Crazy ayat

Crazy ayat সবাই যেন ভালো থাকে

25/07/2025

দূরত্ব যতই বাড়ুক, অভিমান যতই হোক, মায়ার টান কখনও পুরোপুরি শেষ হয় না। সময়ের সাথে সাথে হয়তো অভিব্যক্তি বদলে যায়, কিন্তু মন জানে — মায়া এখনো রয়ে গেছে।
🌻 Good night 🌻

~ তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে এতো তিব্রভাবে গ্রাস করেছিলো যে,আমি ভুলেই গিয়েছিলাম " মানুষ সেটা সবচেয়ে বেশি নিজের করে চা...
23/07/2025

~ তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে এতো তিব্রভাবে গ্রাস করেছিলো যে,আমি ভুলেই গিয়েছিলাম " মানুষ সেটা সবচেয়ে বেশি নিজের করে চায় সেটাই সবার আগে হারিয়ে যায়"..🖤😊

21/07/2025

আর্থিক সংকটের সর্বনিম্ন শাখায় আছি,,,
মনটা বিক্রি করে দিবো কেউ নিলে জানায়েন🤧🙂

16/07/2025
14/07/2025

আমার মতো দেখতে খারাপ হলে বুঝতা একটা প্রোফাইল পিক পাল্টাতে কতটা স্ট্রাগল করা লাগে!🙂

13/07/2025

মাঝে মাঝে হুদাই কান্না পায়,আবার মাঝে মধ্যে হুদাই হাসি পায়, মনে হয় পা'গল হওয়ার লাস্ট ষ্টেজে আছি.!🙂❤️‍🩹

তুমি তো নিজের হাতেই, ক্ষ'তবিক্ষত করেছো আমায়.!❤️‍🩹😅
07/07/2025

তুমি তো নিজের হাতেই,
ক্ষ'তবিক্ষত করেছো আমায়.!❤️‍🩹😅

02/07/2025

ইগো, ইগনোর, অবহেলা, যতযাই করছেন, আবার কখনো আমার সঙ্গ লাগলে কোনোরকম সংকোচ ছাড়াই ফিরে আসবেন। আমি একটা বেহায়া মানুষ। দেখবেন ঠিকই সব ভুলে গিয়ে আগের মতোই নিজেকে উজাড় করে দিচ্ছি।🌸

বন্ধুত্ব, প্রেম, ভালবাসা, মায়া; সম্পর্কের নাম যাই হোক, আমি সব সম্পর্ক কেই গুরুত্ব দিতে জানি!🖤

01/07/2025

-আর কথা বলি না!
মায়া বাড়ার ভয়ে, রোজ কথা বলার অভ্যাসটা অনেক কষ্টে ত্যাগ করেছি!

এখন কথা বলতে খুব ইচ্ছে হয়, তবে ইচ্ছে পূরণ না হবার যন্ত্রণা এখন সহ্য করতে শিখেছি।

আগে কত ভালোবাসি ভালোবাসি বলে লাফালাফি করতাম। এখন ঐ কথা যার কাছে শুনি, তাকে খুব বিরক্ত লাগে.!🖤

তোমার বোঝা উচিত ছিল পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেনো মনে ধরেছিল। তোমার জানা উচিত ছিলো এতো চোখের ভীড়ে তোমার চাহনিতে কেন আ...
27/06/2025

তোমার বোঝা উচিত ছিল পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেনো মনে ধরেছিল। তোমার জানা উচিত ছিলো এতো চোখের ভীড়ে তোমার চাহনিতে কেন আমার চোখ আটকে ছিলো।

তোমার শোনা উচিৎ ছিলো, ফেলে আসা ব্য'থার দিন গুলোর য'ন্ত্রণার চেয়ে তোমার নীরবতা আমাকে আরও ক'ষ্ট দিয়েছে। তুমি গত হয়েছো সেই'কবে, তবুও তোমার বিষাদ আমাকে নিস্তার দেয়নি কোনকাল।

26/06/2025

__তুমি আমার সেই উপন্যাস.....!📖🙂
__যার কোন শেষ পাতা নেই......! 💔✨

23/06/2025

খুব সম্ভবত আমাদের জীবন নিয়ে রিগ্রেট হওয়ার পেছনে আমাদের নেয়া বেশ কিছু ভুল সিদ্ধান্ত'ই দায়ী।❤️‍🩹

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crazy ayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share