Today.02

Today.02 স্বাগতম👍❤️
(1)

 #একটা_ছোট_ভুল       #একটা_পরিবার_শেষরাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্...
28/07/2025

#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…

এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন।©


#দিয়াবাড়িমাইলস্টোন
Today.02 Rtv । আরটিভি

27/07/2025

One of the Stories.🥀🖤
.

26/07/2025

শুভ সকাল বন্ধুরা।
বন্ধু লাগলে সাথে থাকেন।❤️

25/07/2025

বুকফাটা আর্তনাদ: যে মায়ের হাতে ছেলে ডুবলো বরফের অতলে! 😭😭যেই মা সারারাত জেগে ছেলের গায়ে কাঁথা তুলে দিতেন, ঠান্ডা না লাগ...
22/07/2025

বুকফাটা আর্তনাদ: যে মায়ের হাতে ছেলে ডুবলো বরফের অতলে! 😭😭
যেই মা সারারাত জেগে ছেলের গায়ে কাঁথা তুলে দিতেন, ঠান্ডা না লাগার ভয়ে তটস্থ থাকতেন, আজ নিজের হাতেই সেই ছেলেকে ডুবিয়ে রেখেছেন বরফের অতলে। পরিবারের একমাত্র অবলম্বন, আদরের ধন, দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের ছাত্রটি আজ নিথর!
বিদেশে থাকা বাবা এখনও জানেন না তার পৃথিবীতে সব শেষ হয়ে গেছে। ছেলের মৃত্যু সংবাদ শুনে তিনি পাগলপ্রায়। বাবা দেশে না ফেরা পর্যন্ত সন্তানের দাফন হবে না, তাই আত্মীয়-স্বজনরা বরফ দিয়ে ঢেকে রেখেছেন কচি দেহটি। 💔
আল্লাহ, তুমি এই মা-বাবাকে এই শোক সইবার শক্তি দাও, ধৈর্য দাও। 😢 ©
#দিয়াবাড়িমাইলস্টোন

‘আপনারা কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বাংলাদেশে? সেটির প্রথম পরিচালক ছিলেন ডা. সা...
22/07/2025

‘আপনারা কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বাংলাদেশে? সেটির প্রথম পরিচালক ছিলেন ডা. সামন্ত লাল সেন। পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় তার খ্যাতি আন্তর্জাতিক। সরকার নাকি বিদেশ থেকে চিকিৎসক আনবে! এই বিদেশপ্রীতি বন্ধ করুন। এই মুহূর্তে আমাদের বাচ্চাদের চিকিৎসা দরকার। ডা. সেন ছাড়া এমন বড় দুর্যোগ সামলাতে পারে, এমন লোক আর আছে কি না, সন্দেহ। একজনের প্রাণও যদি বাঁচে, সেটাই মহামূল্যবান। দগ্ধদের চিকিৎসায় এখন তাকে দরকার।’

সিভিল ক্রাইসিসে ভাঁওতাবাজী বন্ধ করেন। রাষ্ট্রের যা কিছু আছে সর্বোচ্চ টুকু দিয়ে সমাধান করেন।©

- গবেষক ও লেখক রাজু নূরুল।

21/07/2025
21/07/2025

"জীবনে মা-বাবা হয়তো এই বাচ্চাগুলাকে চুলার পাশে যেতেই দেন নাই একটু তাপ লাগবে এজন্য"🙂

21/07/2025

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today.02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share