Muslims Ummah

Muslims Ummah Girls fashion & Collection

01/12/2024

#সাদাকাহ বা দান যে শুধু অর্থবিত্তের সাথে সম্পর্কিত বিষয়টি আসলে এমন নয়। ইসলামে সাদাকার ধারণাটি অত্যন্ত বিস্তৃত। এটি যে কোনো ধরণের ভালো কাজ, সহানুভূতি, এবং মানুষের উপকারে আসা আচরণের মধ্যেও অন্তর্ভুক্ত। যেমন:

১.
#মুচকি হাসি দেয়া:
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"তোমার ভাইয়ের প্রতি মুচকি হাসি দেওয়াও তোমার জন্য একটি সাদাকাহ।"
-তিরমিজি ও আবু দাউদ

২.
#কাউকে ভালো কোনো পরামর্শ দেওয়া:
নবীজি (ﷺ)বলেছেন:
"তুমি তোমার ভাইয়ের জন্য উপকারী কিছু নির্দেশনা দিলে, সেটাও সাদাকা।"
-সহিহ মুসলিম

৩.
#অন্যের সাহায্যে এগিয়ে আসা:
প্রিয় নবী (ﷺ) বলেছেন:
"তুমি যদি দুর্বলকে তার বোঝা বহনে সাহায্য করো বা অন্য কোনো উপকারী কাজে তাকে সহায়তা করো, সেটিও সাদাকা হিসেবে গণ্য হবে।"
-বুখারি ও মুসলিম

৪.
#ভালো কথা বলা:
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"ভালো কথা বলাও সাদাকা।" (অর্থাৎ, যে ভালো কথা মানুষের হৃদয়ে প্রশান্তি আনে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক হয়।)
-বুখারি ও মুসলিম

৫.
#রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো:
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেওয়াও সাদাকা।"
-সহীহ বুখারি ও সহীহ মুসলিম

৬.
#মানুষের শান্তি ও কল্যাণ কামনা করা:
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"তুমি যখন কাউকে তার জন্য শান্তি বা কল্যাণ কামনা করে সালাম দাও, সেটিও একটি সাদাকা।"
-তিরমিজী

এরকম হয়তো আরো অনেক রেফারেন্স থাকতে পারে। গত কয়েকদিন‌ ধরে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে পুরোপুরি স্পষ্ট হলাম যে , ইসলামে সাদাকাহ শুধু ধনসম্পদ দান করাকেই বোঝায় না। যেকোনো ধরণের ভালো কাজই সাদাকার অন্তর্ভুক্ত। অসহিষ্ণুতার এই সময়ে এ ধরনের নান্দনিক সাদাকাহগুলোর প্রচলন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক।

©

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslims Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslims Ummah:

Share