকেট আগাবে।