AMAN BOSS

AMAN BOSS Follow the button to get updates News�

🚴‍♂️ Cyclist | Sports Enthusiast | Content Creator
🔥 Passion for Football & Cricket
🎥 Making Sports Stories Come Alive
💪 Hard Work | Dedication | Growth

Free Palestine 🇵🇸

16/09/2025

পারভেজ আর তাঞ্জিদ যদি আজকের ম্যাচে শুরু'তেই আউট হয়ে যায় তাহলে যাস্ট ম্যাচ হেরে যাওয়ার জন্য আপনি যথেষ্ট পরিমাণ গা*লি এদের দিলেই হবে।

ওপেনিং জুটি কতটা ভালো খেলবে তার ওপর ডিপেন্ড করেই একটা ম্যাচের ভাগ্য নির্ধারন হয়ে যায়। যাই হোক শুভ কামনা রইল টিম টাইগার্স এর জন্য

16/09/2025

আফগানিস্তানের বিপক্ষে আজকে জিতলে এশিয়া কাপের সেমিতে যাবে বাংলাদেশ।

এই নিউজ টার জন্য যারা অপেক্ষা করতেছেন, তাদের উদ্দেশ্য বলতেছি আগে তো ভাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কে জিততে তো দেন 😃

15/09/2025

নিজেরে বেশি ফর্মাল বানাইতে গেলেই ঝামেলা। সেই অবস্থায় আছি যাস্ট ওই অবস্থা'তেই কন্টিনিউ করে যাওয়া'টাই এখন বুদ্ধিমানের খেলা। আপাতত বেশি সিরিয়াস না হওয়াই ভালো 😁

যেই গল্প চলতে যাচ্ছে আমার মতে সেটাকে চলতে দেয়াই হবে এখন বেস্ট ডিসিশন 😊

05/09/2025

অভিনন্দন আর্জেন্টিনা 🤝 ব্রাজিল।
🇦🇷🇧🇩🇧🇷

ধরার বুকে নক্ষত্র হয়ে এলে, দীর্ঘ অপেক্ষা শেষে অধরা শিরোপা দেশকে উপহার দিলে, আলবিসেলিস্তাদের মুখে অসমাপ্ত হাসি ফিরিয়ে দিল...
04/09/2025

ধরার বুকে নক্ষত্র হয়ে এলে, দীর্ঘ অপেক্ষা শেষে অধরা শিরোপা দেশকে উপহার দিলে, আলবিসেলিস্তাদের মুখে অসমাপ্ত হাসি ফিরিয়ে দিলে, অপ্রাপ্তি বলতে যা ছিল সবই পূর্ণ করে দিলে, গোটা বিশ্ব আপন করে নিলে।

প্রিয় সুরভিত ফুল, তোমাকে বিদায় বলার ব্যথা কতোটা নির্দয় তুমি কি জানো? ফুটবল পায়ে তুমি দৌড়াবে ঠিকই, ঘরের মাঠে এই নব্বই মিনিট দর্শকদের চোখের দিকে তাকিয়ে দেখো, ওরা কাঁদবে, হাসবে, হৃদয় ভেঙে যাবে, তবুও হাসতে হাসতে কেঁদে ফেলবে।

স্টেডিয়ামে সামান্য কিছু চোখ তোমার সামনে উপস্থিত হবে। তোমার দেশের লক্ষজোড়া চোখ কাঁদবে তুমি না দেখলেও অনুভব করবে। তুমিও হাসতে হাসতে কেঁদে ফেলবে, বাচ্চাদের জড়িয়ে ধরে চোখের জল ফেলবে, হয়তো তুমিও বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আর বলবে, আজ আসি তাহলে? উত্তর তুমিও জানো, কারোর সাধ্য নেই তোমাকে বিদায় বলার।

প্রিয় তুমি কী জানো? গোটা বিশ্ব ট্রিলিয়ন ভক্তের হৃদয় এই নব্বই মিনিট কতোটা নির্দয়ের মতো পোড়াবে? হয়তো তুমি কিছুটা জানবে, সময় হলে পড়বে, তবে হাসি মুখে তুমিও বলবে, স্বদেশের সবুজ গালিচা থেকে বিদায় নিলেও তোমাদের হৃদয়ে বসত করবো আজীবন।

একদিন আকাশের তারা হবো, ম্যারাদোনার পাশে আরামে বিশ্রাম করবো, কিন্তু বিশ্ব মানচিত্রে যতদিন ফুটবল থাকবে, আমায় মনে রাখবে যুগের পর যুগ, কয়েক প্রজন্ম আমায় মনে রাখবে, আমি না থেকেও থেকে যাবে ইতিহাসে। এক জীবনে এর চেয়ে আর কিবা চাইতে পারি বলো!

তোমাকে বিদায় জানানোর সাধ্য কারো নেই হে সুরভিত ফুল।

-কলমে Salman Abdulla

04/09/2025

এবারের ডাকসু'তে ভিপি হিসেবে কাকে দেখতেছেন? শিবিরের সাদিক কায়েম বা ফরহাদ এরা যদি লাইম লাইটে আসতে না পারে তাহলে বুঝে নিয়েন,

শিবির যাস্ট বট বাহিনী'তে স্ট্রং বাস্তবে এদের কোন অবস্থান নাই 🙂😁

অভিনন্দন টিম টাইগার্স। ❤️যেতে হবে বহুদুর 🇧🇩🖤
30/08/2025

অভিনন্দন টিম টাইগার্স। ❤️
যেতে হবে বহুদুর 🇧🇩🖤

30/08/2025

আজকের ম্যাচে লিটন দাশের ব্যাটিং কেমন উপভোগ করছনে জানি না? তবে আমার কাছে সাইফ হাসানের কামব্যাক টা ভালো লাগছে। আর আমি মন থেকে চাই সাইফ টিমে নিজের অবস্থান তৈরি করুক।

সাইফের মতো ট্যালেন্টেড প্লেয়ার'রা পর্যাপ্ত সুযোগ পাওয়ার পরেও যখন টিমে নিজের অবস্থান তৈরি করতে পারে না সেটা বরাবরের মতো আফসোসের। তবে সাইফের ক্যারিয়ারের এটা ফাইনাল সুযোগ, নিজেকে অনন্যা মাত্রায় নিয়ে যাওয়ার।

শুভ কামনা টিম টাইগার্স এবারের এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হিসেবেই নিজেদের দেখতে চাই ❤️

28/08/2025

“সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী – বাংলাদেশের ক্রিকেটে কে আসল স্টার?”

এই ছবির ডেফিনেশন রাজাকার'রা বুঝবে না 😁
24/08/2025

এই ছবির ডেফিনেশন রাজাকার'রা বুঝবে না 😁

20/08/2025

জীবনে ভাই একটা জিনিস মেইনটেইন করিয়েন, আপনার চেয়ে নিচু মানুষ'দের সাথে ভালো সমপর্ক মেইনটেইন করিয়েন আর কারণে অকারণে দান করিয়েন। তবে গোপনে দান সবচেয়ে বেশি উত্তম।

এই জিনিস গুলো যেমনে আপনাকে মানসিক শান্তি দিবে ঠিক সেইম টু সেইম আপনার অনেক ইন্সট্যান্ট বিপদ গুলো কাটিয়ে দিবে। যতটা সম্ভব নিজের সাধ্যের মধ্যে থেকে দান করেন।

Address

Khagrachhari
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when AMAN BOSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMAN BOSS:

Share

Category