04/09/2025
ধরার বুকে নক্ষত্র হয়ে এলে, দীর্ঘ অপেক্ষা শেষে অধরা শিরোপা দেশকে উপহার দিলে, আলবিসেলিস্তাদের মুখে অসমাপ্ত হাসি ফিরিয়ে দিলে, অপ্রাপ্তি বলতে যা ছিল সবই পূর্ণ করে দিলে, গোটা বিশ্ব আপন করে নিলে।
প্রিয় সুরভিত ফুল, তোমাকে বিদায় বলার ব্যথা কতোটা নির্দয় তুমি কি জানো? ফুটবল পায়ে তুমি দৌড়াবে ঠিকই, ঘরের মাঠে এই নব্বই মিনিট দর্শকদের চোখের দিকে তাকিয়ে দেখো, ওরা কাঁদবে, হাসবে, হৃদয় ভেঙে যাবে, তবুও হাসতে হাসতে কেঁদে ফেলবে।
স্টেডিয়ামে সামান্য কিছু চোখ তোমার সামনে উপস্থিত হবে। তোমার দেশের লক্ষজোড়া চোখ কাঁদবে তুমি না দেখলেও অনুভব করবে। তুমিও হাসতে হাসতে কেঁদে ফেলবে, বাচ্চাদের জড়িয়ে ধরে চোখের জল ফেলবে, হয়তো তুমিও বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আর বলবে, আজ আসি তাহলে? উত্তর তুমিও জানো, কারোর সাধ্য নেই তোমাকে বিদায় বলার।
প্রিয় তুমি কী জানো? গোটা বিশ্ব ট্রিলিয়ন ভক্তের হৃদয় এই নব্বই মিনিট কতোটা নির্দয়ের মতো পোড়াবে? হয়তো তুমি কিছুটা জানবে, সময় হলে পড়বে, তবে হাসি মুখে তুমিও বলবে, স্বদেশের সবুজ গালিচা থেকে বিদায় নিলেও তোমাদের হৃদয়ে বসত করবো আজীবন।
একদিন আকাশের তারা হবো, ম্যারাদোনার পাশে আরামে বিশ্রাম করবো, কিন্তু বিশ্ব মানচিত্রে যতদিন ফুটবল থাকবে, আমায় মনে রাখবে যুগের পর যুগ, কয়েক প্রজন্ম আমায় মনে রাখবে, আমি না থেকেও থেকে যাবে ইতিহাসে। এক জীবনে এর চেয়ে আর কিবা চাইতে পারি বলো!
তোমাকে বিদায় জানানোর সাধ্য কারো নেই হে সুরভিত ফুল।
-কলমে Salman Abdulla