Abu Taw Haa Muhammad Adnan Support

Abu Taw Haa Muhammad Adnan Support আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলিম ভাই।

23/07/2025

এক বছর আগেও যা ছিলো, এক বছর পর ও তাই হচ্ছে। আমি কোনও পরিবর্তন বা সংস্কার দেখছিনা। আগেও দেখেছি একটা ঘটনাকে ধামাচাপা দিতে গিয়ে নতুন একটা ঘটনা ঘটানো হয়েছে, এখনও ঠিক তাই দেখছি। সোহাগ হত্যাকাণ্ড ঢাকতে গিয়ে গোপালগঞ্জ ধ্বংসযজ্ঞ শুরু হলো, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাইলস্টোন ট্রেজেডি । খুব তাড়াতাড়ি নতুন কিছু ঘটবে এই ঘটনাকে ডাইভার্ট করার জন্য। আর এভাবেই চলমান থাকবে এই প্রক্রিয়া!

সাব্বাস বাংলাদেশ, ধন্য আমি তোমার জন্য, আমি লজ্জিত আমি বাঙালী “

মা-বাবার আর্তনাদ, পোড়া শরীরের কষ্ট কি আপনাদের স্পর্শ করে?একেকটি ঘটনার পরে আমরা সবাই মিলে সরব হই। প্রতিকার চাই। তদন্তের প...
23/07/2025

মা-বাবার আর্তনাদ, পোড়া শরীরের কষ্ট কি আপনাদের স্পর্শ করে?

একেকটি ঘটনার পরে আমরা সবাই মিলে সরব হই। প্রতিকার চাই। তদন্তের পর তদন্ত হয়। কিছুদিন পর আবার চুপ। আমরা সব ভুলে যাই। ভিন্নভাবে আবার আসে দুর্ঘটনা। আবার প্রাণ যায়। এ দেশে সবচেয়ে কম মূল্য মনে হয় মানুষের জীবনের।
মর্মান্তিক মৃত্যু কি স্বাভাবিক হয়ে গেছে আমাদের কাছে?

একটি জনবহুল এলাকার ওপর দিয়ে চলে বিমান চালানোর প্রশিক্ষণ 😡
যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনারা জানতেন না? প্রাণহানি হতে পারে জানতেন না?
জনবহুল একটি এলাকা।
এরপরও কেন আপনারা ভাবেননি?????
মানুষের জীবন কি এতটাই তুচ্ছ!

আপনারা যাঁরা ওপরের তলায় বসে আছেন সন্তানহারা মা-বাবার আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছাবে? সারা শরীরে পোড়ার ক্ষত নিয়ে আইসিইউতে থাকা ছোট্ট শিশুটির কষ্ট কি আপনাদের স্পর্শ করবে?
অচিরেই যেদিন আপনাদের জীবনের উপর আল্লাহ্ সুবহানআল্লাহ্ তা'আলা র পক্ষ থেকে কোন এক সাইক্লোন কিংবা টর্নেডো নেমে আসবে সেদিন হয়তো বোধদয় আসবে কিন্তু কোন লাভ হবে না তখন!

ফেসবুক এ স্ক্রল করতে পারছি না প্রতিবার চোখ ভিজে যাচ্ছে, একজন মা দীর্ঘ নয় মাস বাচ্চাটা পেটে রাখে,শত কষ্ট সহ্য করে নরমাল বা সিজার ডেলিভারি করে সন্তান টা পৃথিবীতে নিয়ে আসে, সারারাত জেগে সন্তান লালন পালন করে সন্তানের পাঁচ বছর করে তাকে স্কুলে ভর্তি করে এইদিন দেখার জন্য???
এক মূহুর্তে পুড়ে ছাই সব!!! এই দায় কে নিবে বলুন??
সেই পুরনো আমলের বিমান দিয়ে এখনো প্রশিক্ষণ চলে কেন তাও আবার জনবহুল শহরের উপর দিয়ে???
জাতি জানতে চায়
প্রতিটি সন্তান হারানো মা জানতে চায় এই দায় কার?

23/07/2025

I accepted 1 fan badge from Mizanur Rahman Azhari.

22/07/2025

চলে গেল আরও চার শিক্ষার্থী, নি হ তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭

২০ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করা শিক্ষিকা মেহেরীন চৌধুরী মারা গেছেন
21/07/2025

২০ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করা শিক্ষিকা মেহেরীন চৌধুরী মারা গেছেন

21/07/2025

কাল থেকে ওরা আর স্কুলে যাবে না😢

সন্তানকে খুঁজে না পেয়ে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়লেন বাবা 🥲
21/07/2025

সন্তানকে খুঁজে না পেয়ে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়লেন বাবা 🥲

21/07/2025

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনা প্রধান জেনারেল জনাব ওয়াকার উজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমীর সাহেবের চিকিৎসার জন্য যেকোন সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।

সেনা প্রধান জেনারেল জনাব ওয়াকার উজ্জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

(এডমিন)

জাহিদুল ইসলাম বলেন, জুলাই আমাদের কাছে যেমন নির্মমতা ও নিষ্ঠুরতার ছিল তেমনি প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস
19/07/2025

জাহিদুল ইসলাম বলেন, জুলাই আমাদের কাছে যেমন নির্মমতা ও নিষ্ঠুরতার ছিল তেমনি প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস

19/07/2025

আল্লাহ ধৈর্য ধারণ করার পর যা দেয়ব।তাই হয়েছে।

নির্বাচনের আয়োজন করুন, কেউ যদি চাপ দেয় বিএনপি পাশে থাকবে: গয়েশ্বর।😆😆😁😁
19/07/2025

নির্বাচনের আয়োজন করুন, কেউ যদি চাপ দেয় বিএনপি পাশে থাকবে: গয়েশ্বর।
😆😆😁😁

Address

Lakshmipur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Taw Haa Muhammad Adnan Support posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category