02/12/2025
আমি জানি না কতবার আমি নিজের ভেতরের ভাঙনটাকে হাসির আড়ালে লুকিয়েছি,
আর নীরবতার কাঁধে কতবার যে নতুন বোঝা চাপিয়ে দিয়েছি।সে চাপ, সেই গোপন যন্ত্রণা
তার আসল ওজনটা হয়তো শুধু আমার ঈশ্বরই বুঝতে পেরেছেন।তবু একটা প্রশ্ন আজও মনের কোণে ধুকধুক করে
তোমার সেই দার্জিলিং কি কখনো তোমার নীরবতা শুনেছিল? তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাটা দেখেছিল?
নাকি তোমার চোখের নিচে জমে থাকা রাতগুলোর ভাষা সে কোনোদিন বুঝতেই পারেনি?
কারণ আমি তো কখনো তোমায় ছুঁইনি
ছুঁয়েছিলাম শুধু তোমার নীরবতার গভীরকে,
যেখানে শব্দহীন সত্যগুলো ঘুমিয়ে থাকে, আর অপেক্ষা করে বোঝার জন্য।
#কাল্পনিক