ছাত্র-ছাত্রী ডট কম

ছাত্র-ছাত্রী ডট কম ছাত্র-ছাত্রী ও বেকার যুবকদের সহায়তায় সব কিছু এক যায়গায়।

কি বীভৎস অবস্থা!গা হিম করা অনুভূতি। চিৎকার করে অশ্রাব্য গালি দেয়ার অনুভূতি। কুমিল্লার মেঘনা উপজেলায় ঘুসাতে-ঘুসাতে এভাবেই...
31/07/2025

কি বীভৎস অবস্থা!
গা হিম করা অনুভূতি। চিৎকার করে অশ্রাব্য গালি দেয়ার অনুভূতি। কুমিল্লার মেঘনা উপজেলায় ঘুসাতে-ঘুসাতে এভাবেই বিএনপির এক নেতার মুখের ভূগোল পাল্টে দিয়েছে আরেক নেতা।

28/07/2025
৩০ বছরের দম্পত্য জবনে-- ১৬ সন্তানের সাথে এক ফ্রেমে বন্দী, বয়স ৪ থেকে ২৯ বছর,
20/07/2025

৩০ বছরের দম্পত্য জবনে--

১৬ সন্তানের সাথে এক ফ্রেমে বন্দী,

বয়স ৪ থেকে ২৯ বছর,

ফেরেশতা: তোমার দ্বীন কি?উত্তর : জয় বাংলা
18/07/2025

ফেরেশতা: তোমার দ্বীন কি?
উত্তর : জয় বাংলা

13/07/2025

বিএনপির মতো একটি জনপ্রিয় দলকে পচানোর অপচেষ্টা।
মানবিক চাঁদা বন্টন পদ্ধতি!

মাটিতে না নেমেই বছরের পর বছর উড়ে বেড়াতে পারে অ্যালবাট্রস নামের বিশাল এই পাখি। এরা নিজেদের জীবনের প্রথম ৬ বছর উড়ে উড়েই কা...
12/06/2025

মাটিতে না নেমেই বছরের পর বছর উড়ে বেড়াতে পারে অ্যালবাট্রস নামের বিশাল এই পাখি।

এরা নিজেদের জীবনের প্রথম ৬ বছর উড়ে উড়েই কাটিয়ে দেয়, মাটিতে নামেই না। খাওয়াদাওয়া সারে সাগরের পানিতেই।

এরপর যদিও-বা নামে, সেটাও যেন নিতান্ত বাধ্য হয়ে।

মিলন করতে হবে, বংশবৃদ্ধি করতে হবে-এই উদ্দেশ্যেই এরা জীবনে প্রথম মাটিতে পা ফেলে।

একটা সিঙ্গেল জার্নিতে অ্যালবাট্রস পাখি ১০ হাজার মাইলেরও বেশি উড়তে পারে।

আর পুরো পৃথিবী একবার চক্কর দিতে এদের কয়দিন সময় লাগে জানেন?

-মাত্র ৪৬ দিন!
সংগৃহীত

এই প্রথম লেন্দুপ দর্জির গরুর গোশত বিহীন কুরবানির ঈদ!
11/06/2025

এই প্রথম লেন্দুপ দর্জির গরুর গোশত বিহীন কুরবানির ঈদ!

-যদি চিনতে পারেন তাহলে বুঝে নেব আপনার গ্রামের জীবন অনেক মধুর ছিলো।🥰
11/06/2025

-যদি চিনতে পারেন তাহলে বুঝে নেব আপনার গ্রামের জীবন অনেক মধুর ছিলো।🥰

১ বলে ২৮৬ রান! ঘটনাটি অবিশ্বাস্য  লাগলেও ঘটনাটি  কিন্তু সত্যি। এমনই ঘটনা ঘটেছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ঘটনাটি ১৮৯৪ সালে...
14/02/2025

১ বলে ২৮৬ রান! ঘটনাটি অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি। এমনই ঘটনা ঘটেছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ঘটনাটি ১৮৯৪ সালের। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে মুখোমুখি হয়েছিলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলেই সজোরে ব্যাট চালান ভিক্টোরিয়ার ব্যাটসম্যান।

মাঠের ভেতরেই ছিলো বিশাল আকৃতির একটি জাররাহ গাছ। গাছের ডালে গিয়ে আটকে যায় বলটি। বলটি এত ওপরে আটকে যায়, যা ফিল্ডারদের ধরাছোঁয়ার বাইরে ছিলো। বলটি হারিয়ে গেছে বলে আম্পায়ারের কাছে আবেদন করেন তারা। কিন্তু আম্পায়াররা অসম্মতি জানান, কেননা বলটি স্পষ্ট দেখা যাচ্ছিলো কোথায় আটকে আছে।

অন্যদিকে চতুর ব্যাটসম্যানরা দৌড় থামাননি। তাঁরা দৌড়াতেই থাকেন। ফিল্ডাররাও কম বুদ্ধিমান ছিলেন না। তাঁদের মধ্যে একজন কুঠার দিয়ে গাছ কেটে ফেলার চেষ্টা করতে থাকেন।

তাদের মধ্যে আরেকজন ছিলেন, যিনি কিনা আইনস্টাইনের চেয়েও বেশি বুদ্ধিমান। গুলি করে বল পাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যাই হোক শেষ পর্যন্ত কয়েকটা গুলি খরচের পর বলটি মাটিতে পড়ে।

দুর্ভাগ্যবশতঃ বলটি কোনও ফিল্ডারই ধরতে পারেনি। বলটি যখন তারা মাটি থেকে কুড়িয়ে নেয়, এরই মধ্যে ২৮৬ বার নিজেদের মধ্যে ক্রিজ বদল করে নেন ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান। এ সময় তাঁরা প্রায় ৬ কি.মি. পথ দৌড়ান। যেটা যুক্তরাজ্যের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। এই ঘটনার একমাত্র প্রমাণও এটি। এক বলে ২৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া। ম্যাচটি তারা জিতেও যায়। এক বলেই ইনিংস ঘোষণা করার আর কোনো নজির নেই ক্রিকেট ইতিহাসে।

Address

871, Agrabad Exes Road, Baropol, Halishar
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্র-ছাত্রী ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category